টেকটিউনের সকল ভাই বোন কে আমার সালাম। আমরা প্রতিদিন কম্পিউটারের সঙ্গে নানান ডিভাইস সংযোগ করে থাকি কিন্তু যে কানেকটার (সংযোজক ) দিয়ে কানেকট করছি সেটার নাম সব সময় জানা থাকে না বা জানি না আমরা সাধারনত USB , DVI , Ps/2 SATA , PATA ইত্যাদির সঙ্গে পরিচিত থাকলেও বাকি কানেকটার (সংযোজক )গুলির নাম আমরা সকলে হয়তো জানি না তাদের নাম ব্যবহার নিয়ে আমার এই ছোট্ট টিউন । তার আগে জেনে নিই যা দিয়ে কানেক্ট করা হয় তাকে বলে Plug ও যার সঙ্গে কানেক্ট করা হয় তাকে বলে socket.তাহলে শুরু করা যাক ...
পুরো নাম - Universal Serial Bus
কিছু কথা ও ব্যবহার - এটা বলাই বাহুল্য যে সর্বাধিক ব্যবহৃত সংযোজক হল USB বা ( Universal Serial Bus) যা দিয়ে আমরা প্রতিদিন Keybords, Mice , printers , scaners , Modem , storage device, ও আরোও অনেক ডিভাইস কানেক্ট করে থাকি।
গতি - বর্তমানে এর মাধ্যেমে সর্বাধিক ডাটা ট্রান্সফারের গতিবেগ 60 Mb / sec
পুরো নাম -SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার - এটির মাধ্যেমে Hard Drives ও Optical Drives এর সঙ্গে সংযোগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি PATA কানেক্টারের মতো।
গতি - এটির মাধ্যমে সর্ব্বোচ্চ গতি 3 Gb/S
পুরো নাম -IBM PERSONAL SYSTEM /2
কিছু কথা ও ব্যবহার - এটি একটি Input Device যার মধ্যমে Keybords, Mice সঙ্গে Pc সংযোজন করা হয়।সবুজ রং এর socket সঙ্গে মাউস ও বেগুনী রং এর socket সঙ্গে কিবোর্ড সংযোগ করা হয়। বলাই বাহুল্য বর্তমানে ps/2 জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।
পুরো নাম - D-Subminiature
কিছু কথা ও ব্যবহার - এটি একটি ডিসপ্লে সংযোজক এটি দিয়ে সাধারনত CRT মনিটর লাগানো হত। বর্তমানে এটি CRT সঙ্গে LCD মনিটর DVI, HDMI, ডিসপ্লে পোর্ট সংযোজন করা হয়।
পুরো নাম - Parallel
কিছু কথা ও ব্যবহার - এটি পিন্টার পোর্ট হিসাবে অধিক পরিচিত ।কম্পিউটার থেকে ডাটা পুরানো প্রিন্টারে এই কানেক্টটারের Plug ও Socket এর মধ্যমে পরিবাহিত হত।বলাই বাহুল্য বর্তমানে Parallel জায়গা USB দখল করে নিয়েছে তার জন্য বর্তমানে খুব কম ব্যবহৃত।
পুরো নাম - Recommended standrard 232
কিছু কথা ও ব্যবহার - এটি একি I/O Port যেটির মাধ্যমে Binary ডাটা Transfer করার জন্য পুরানো কম্পিউটারে ব্যবহার করা হত। এটির সাহায্যে মাউস, মডেম ও Programmable Electronics Projects এর মাধ্যমে চালানো হত।
পুরো নাম -Registered Jack 11 and 45
কিছু কথা ও ব্যবহার -এটি প্রধানত Network Purpose এ এটিকে ব্যবহার করা হয়। RJ11 এর মাধ্যমে Telephone ও RJ45 এর মাধ্যমে Ethernet কানেকশনের জন্য পেয়ার হিসাবে ব্যবহৃত হয়। RJ11 ছোট হয় RJ45 থেকে ও উভয়ের মধ্যে 6 থেকে 8 পিন থাকে।
পুরো নাম -Digitral Visual Interface
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Display Output Port যেটিকে Lcd Monitors এর সঙ্গে কানেক্ট করার জন্য ব্যবহৃত করা হয়।
পুরো নাম - Super - Video
কিছু কথা ও ব্যবহার -এটি একটি Output Port যার মাধ্যমে অডিও ও ভিডিও উভয় ডাটা পরিবহন করতে সক্ষম। এটি Video এর 576i রেজুলেশন পর থেকে সাপোর্ট করে। এটি DVD Player Graphics Card এর সঙ্গে দেখা যায়।
এটি analog video Outputer হিসাবে ব্যবহৃত হয়। তিনটি আলাদা আলাদ কানেক্টার থাকে, Y, U ও V , এটি 480i এর বেশী রেজুলেশন থেকে সার্পোট করে । এর একটি কেবল শুধু অডিও বা ভিডিও ফাইল ডাটা পরিবহন করতে পারে। এটি বেশীর ভাগ VCD/VCRs , DVD Players, TVs, ও Graphich Cards এ থাকে।
এটি তিনটি Analog Vedio Singal পরিবহন করে। Y, Pb, ও Pr এটি উচ্চমানের ভিডিও রেজুলেশন দরকার (1080p) । এটি একটি কেবলে এক ধরনের ডাটা (অডিও বা ভইডিও )পরিবহন করতে পারে। এটি DVD Players, TV ও বেশীর ভাগ Graphics card তে দেখা যায়।
পুরো নাম -- External SERIAL ADVANCE TECHONOLOGY ATTACHMENT
কিছু কথা ও ব্যবহার -এটি SATA মতো হলেও Externallay ক্ষেত্রে ব্যবহার করা হয়। External hard drive সরাসারি কম্পিউটারের মাদারবোর্ডে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়।
পুরো নাম -- MINI UNIVERSAL SERIAL BUS
কিছু কথা ও ব্যবহার - কারিগরিক দিক থেকে USB এর সমরূপ হলেও সাইজে USB থেকে ছোট এটি সাধারনত StorageDevices, Mp3 players, Camara , ইত্যাদির সঙ্গে PC কানেক্ট করতে ব্যবহার করা হয়।
পুরো নাম --Parallel attachment pocket interface
কিছু কথা ও ব্যবহার - এটা এক সময় খুব প্রচলন থাকলেও বর্তমানে এর ব্যবহার আনেক কমে গেছে SATA কানেক্টারের জন্য । এটি কে হার্ড ডিস্ক , সিডি বা ডিভিডি রম বা রাইটারের সঙ্গে মাদারবোর্ডে কানেকশন করার জন্য ব্যবহার করা হয় বা হত।
গতি - এর গতি খুব ভাল না হলে খারাপ না প্রায় - 130 Mb/s
ছবিগুলো সাজাতে ঠিক ঠাক সাজাতে পারলাম না টেকটিউনের সম্ভবত কোন সমস্যার জন্য ও কিছু আরও কানেক্টারের সম্বন্ধে উল্লেখ করতে বিরত থাকলাম পরে আপটুডেট করে দিব।
ভাল থাকবেন....
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
হুম, জানার অনেক বিষয় আছে!! শেয়ার করার জন্য ধন্যবাদ।