আসেন আমার সাথে আর রিকভার করে ফেলি নস্ট Hard Disk এর সকল ফাইল ফাইলগুলো [পর্ব-০১]

টিউন বিভাগ হার্ডওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউন্স কমিউনিটি। আশারাখি সবাই ভাল আছেন। আজ প্রথম লিখতে বসেছি তাই কোন ভুল হলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।হার্ডডিস্ক নষ্ট হয়ে গেলে সেটা আমরা সাধারনত ফেলে দিই। আপনি কি জানেন এই নষ্ট হার্ডডিস্কের মধ্যে ও অনেক মুল্যবান জিনিস আছে যা আপনি কাজে লাগাতে পারেন। নষ্ট হার্ডডিস্ককে কাজে লাগানোর জন্য কয়েকটি ধারাবাহিক টিউন করার ইচ্ছে আছে। আজকে তার প্রথম পর্ব।

নস্ট হার্ডডিস্ক থেকে ডাটা রিকোভারী করা। আপনাদের অনেকে আশা করি হার্ডডিস্ক Error সমস্যায় ভুগতেছেন । এই সমস্যা অনেক সময় ৯৫% Damage হওয়ার কারনে সাধারণত হয়ে থাকে যা একেবারে _ শেষ। আবার অনেক সময় সামান্য কিছু ত্রুটি থাকলেও হতে পারে । যাই হোক আমরা এখন দেখবো কিভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজ টা করা যেতে পারে ,  এবং চাইলে নষ্ট হার্ডডিস্ক টি চালাতেও পারবেন এই পদ্ধতিতে ।

কাজটি করতে আমাদের যা যা লাগবেঃ

সময় হয়েছে কাজ আরম্ভ করার যদি ডাউনলোড শেষ হয়ে থাকে। প্রথমে ইউমি ডাউনলোড এবং ইন্সট্রল করুন। তারপর তা ওপেন করুন। ওপেন করলে নিচের মত দেখতে পাবেন।


:arrow:নিচের স্ক্রিনশর্ট এর মত সব ঠিক করে দেন।

  • ১নং  কাজ উপর থেকে ড্রাইভ সিলেক্ট করে দিন। Format লেখা দেখলে চেক করে দিন।
  • ২নং কাজ Slax (Tiny Slackware Based Distro) সিলেক্ট করে দিন।
  • ৩নং কাজ আপনার ডাউনলোড করা .Iso ফাইলটা দেখিয়ে দিন।
  • ৪নং কাজ  ক্রিয়েট এ ক্লিক করে অপেক্ষা করুন ।

_


এবং Finish না আসা পর্যন্ত আমার বাকী ফালতু কথা শুনুন। এরপর আপনার কম্পিউটার_রি-স্টার্ট করুন। রি-স্টার্ট করার পুর্বে পেন-ড্রাইভ অথবা মেমোরী কার্ডটি ইউএসবিতে কানেক্ট করে নিন। এরপর একেক_কোম্পানীর_কম্পিউটারে_Boot_Menu_সিলেক্ট করার জন্য ভিন্ন ধরনের Key থাকতে পারে। তবে আমার কম্পিউটারে বুট মেনু F10 । আপনার কম্পিউটারে F8,F12 বা অন্য কিছু হতে পারে।

➡ বুট মেনুতে প্রবেশ করলে দেখবেন আপনার পেন-ড্রাইভ অথবা মেমোরী কার্ডটি দেখাচ্ছে। আপনার ডিভাইসটি সিলেক্ট করে সামনে আগানোর অনুমতি দিন।

➡ উপরের ছবির মত আসলে (Linux Distributions) সিলেক্ট করে দিন।


➡ Slax-English-UK-7.0.8-i486   নামটা পাবেন তাতে Enter চাপুন।কিছুক্ষন অপেক্ষা করুন । এবার কিছু কমান্ড মেনু পাবেন


➡ কমান্ড মেনু হতে Run Slax এ ক্লিক করুন।


➡ এবার কিছুক্ষন অপেক্ষা করুন


➡ দেখবেন লিনাক্সটি চালু হয়ে গেছে।

এবার আপনার দরকারী ফাইলগুলোকে রিকোভার করতে পারবেন। আবার ইচ্ছা করলে হার্ডডিস্ক থেকে ফাইল (ভিডিও এবং অডিও) চালাতে পারবেন। কোন_সমস্যা_হলে_কমেন্ট_করে_জানাবেন।

আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ ফুলগাজীর ছেলে সৌরভ।

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের একটি টিউন । ভালো লাগল অনেক

প্রিয় তে রাখলাম… 😀

ধন্যবাদ @ শামীম ইবতেহাজ রহমান ভাই এবং ইমন হাসান নাঈম ভাইকে। কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

jothil ek khan tune korlen vau. priyo te rakhlam

অনেক দরকারি post

পোস্টটি দেখে ভাল লাগল।
তবে/হার্ডডিক্সএ কোন ভাবেই ড্রাইভ পাচ্ছে না পাবার জন্য কোন উপায় আছে কি
এটা Automatic এমন হয়েছে।

আমার হার্ডডিস্ক পাওয়ার পাচ্ছেনা। মনে হয় পাওয়ার সার্কিট নষ্ট হয়ে গেছে হার্ডডিস্ক পাওয়ার দেওয়ার অন্য কোন উপায় আছে কি

@_মো ইমরানহোসেন ভাই যদি এভাবে ড্রাইভ না দেখতে পান তবে Kali Linux ব্যবহার করতে পারেন।
আমার একটা হার্ডডিস্ক এও এমন হয়েছিলো কিন্তু kali দিয়ে ওপেন করতে পেরেছিলাম।

Amar Hard Disk detected e kore na…..tai ekta notun kinechi……kintu puronotai onek kichu bhalo bhalo jinispottor chilo……ebar amake bolun ami kibhabe aie beper ta korbo……..
1.Softz ta new hard disk e instal korar por bootable pendrive banalam…….ete new hard disk tar filee loss houyar kono sombhabona?

2.Purono hard disk ta kokhon lagabo?

full process ta jodi ektu etar khetre bolediten bhalo hoto 🙂

First_Time_you_need_to_make_a_bootable_pendrive.
বুটেবল পেনড্রাইভ রেডি করার পর আপনি আপনার পুরনো হার্ডডিস্কটি কানেক্ট করবেন।
এবং লাইভ চালাতে টিউনটি ভালভাবে দেখুন।
আর যেহেতু পেনড্রাইভ বুটেবল করতেছি সেহেতু হার্ডডিস্ক এর কোন ফাইল হারানোর কোন সম্ভবনা নেই।
@ rabindrapalli ধন্যবাদ টিউমেন্ট এবং কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

৯৫% ড্যামেজ থাকলেও এই পদ্ধতিতে চালানো যাবে । একবারে ড্যামেজ হয়ে গেলে কিছু পার্টস পরিবর্তন করে ভাল ভাবে চালানো যায় । @ সৈয়দ আহমদ। ধন্যবাদ কষ্ট করে টিউনটি দেখার জন্য।

আমার ৬ মাস পুরোনো hard disk টা ড্রাইভ পাটিশন করার সময় বিদুৎ চলে যায়। ও তারপর বন্ধ হয়ে যায়। তারপর বুট করার পর মেসেজ দিছে boot mgr missing। নুতুন করে windows ইনস্টল দিতে পারছিনা। কি করব যদি দয়া করে একটু বলেন খুব উপকার হব।

    Level New

    আপনি আপনার হার্ডডিক্স টি অন্য পিসিতে লাগিয়ে ফরম্যাট করে নিন। তারপর সেটাপ দিন আশা করি হয়ে যাবে।

      @সরোজ:
      ওনও পিসি তে লাগালে পিসি খুব slow হয়ে জাচ্ছে। কনো কিছু ওপেন হচ্ছে না।

আপনি টিউনটিতে দেখানো কাজ গুলো করে Hard-Disk ওপেন করতে হবে । ওপেন করে ফরম্যাট দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন যদি না Har-Disk টি পুরোপুড়ি ক্ষতিগ্রস্থ হয়ে থাকে । @ অভিজিত সাহা।
ধন্যবাদ কষ্ট করে টিউনটি দেখার জন্য।

@_rabindrapalli_ শুধু পুরনো টা কানেক্ট থাকলেই চলবে কারন পেনড্রাইভ থেকে লাইভ Slax চালাতে পারবেন।
ধন্যবাদ এক বস্তা ভালোবাসা রইলো টিউমেন্ট করার জন্য।

@ আইজ্যাক নিউটন ধন্যবাদ পাশে থাকবেন কাছে রাখবেন। রইলো এক বস্তা ভালোবাসা।

ওক্তা হার্ডডিস্কের বোর্ড টা নস্ট হয়ে গিয়েছে, কি করা যাবে এখন?

    @সাহেব বিশ্বাস: ভাই বোর্ড নষ্ট হয়ে গেলে এই টিউন কাজে লাগবেনা।
    যদি আপনার আশে পাশে থাকতাম তবে বোর্ড রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করতাম।
    ধন্যবাদ ভাইয়া রইলো এক বস্তা ভালবাসা।

kali linux ki kore chalabo…..plz ektu doya kore bole den.
amar onek dorkari jinish ache okane..plz sir

kali linux ki kore chalabo…..plz ektu doya kore podoti ta bole den. amar onek dorkari jinish ache okane..plz sir

Level 2

ভাই Slax চালু হবার পর “Looking for Slax data in /multiboot/slax-English-US-7.0.8-i486 …………………/ # ” এই অবস্থায় এসে আর কিছু হয় না, কি করব? হেল্প প্লিজ।