আপনার পাওয়ার সাপ্লাইটা কি ১০০% ঠিক আছে?????

বিসমিল্লাহির রাহমানির রাহিম

http://i.ehow.com/images/a04/b8/gv/test-computer-power-supply-multitester-200X200.jpg

পিসির সকল প্রাণকেন্দ্র পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নষ্ট একটা কমন সমস্য। তাই আজ আমি পাওয়ার সাপ্লাই বিষয়ে দুটো কথা নিয়ে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশের যে সকল পাওয়ার সাপ্লায় পাওয়া যায় সেগুলোতে কোন ওয়ারেন্টি থাকে না। আমি প্রথমে আপনাদের এমন কিছু তথ্য জানাচ্ছি যেটা জানা থাকলে আপনি সহজেই বুজতে পারবেন আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।

  • পিসিতে পাওয়ার না আসা।
  • পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • প্রসেসরের ফ্যান ঘোরে কিন্তু কোন কাজ হয় না।
  • পিসি মাঝে মাঝে রির্স্টাট হয়

    মাদারবোর্ডের লাইট জ্বলে কিন্তু পাওয়ার সাপ্লাই ও প্রসেসরের ফ্যান ঘোরে না।

  • পিসির কাছ থেকে কোন সাড়া শব্দ পাওয়া যায়না।

এবার দেখে নিন কিভাবে পরীক্ষা করবেন।

প্রথমে আপনাকে একটা নতুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে হবে আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা।
আর যদি আপনার কাছে কোন নতুন পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে একটা ভোল্ট মিটার ম্যানেজ করুন এবং নিচের তথ্য ও চিত্রানুযায়ী পরীক্ষা করুন।

Orange             +3.3v
Red                  +5v
Gray                 PWR_OK
Purple              VSB +5v
Yellow             +12v
White               -5v

Black               GND

প্রয়োজনে এই লিংক থেকে ভিডিও টি দেখে নিতে পারেন।

ATX Version 2.2 - 24 wire motherboard connector:

Pin 1Pin 2Pin 3Pin 4Pin 5Pin 6Pin 7Pin 8Pin 9Pin 10Pin 11Pin 12
3.3V3.3VGround5VGround5VGroundP_OK5VSB12V12V3.3V
OrangeOrangeBlackRedBlackRedBlackGrayPurpleYellowYellowOrange
OrangeBlueBlackGreenBlackBlackBlackWhiteRedRedRedBlack
3.3V-12VGroundP_ONGroundGroundGround-5V5V5V5VGround
Pin 13Pin 14Pin 15Pin 16Pin 17Pin 18Pin 19Pin 20Pin 21Pin 22Pin 23Pin 24

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

ওরে …. জটিলস।

আপনার টিউনটির জন্য ধন্যবাদ।
আমার পাওয়ার সাপ্লাই থেকে পিসি অন করলে কোন কিছুই শো করে না। একটি পুরানো সাপ্লাই সংগ্রহ করেছি, কিন্তু তাতে সাতা হাডডিক্স এর পোট নেই। আবার মাদারবোড এর মেন লাইনে ১২ পিনের জাগায় মাত্র ১০ পিন আছে। এখন কি করি বলেন তো।

    পুরোনাটা দিয়ে হবে না, নতুন কিনে ফেলেন।

Hope it will help me.

Thanks.

Level 0

@শিশির, আপনার পুরাতন সেই পাওয়ার সাপ্লাইটি যদি ভালো থাকে তবে সেটা দিয়েই আপনার পিসি চলবে…….। এর জন্য একটি সাটা পাওয়ার কনভার্টার জোগার করতে হবে (৩০ – ৫০ টাকা লাগবে)। আর মাদারবোর্ডের সেই পিনের চেয়ে আপনার ৪টি পিন কম আছে……….। এটা কোন সমস্যা না……সেই ৪টি পিন অপশনাল…….(যদিও জানিনা……সেই ৪টা পিনের কাজ) আমি এভাবে ওই ৪টা ফাকা রেখেও চালিয়েছি।

তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ; নতুন জিনিস শিখলাম, আমি জানতাম লাল এবং কালো থেকে 12ভোল্ট পাওয়া যায়, কিন্তু আপনার কাছথেকে জানলাম কালো এবং হলুদ থেকে 12 ভোল্ট পাওয়া যায়।

ধন্যবাদ .. বিস্তারিত লেখা দেখে ভাল লাগল ..

Level New

কোন সহজ পদ্ধতি থাকলে জানাবেন প্লিজ।