এটি আমার প্রথম টিউন তাই ভুল থাকলে ক্ষমা করবেন
মূলত সমস্যাটি বিভিন্ন কারনে হয়ে থাকে সমস্যা গুলি নিচে তুলে ধরা হল:
১.প্রথমত এটি র্যাম এর কারনে হয়ে থাকে। তাই প্রথমে র্যামটা চেক করুন,র্যামটা মাদারবোর্ড থেকে খুলে দেখুন র্যামটা কোথাও পুড়েছে কি না যদি কোথাও না পুড়ে তাহলে র্যামটা ভালোভাবে পরিষ্কার করে পুনরায় মাদারবোর্ডে লাগান। সবচেয়ে ভাল হয় যদি থিনার দিয়ে র্যামটা ধুয়ে শুকিয়ে আবার লাগাতে পারেন। আর একটা কথা বাড়তি কোন র্যাম থাকলে ভাল হয় সেটা দিয়ে আগে পরীক্ষা করে নেয়া যেতে পারে নিজের না থাকলে কারো কাছ থেকে নিয়ে নিন তাহলে বুজতে পারবেন যে এটা র্যাম সমস্যা নাকি অন্য কিছু।
২.হাডডিক্সে সমস্যা থাকলে এমনটা হতে পারে তাই হাডডিক্স এর পাওয়ার লাইন গুলো খুলে নিন তারপর কম্পিউটার চালু করে দেখুন।
৩.বায়োস ব্যাটারীর কারনে হতে পারে তাই ব্যাটরী খুলে কম্পিউটার চালু করুন।
৪.কুলিন ফ্যান এর কারনে এই সমস্যা হতে পারে,কুলিন ফ্যান অনেক দিন চলার কারনে ময়লা ধুলাবালি পড়ে আর ধুলাবালির জন্য এমনটা হয়। আবার কুলিন ফ্যান মাদারবোড হতে ফাকা থাকলে এই সমস্যা হয়,তাই ভালো করে খেয়াল করে দেখুন কুলিন ফ্যান ফাকা আছে কি না। ফাকা থাকলে ভালোভাবে লাগান।
৫.প্রসেসর এর কারনে এমনটি হতে পারে তাই সাবধানে প্রসেসরটি খুলুন এবার থিনার দিয়ে ভালো করে প্রসেসরটি ধুয়ে ফেলুন তারপর শুকিয়ে আবার লাগান। প্রসেসর যেই যায়গায় লাগায় সেই যায়গাটি ভালোভাবে দেখুন কোন ময়লা আছে কি না এই ময়লার কারনেও এই সমস্যা হয়।
৬.বায়োসের চাবি খুলা থাকলে (মাদারবোর্ড অনুযায়ী)চাবি ঠিকমত কানেকশন না থাকলে
৭.বায়োস নষ্ট হলে মাদারবোডে হাত দিয়ে দেখুন বায়োস এর যায়গা অতিরিক্ত গরম হয় কিনা যদি হয় তাহলে থিনার দিয়ে পুরো মাদারবোর্ড ধুয়ে রৌদ্রে শুকান তারপর সবকিছু লাগিয়ে দেখুন হয় কি না। না হলে নতুন মাদারবোডতো কিনতেই হবে।
৮.পাওয়ার সাপ্ল্ইার কারনে হতে পারে দেখা গেল সবকিছু চলছে কিন্তু মনিটর আসছে না এর কারন পাওয়ার সাপ্লাই ঠিকমত ভোল্টেছ দিচ্ছে না। তাই নতুন পাওয়ার সাল্পাই দিয়ে চেক করুন।
এ বাইরে অন্য কারন থাকতে পারে সেটা আমার জানা নেই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সময় পেলে আমার নতুন সাইট থেকে ঘুরে আসবেন।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
azaira tune