আপনার পিসি থেকে ড্রাইভ হাইড করুন, কোন ডেটা হারাবে না

আসসালামু আলাইকুম টেকটিউন পরিবারের সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আসলে গত কয়েক দিন ধরে টিউন করছি কিন্তু পাবলিষ্ট করতে পারছি না কি রকম লাগে বলুন ঠিক এই লেখা গুলো শো করছে--

টিউনের বিষয়বস্তু খুব অল্প (টিউনের বিষয়বস্তু কমপক্ষে 200 শব্দের হতে হবে, টিউনটিতে আছে 133 টি)
টিউনে ট্যাগের পরিমান অল্প (টিউনে কমপক্ষে 3 টি ট্যাগ থাকতে হবে, টিউনটিতে আছে 0 টি)

টিউনটি প্রকাশিত হয়নি। টিউন প্রকাশের উপরিউক্ত বিষয় গুলো সম্পন্ন করুন। টিউনটি খসড়া হিসেবে সংরক্ষিত

যেহেতু আমি নতুন টিউনার তাই হয়তো এমন হচ্ছে, তবে টিটি পরিবারে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করছি। এবার আছি কাজের কথায়--ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি- পিসি থেকে যে কোন ড্রাইভ হিডেন করা যায় বিভিন্ন মাধ্যমে আজকে যেটা করবো কোন প্রাকার সফটয়্যার ছাড়া।

প্রথমে আপনার My Computer উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে Manage ক্লিক করুন, এরপর Storage গিয়ে Disk Management ক্লিক করলে আপনার পিসির সকল ড্রা্ইভ দেখাবেএখন আপনি যে ড্রাইভটি হাইড করবেন সেটা উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে, Change Drive Letter and Paths--ক্লিক করে Remove ক্লিক করে Yes করুন। আবার যদি ঐ ড্রাইভ পিসিতে শো করাতে চান তাহলে উপরে সিষ্টেমে গিয়ে রিমুভ যায়গায় Add করুন, তাহলে আগের মতো শো করবে। সময়ের অভাবে আরো স্ক্রীনশর্ট দিতে পারলাম না,আজ এ পযন্তু যদি অাগে এ বিষয়ে টিউন করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাল থাকবেন। ঈদ মোবারাক

 

Level 0

আমি তিতুমীর হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঈদ মোবারক। thanks

সমাধানের জন্য তো সাথে টিউনের লিঙ্ক দিয়ে দেয় ভাই, ওটা তেই আপনার উত্তর ছিলো

ভাই আসলে বিন্দু বিন্দু জলেই মহাসাগর গড়ে উঠে। আপনার এ টিউওনটি কার কত কাজে লেগেছে জানিনা। তবে আমা র অনেক উপকার হইছে ভাই। আমার ভুলে দ্রাইভ হাইড হয়ে গেছিল। এখন আনহাইড করলাম। আপনাকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নাই। আল্লাহ আপনাকে আরো জ্ঞান করুন।

ধন্যবাদ ভাই। অনেক উপকৃত হলাম।