মেমোরি কার্ড চাঙ্গা এবং টেকসই রাখুন !!!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

কিছু কথাঃ

আজ প্রায় ১০-১৫ দিন পর টেকটিউনসে ফিরলাম, দেখছি অনেক কিছুর পরিবর্তণ। টেকটিউনস কে প্রচুর মিস্ করেছি আর সবচেয়ে বেশি মিস্ করেছি আপনাদেরকে। সবচেয়ে অবাক হয়েছি যারা আড়াল থেকে সবসময় টেকটিউনসে আছেন তাদের উৎসাহময় অনুভূতি আমার সাথে সরাসরি প্রকাশের ভঙ্গি দেখে। ভাবতে আসলেই অবাক লাগে আমার মতন কিশোরকে আপনারা এত ভালবাসেন! আজ মনে হচ্ছে আমার শক্তি, প্রাণ সবই হলো আপনারা। তবুও সাহস করে অকৃতঙ্গের মতন বলছি চিরকৃতঙ্গ আমি আপনাদের কাছে…

--- মাইক্রোহ্যাকার আলমাস

almas

সবাইকে স্বাগতম আমার টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। হ্যাকিং টিউন করতে করতে হয়তো আপনাদের একটু একঘেয়ামী লেখে গেছে তাই আজ একটু টিপস নিয়ে হাজির হলাম। আজকের টিউনে আমি আপনাদের মেমোরি কার্ড টেকসই রাখার জন্য ১০টি টিপস দিব। এই টিপসগুলো সব আমার বেসিক ধারনা থেকেই দেওয়া।

ভাল মেমরি কার্ড কেনার ৪টি টিপসঃ

১। মেমরি কার্ড কেনার পূর্বে দেখে নিন তা আপনাকে কতখানি স্পেস সাপোর্ড দিতে পারে। যদি আপনার মেমরিটি 1 GB হয় তবে এর মধ্যে সর্বচ্চ 970MB -1000 MB পর্যন্ত সাপোর্ড দিতে হবে।

২। মেমরি কর্ডটির পিছনের অংশ অর্থাৎ যেখানে তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি মেমরি কার্ডের বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।

৩। মেমরি কার্ডের সাধারনত নতুন অবস্থাতেই কোন ওয়ারন্টি বা গ্যারান্টি থাকে না তাই পরাতন না কেনাই ভাল।

৪। মেমরি কার্ড অবশ্যই ভাল কোম্পানি ( Sumsung, Nokia, Team etc… ) দেখে কিনতে হবে।

মেমরি কার্ডের যত্ন এবং ব্যবহারঃ

১। মাসে অন্তত একবার আপনার মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড নষ্ট হতে পারে।

২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন বারের বেশি ফরমেট করবেন না কারন এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।

৩। প্রয়োজনে মোবাইল দিয়ে মেমরি কার্ড ফরমেট করুন।

৪। মোবাইলে বেশিক্ষন (এক-দুই ঘন্টার বেশী) ভিডিও গান বা ভিডিও চিত্র না দেখাই ভাল কারন এতে ব্যাটারি এবং মেমরি কার্ডের উপর চাপ পড়ে।

৫। মেমরি কার্ড কে পেনড্রইভ হিসাবে ব্যবহার না করাই ভাল আর যদি পেনড্রইভ হিসাবে ব্যবহার করতে চান তাহলে কার্ড রিডার ব্যবহার না করে মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন।

৬। 1 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB, 2 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB / 1 GB, 4 GB সাপোর্ড মোবাইলের জন্য 2 GB / 4 GB মেমরি কার্ড ব্যবহার করা ভাল। এতে মোবাইল ফোন সহজে হ্যাং হয়না এবং ধীর গতীর হয় না।

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস।

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর এবং গুরুত্বপুর্ন একটি তথ্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।স্বাগতম ফিরে আসার জন্য সত্যি আপনাদের টিউন আমরা অনেক মিস করি।

২।তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি মেমরি কার্ডের বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।
৫। মেমরি কার্ড কে পেনড্রইভ হিসাবে ব্যবহার না করাই ভাল ।

প্রশ্নঃ কেন? সমস্যা কোথায়? কার্ড রিডার ইউস করলে সমস্যা কই? আমিতো সমস্যা দেখি না।

(অফটপিকঃ প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল কেমন হইছে? অনেক দিন পরে আসলা।আমি আজ জটিল মুড এ আছি। সিটিসেল আমারে মডেম ঠিক করার বদলে সম্পূর্ণ নতুন মডেম দিসে।যার দাম ৪২০০টাকা। অথচ আগের মডেম এর দাম ছিল ৩০০০ টাকা।এখন আমার পার্টি দিতে ইচ্ছে করছে। কুমিল্লা চলে আস।)

    ফিরে আসার জন্য ধন্যবাদ । আর তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ ।
    তোমার দারুন দারুন সব টিউন এর আপেখ্যায় আছি ।

    তামার পাতের ডান পাশের কালো আংশ ভাইয়া জান 😛 ঐ অংশ বেশ সেনসেটিভ ……..

    কার্ড রিডার ইউস করলে মেমরি কার্ড খোলা বেশি হয় এবং বর্তমানে যে সকল কার্ড রিডার পাউয়া যায় তার মূল ic নিম্নমানের তরল লিকুয়িড দিয়া তৈরি।

    অফটপিক উত্তরঃ

    # পরীক্ষা ভাল হইসে স্যার।

    # SMS পাইছিলাম but টাকা ছিল না।

    # কুমিল্লা আসতাছি তবে আগে গাইবান্ধায় আসেন।

    গুটু গুট ধন্যবাদ তানভির ভাই।

তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে আমার প্রয়োজন। [email protected]

ধন্যবাদ হাকার ভাই

Level 0

তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

হুম…………………. ধন্যবাদ

ধন্যবাদ……………….
অনেক দরকারী টিপস… এগিয়ে যাও

মাইক্রোহ্যাকার এ্যান্ড মেমরি কার্ড বিশেসজ্ঞ আলমাস 😉 জটিলসসসস । +++++++

আমার Memory Card ব্যাবহার উপযোগী কোন Handset নাই। আর আপাদত কেনার ইচ্ছাও নাই।
টিউনের জন্য ধইন্যা।

আরে আল্মাস ভাই এখনো কি ঢাকায় নাকি। মাফ করবেন আপনার sms এর reply দিতে পারি নাই।

Level 0

মাইক্রোহ্যাকার_আলমাস ভাই,আপনাকে ধ্যনবাদ শোযার করার জন্য……। কিন্তু আর বিস্তারিত হলে ভাল হত. যেমন ৮ টি পিনের কাজ কি,ডাটা আদান ও প্রদানের জন্য ২টি পিন,২টি নেগিটিভ পজেটিভ ইত্যাদি ইত্যাদি

Level 0

nice tune ………………….

wElc0mE bacK…………………………… br0

thnX

ধন্যবাদ আলমাস, খুব সুন্দর টিউন.

খুব সুন্দর টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ ।

জোস….থ্যাঙ্কু থ্যাঙ্কু…

অনেক ধন্যবাদ।

Level 2

amar 5800 te 4 gb use kori.onek somoy memory ta somossa kore. Ki korbo