“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
আজ প্রায় ১০-১৫ দিন পর টেকটিউনসে ফিরলাম, দেখছি অনেক কিছুর পরিবর্তণ। টেকটিউনস কে প্রচুর মিস্ করেছি আর সবচেয়ে বেশি মিস্ করেছি আপনাদেরকে। সবচেয়ে অবাক হয়েছি যারা আড়াল থেকে সবসময় টেকটিউনসে আছেন তাদের উৎসাহময় অনুভূতি আমার সাথে সরাসরি প্রকাশের ভঙ্গি দেখে। ভাবতে আসলেই অবাক লাগে আমার মতন কিশোরকে আপনারা এত ভালবাসেন! আজ মনে হচ্ছে আমার শক্তি, প্রাণ সবই হলো আপনারা। তবুও সাহস করে অকৃতঙ্গের মতন বলছি চিরকৃতঙ্গ আমি আপনাদের কাছে…
--- মাইক্রোহ্যাকার আলমাস
সবাইকে স্বাগতম আমার টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। হ্যাকিং টিউন করতে করতে হয়তো আপনাদের একটু একঘেয়ামী লেখে গেছে তাই আজ একটু টিপস নিয়ে হাজির হলাম। আজকের টিউনে আমি আপনাদের মেমোরি কার্ড টেকসই রাখার জন্য ১০টি টিপস দিব। এই টিপসগুলো সব আমার বেসিক ধারনা থেকেই দেওয়া।
১। মেমরি কার্ড কেনার পূর্বে দেখে নিন তা আপনাকে কতখানি স্পেস সাপোর্ড দিতে পারে। যদি আপনার মেমরিটি 1 GB হয় তবে এর মধ্যে সর্বচ্চ 970MB -1000 MB পর্যন্ত সাপোর্ড দিতে হবে।
২। মেমরি কর্ডটির পিছনের অংশ অর্থাৎ যেখানে তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি মেমরি কার্ডের বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।
৩। মেমরি কার্ডের সাধারনত নতুন অবস্থাতেই কোন ওয়ারন্টি বা গ্যারান্টি থাকে না তাই পরাতন না কেনাই ভাল।
৪। মেমরি কার্ড অবশ্যই ভাল কোম্পানি ( Sumsung, Nokia, Team etc… ) দেখে কিনতে হবে।
১। মাসে অন্তত একবার আপনার মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড নষ্ট হতে পারে।
২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন বারের বেশি ফরমেট করবেন না কারন এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।
৩। প্রয়োজনে মোবাইল দিয়ে মেমরি কার্ড ফরমেট করুন।
৪। মোবাইলে বেশিক্ষন (এক-দুই ঘন্টার বেশী) ভিডিও গান বা ভিডিও চিত্র না দেখাই ভাল কারন এতে ব্যাটারি এবং মেমরি কার্ডের উপর চাপ পড়ে।
৫। মেমরি কার্ড কে পেনড্রইভ হিসাবে ব্যবহার না করাই ভাল আর যদি পেনড্রইভ হিসাবে ব্যবহার করতে চান তাহলে কার্ড রিডার ব্যবহার না করে মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন।
৬। 1 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB, 2 GB সাপোর্ড মোবাইলের জন্য 512 MB / 1 GB, 4 GB সাপোর্ড মোবাইলের জন্য 2 GB / 4 GB মেমরি কার্ড ব্যবহার করা ভাল। এতে মোবাইল ফোন সহজে হ্যাং হয়না এবং ধীর গতীর হয় না।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস।
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
welcome back to https://www.techtunes.io