জেনে নিন Motherboard এর খুটি-নাটি কিছু বিষয়।

কম্পিউটার এর সবচেয়ে গুরুত্বপূর্ন হার্ডওয়্যার হচ্ছে মাদারবোর্ড্।ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড্ হলে সার্ভিস ও ভালো পাওয়া যায়।ভায়া চিপসেট মাদারবোর্ড এরিয়ে চলুন। যে ধরনের পিসি-ই বানান না কেন ইনটেল চিপসেট-এর মাদারবোর্ড দিয়ে বানাতে পারেন।

কিছু ভালো ব্র্যান্ডের মাদারবোর্ড দেখা যাক

১) ASUS Motherboard

  • Intel® G41 + ICH7 chipset
  • FSB 1333/1066/800 MHz (Front Side Bus)
  • ASUS Turbo Key
  • ASUS EPU-L
  • DX10 Support
  • 3D graphics performance

2)Gigabyte Motherboard

Gigabyte GA-G41M-Combo

এই মাদারবোর্ড-এ DDR-2 and DDR-3 Ram সাপোর্ট করবে।

Dual BIOS

Easy Energy Saver province

                                                                                                          ৩) Intel Motherboard

Intel G41RQ Motherboard

  • Support for DDR2 800(bus) or DDR2 667(bus) MHz DIMMs
  • Support for up to 8 GBπ of system memory
  • 8 USB 2.0 ports
  • 6-channel (5.1) audio

৩) MSI Motherboard

MSI-B75MA-P45

Core i7 / i5 / i3 / Pentium / Celeron (LGA1155)

DDR3 1066/1333/1600*/1800*(OC)/2000*(OC)/2200*(OC)/2400*(OC)

Audio Chipset Realtek ALC887
Max LAN Speed 10/100/1000Mbps
Video Ports D-Sub + DVI
USB 1.1/2.0 4 x USB 2.0
                                                                                                       এবার কিছু মাদারবোর্ড এর ডায়াগ্রাম দেখি নেই

মাদারবোর্ড দুইটি চিপসেট-ই পুরো মাদারবোর্ড কে কন্ট্রোল করছে  ১)- Northbridge

                                                                                           2) Southbridge

ডায়াগ্রামে দেয়া আছে  Northbridge  আর কোনটা  Southbridge.

বর্তমানে 41- সিরিজের মাদারবোর্ড Pentium-4(pin Less )-Celaron (pin Less )  সাধারনত সাপোর্ট করেনা যদি ৮০০ BUS এর নিচে হয়। যে প্রসেসর DUAL - CORE সিরিজের Celaron Processor ৮০০ BUS এই ধরনের প্রসেসর সাপোর্ট করবে।  আমরা মাএ কিছু টাকার জন্য  সেলেরন প্রসেসর লাগিয়ে থাকি কিন্তু সেলেরন প্রসেসর অনেক বেশি হিট হয় ফলে আমরা সর্বোচ্চ স্পিড থেকে বন্চিত হই। বাস স্পিড ও ক্যাশ ম্যামোরি তেমন থাকেনা বললেই চলে। ক্যাশ ম্যামোরি হচ্ছে লুকায়িত উচ্চ গতির স্মৃতি ব্যবস্থা।

অনেক সময় BIOS থেকে ভিডিও ম্যামোরি কমানো থাকে। কমানো থাকলে BIOS থেকে বাড়িয়ে নিন । আবার কিছু কিছু মাদারবোর্ডে র‌্যাম কম হলেও ভিডিও ম্যামোরি কম দেখায়।

আপনার কম্পিউটারের স্পিড নির্ভর করে পুরো কন্ফিগাররের উপর। তই কম্পিউটার কেনার আগে এক্সপার্টদের সাথে পরামর্শ করে কম্পিউটার কিনুন।

একটি মাদারবোর্ডে যা-যা  রয়েছে

1. Expansion Slots (PCI Express, PCI, AGP)                  2. 3-Pin case fan connectors

3. Back pane connectors                                                    4. Heatsink

5. 4-Pin (p4) Power connectors                                        6. Inductor

7. Capacitor                                                                           7. CPU Socket

8. Northbridge                                                                      8. Screw hole

9. Super I/O connectors                                                     10. Floppy connection

11. ATA (IDE) disk drive Primary connectors            12. 24-pin ATX power Supply connectors

13. Serial ATA connectors                                                 14. Coin cell battery (CMOS Backup battery)

15. RAID                                                                                  16. System Panel connectors

17. FWH                                                                                  18. Southbridge

19. Serial port connectors                                                  20. USB headers

21. Jumpers                                                                           22. Integrated circuit

23. 1394 headers                                                                  24. SPDIF

25. CD-IN                                                                                 26. BIOS

27. Cache memory                                                               28. Chipset

29. Diode                                                                                  30. Dip switches

31. Electrolytic                                                                      32. Fuse

33. Game port and MIDI header                                       34. Internal Speaker

35. LCC                                                                                     36. Network header

37. Parallel port header                                                      38. PS/2 header

39. Resistor                                                                              40. Serial port header

41. SCSI                                                                                    42. Solenoid

43. Voltage regulator                                                           44. Voltage regulator module (VRM)

45. ATX, Baby AT, BTX, DTX, LPX, Full AT, Full ATX, Micro ATX, NLX

আশাকরি সবার কাজে দিবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Level 2

আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Sathe mullo jukto korle aro sundor hoto. Thanks.

valo laglo ,jodi picture gulo aroclearity hoto aro valo hoto

Level 0

এখানে কি শুধু ৪১ সিরিজ নিয়ে আলোচনা হল ? এখন পর্যন্ত লেটেস্ট মাদারবোর্ড দাম সহ আলোচনা করলে ভাল হত।

Level 2

ভাইয়েরা- বর্তমানে ৪১ সিরিজের মাদারবোর্ড বাংলাদেশের মাকের্ট গুলোতে এভিলেবল পাওয়া যায় এবং ওয়ারেন্টি সেবা দিয়ে থাকে ঠিক-ঠাক মতো।আর দাম টা হাতের নাগালে-ই আছে এর দাম উঠা- নামা করে সময় ‍বিষেশ তাই মূল্য দেই নি তবে-বর্তমানে 4700-5500 এম মধ্যেই পাওয়া যাবে।

Level 0

কিছুদিন আগেই ডুয়েল কোর দিয়ে একটা cpu কিনলাম, 18500 তেই সব কম্পলিট। শুধু DVD Writer ছাড়া। দাম কিন্তু বেশি না।

Level 0

আপনার টিউনটা ভাল হয়েছে। আপনি ইচ্ছা করলে এই ব্লগ(www.eratunes.com) সাইটে আপনার পোষ্টগুলো প্রকাশ করতে পারেন।

ভাই এখন mother board কিনলে ৬১ সিরিজ কেনাটাই ভাল । কারন এতে অনেক update জিনিস ব্যবহার করতে পারবেন ।

Level 0

হুমমম আপনি ঠিকি বলেছেন, ৪১ সিরিজ অনেক সেকেলে এটা কেও ইচ্ছা করে ব্যাবহার করে নিকি ?

Level 2

ভাইয়েরা আমি এখানে ভালো ব্রান্ডকে প্রাধান্য দিয়েছি ধন্যবাদ।

Nice Post.
ভাই আমার Computer এর কনফিগারটা হল-
Motherboard- Gigabyte GA-G41M-Combo
Processor- Intel Core2 Duo 2.0 Ghz
Ram- 1GB DDR 2 Ram (800 BUS)
আমার প্রশ্ন হচ্ছে-
১. আমি যদি আরো ১ জিবি র‌্যাম বাড়াতে চাই তাহলে কোনটা লাগাতে হবে বা লাগালে ভালো হবে-
DDR 2 নাকি DDR 3 ?
২. একটা PC Smoothly রান করার জন্যে র‌্যাম এর বাস স্পিড কি একই হওয়া প্রয়োজনীয় ?
(কারন আপনি জানেন DDR 2 ও DDR 3 এর বাস স্পিড একই না)
৩. আমি যদি শুধু DDR 3 র‌্যাম লাগাই তাহলে আমার PC কি Smoothly রান করবে ?
(কারন আমর Processor এর Bus স্পিড 800 কিন্তু বাজারের DDR 3 র‌্যাম এর Bus স্পিড 1300)

Kindly, আমার প্রশ্নগুলোর উত্তর পেলে উপকৃত হব। ধন্যবাদ।

Level 2

ভাই আপনি সুন্দর প্রশ্ন কেরেছেন। যদি আপনার মাদারবোর্ডে DDR 3 লাগানো থাকতো তাহলে আমি DDR 3 এর কথাই বলতাম।যেহেতু DDR 2 লাগানো আছে । তাহলে আপনার DDR ২ লাগানো বেটার হবে কারন হিসেবে আমি বলবো Ram এর Piar না মিললে স্পিড পাবেন না।Processor এর Bus এর সাখে র‌্যাম এর Bus না মিললেও প্রবলেম নেই।
হয় ২ টা DDR 3 লাগান আর না হয় ২ টা DDR 2 র‌্যাম লাগাম। আশাকরি উওর পেয়েগেছেন।

Level 2

আমার কাছে খুব সুন্দর টিউন মনে হয়েছে, আর কেউ উপকৃত না হলেও আমার অনেক কাজে লাগবে, বিশেষ করে ডায়াগ্রামগুলি।

amar ek ta laptop a problam HP Compaq NC8230 power batton dela freez hoiya take HP logo jakene acha okane bios-o doka jacce na external keyboard deao dakci kaj hoi na freez take jai kico hoi na ki kori bolon tho?