কিভাবে জানবেন আপনার কম্পিউটারে USB2.0 আছে কিনা ?

USB2.0USB2.0আজ প্রথম টিউনার হলাম এবং এটা আমার প্রথম টিউন। এই বিষয়টি অনেকেই জানেন কিন্ত আমি আজ জেনেছি তাই Share করলাম। আমার মতো কেউ যদি থাকে...  

ওপেন ডিভাইস ম্যানেজার (Device Manager)  এবং Universal Serial Bus সেকশনের এর (+) চিহ্নে ক্লিক করুন। চিত্রের ন্যায় একটি Enhanced USB host controller থাকলে বুঝতে পারবেন আপনার কম্পিউটারে USB2.0 আছে। তবে Windows 98 –USB2.0 ভিন্নভাবে থাকতে পারে নির্মাতা প্রতিষ্ঠানের  ভিন্নতার কারনে।  

USB2.0USB2.0 USB2.0   

জেনে রাখুন USB2.0 এর গতি  ৪৮০ Mbps যা USB1.1 এর তুলনায় ৪০ গুন বেশি।

Level 0

আমি IAM007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপনাদের ভুবনে আমি এক নতুন পথিক। আপনাদের মাঝে নিজেকে ভাগাভাগি করার আমার এই ক্ষুদ্র চেষ্টা আপনাদের কতুটুকু উপকার করবে জানি না । তবে কারো সামন্যতম উপকার হলে আমার পথচলার সার্থকতায় পূর্নতা পাবে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে Welcome ভাই —
কিন্তু একটা Question ???
আপনি বলছেন –USB2.0 এর গতি ৪৮০ মেগাবাইট/সেকেন্ড। এটা কি data transfer rate । যদি তাই হয় তো আমরা যখন PC থেকে USB Drive এ Data copy / send করি তখন এতো সময় লাগে কেন ? ( ধরুন আমি ১০মেগা data send করলাম। তাহলে তো ১ সেকেন্ডের আগে যাওয়ার কথা কিন্তু তা তো হয়না। )

Level 2

আসলে এইটা হবে 480Mbps মানে 480 মেগাবিট। 8 দিয়ে ভাগ করলে যেটা দাড়ায় 60 মেগাবাইট/সেকেন্ড। তারপরও ব্যাড বয় এর কথা থেকে যায়। তবে এটাই ঠিক। আরো জানতে এখানে ক্লিক করুন।

http://www.everythingusb.com/usb2/faq.htm

Level 0

ব্যাড বয় ভাই,
সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে ।

rakib-bd Bhai,
গুরুত্বপূর্ন তথ্য প্রদানের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আপনাকে স্বাগতম ভাই , আর একটা খবর জানুন আগামীতে মাদার বোর্ড এর সাথে যুক্ত হচ্ছে USB 3.0 এর গতি ৪৮০ Gbps/সেকেন্ড। দেখুন http://www.everythingusb.com/superspeed-usb-16262.html

টুটুল আসলে এটাতো অনেকাংশে এখনই হয়ে গেছে।

Kintu eta ki kaje lage? seta to bolben. ( Amar gnan khub i alpo e bapare)
Thanks.

    Level 0

    কে বলেছে অল্প , মন্তব্যে তা কিন্তু মনে হয় না। বিষয়টি প্রথমে আমার জানা ছিল না কিন্ত প্রয়োজন ছিল । একবার এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। তাই জানার সাথেই সবাইকে জানানো যায় বলে মনে হলো।

    Level 0

    @বিপাশা: USB 2.0 সম্বলিত PC তে DATA খুব দ্রুত ট্রান্সফার করা যাই. ধরুন USB 1.1 সম্বলিত PC তে DATA কপি করতে যদি সময় নেয় ১০ মিনিট সেই ক্ষেত্রে USB 2.0 সম্বলিত PC তে সময় নিবে ২ মিনিট।

Level 0

usb 1.1 কে usb 2.0 তে রূপান্তর করা কি সম্ভব কিনা?

এত সহজ ব্যাপার আগে কখনোই চোখে পড়েনাই ..
ধন্যবাদ ..

usb amra kivabe use korbo ?

Level 0

Ami kivabe bujhbo USB 2.0 r USB 3.0 konta??