আপনার কম্পিউটার চালু হচ্ছেনা! যে ভাবে ঠিক করবেন।

অনেক সময় বিদুৎ প্রবাহ  power supply unit হতে ব্লক হয়ে যায় তখন  কম্পিউটার চালু হয় না তখন আপনারা ঠিক করতে নিয়ে যান সার্ভিস সেন্টারে। হার্ডওয়্যার সম্পর্কে কিছু ধারনা থাকলে আমরা নিজেরা ঠিক করে নিতে পারি। তাই আপনাদের জন্য এই পোস্ট ।  আপনার সময় বেচে যাবে টাকা ও বেচে যাবে।

আপনার কম্পিউটারের সাথে লাগানো (পাওয়ার কট) সেটি খুলে নিন তারপর মনিটরে লাগিয়ে দিন।  দেখুন মনিটরের লাইট টি জলছে কিনা  যদি না জলে তবে পাওয়ার কট টি নস্ট নতুন কিনে লাগিয়ে দিন। আর ভালো থাকলে তো লাইট জলবে। এরপর ও যদি চালু না হয় তা হলে পাওয়ার সাপলাই চেক করুন।

এরপর power supply unit  চেক করুন

                            কেসিং এর ভিতরে থাকা পাওয়ার সাপলাই মাদারবোর্ড থেকে আলাদা করুন । কি ভাবে করবেন নিচের চিএ টি খেয়াল করুন।

সিলেক্ট করা যায়গায় চাপ দিয়ে টানদিন খুলে যাবে। ভয় পাবেন না  কারন এটা ভয় পাবার মতো কোন কাজ নয়। এর পর পাওয়ার সাপলাই চেক করুন। কি ভাবে করবেন নিচের চিএ খেয়াল করুন।

কালো আর সবুজ তার দুটি সুইচিং করেদিন  ২’’ পরিমান তার নিন দুই মাথায় অবস্যই কাভার ছারিয়ে নিন। যাতে ভিতরের অংশ দেখা যায়। এরপর কালো আর সবুজ তারের সাথে চিত্রের ন্যায় লাগিয়ে দিন। এর পর দেখবেন পাওয়ার সাপলাইটি চালু হবে যদি ভাল থাকে।আর খারাব থাকলে তো চলবে না। খারাপ হলে নতুন একটি লাগিয়ে ‍নিন। এর পর না হলে  র‌্যাম খুলে পরিস্কার করুন যে ভাবে চিত্রে দেখানো হয়েছে।

র‌্যামে জদি কার্বন ধরে তবে ডিসপ্লে আসবেনা । মাদারবের্ডে লাগানো থাকা র‌্যাম খুলুন সাবধারে খুলবেন র‌্যাম  এর দুইমাথায় লক আছে সেখালে হালকা করে চাপ দিন খুলে যাবে। এরপর পেন্সিল এর লেখা মুছার রাবার দিয়ে র‌্যামের দাত গুলো হালকা ভাবে ঘসে দিন । এর পর আবার লাগিয়ে ‍দিন। খেয়াল করে লাগাবেন। আপনি যদি ঠিকমত না লাগাতে পারেন তবে পুবে যেতে পারে। এরপর দেখুন কাজ হয় কিনা। কাজ না হলে পরের চিত্রটি দেখুন।

প্রতিটি মাদারবের্ডের সাথে একটি ব্যাটারি দেখতে পাবেন এবং ব্যাটারির আসেপাশে একটি ক্যাপ দেখবেন যার নাম ( জামপার ) টানদিয়ে খুলে ফেলুন এরপর ঔখানে মোট তিনটি পিন আছে যে পিনটি খালি ছিল সেই পিন আর মাঝখানের পিনে জামপার টি লাগিয়ে ‍দিন এরপর খুলেফেলুন। এখন আবার আগের মত লাগিয়ে ‍দিন। ব্যাস এবার কাজ সেশ। এরপর চালু করেদেখুন।

আরো চিত্র দেয়া হল আপনাদের সুবিধার জন্য।

আপনি যদি সব ঠিকঠাক মত করতে পারেন তবে কাজ হয়ে জাবে। এরপর ও যদি চালু না হয় তবে আপনাকে বুঝতে হবে হার্ডওয়্যার এর কোন অংশ নস্ট হয়েগেছে। তখন আপনার আরকিছু করার নেই তখন সার্ভিস করাতে হবে।

 

এরকম যদি হয় আপনার পিসির অবস্তা তাহলে এটি নস্ট হতে ‍বেশি সময় লাগবেনা। এই ধুলো পিসির বড় সত্রু সবসময় পরিস্কার রাখুন।

       সবাই ভাল থাকবেন।

Level 2

আমি Nipu Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন!!!!

Level New

khub valo kintu amar pc nai nokia E63 ar vpn niye kichu likle khusi hobo

Level 0

thaka Nipu Ahmed

ধন্যবাদ 😀

Level 2

আমি খুবই আনন্দিত। আপনারা মন্তব্য দিয়েছেন। আরো ভাল টিউন করার চেস্টা করবো । সকলকে ধন্যবাদ।

Level New

vai amar pc joto din jasse slow hoye jasse ki kori bolunto ?

    Level 2

    আপনি এক কাজ করুন System tools থেকে disk cleanup আর Disk Defragmenter করুন।এরপর temp , %temp%, recent, prefetch এগুলো রান করে যে ফাইল ফোল্ডার পাবেন সব ডিলিট করে দিন। পিসি রিসেট করুন দেখুন কাজ হয় কিনা । এর পর ভাইরাস আছে কিনা চেক করে নিন।

অনেক উপকারি টিউন 🙂

Nipu Ahmed ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার PC. ১ঘন্টা পর পর রিস্টার্ড নেয়, সমস্যাটি সমাধানের জন্য – এখন আমি কি কি করতে পারি , একটু জানাবেন pls………….

    Level 2

    ভাই এই ধরনের রিস্টাট এর অনেক কারন থাকতে পারে।
    যেমন:- processor বেসি গরম হলে। Ram এ খারাব হয়ে গেলে। পাওয়ার সাপ্লাই দুর্বল হয়ে গেলে। BIOS সেটেং ঠিক না থাকলে Volteg টেমপারেচার বেসি হলে।

Level 0

Nipu ভাই পাওয়ার সাপ্লাই টেস্ট করার জন্য আপনার দেখানো কালো আর সবুজ তার ছাড়া অন্য রঙের তার যেমন লাল-কালো, লাল-সবুজ,লাল-সাদা, সাদা-কালো ইত্যাদি তার গুলো সুইচিং করে দিলে কি হবে বা কেন হবে না একটু বিস্তারিত ভাবে জানাবেন PLz

    Level 2

    প্রিয় মাহিন, লাল তারের মধ্যে 5-Voltage. আর হলুদ তারের মধ্যে 12-Voltage থাকে। এই দুই তর এক করলে পাওয়ার সাপ্লাই জলে জাবে। আর কালো তারের মধ্যে গ্রাওন্ড ( – ) Voltage থাকে আর সবুজ তার টি শুইচিং করার জন্য।
    :- ধন্যবাদ

      Level 0

      Nipu ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা আমাকে বুঝিয়ে বলার জন্য।

আমার দ্বারা হবে না।নিজ হাতে ট্রাবলশ্যুটিং এ ভয় পাই। 🙁

Level 0

Valo laglo. Valo legese. Vaijan mother board er batry ta change korte bollen na keno? Ami boli eto kichur pore o jodi kam na hoy tobe motherboard er batry ta khule poriskahr kore ekto jiv a sporsho koran. Jodi ekto teto+jala onuvob koren tobe batry thik ace, na korle batry change koren.

    Level 2

    Ahsan vi মদারবোর্ড এর ব্যাটারি যত খারাবই হোক পিসি রান হবে কিন্তু BIOS Conf save থাকবেনা।

খুব ভালো হয়েছে। খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

ভাইয়া আমার পিসিতে একটা সমস্যা করছে। পাওয়ার দিলে পাওয়ার নেয়, কিছুক্ষন মাদার বোর্ডের ফ্যান ঘোরার পর ফ্যান অফ হয়ে যায়, আবার ফ্যান ঘোরে, আবার অফ হয়ে যায়। এভাবে অনেক্ষন হয় কিন্তু মনিটরে কিছু আসে না। লাইট জাস্ট নিভে জলে। এই সমস্যাটির কি কোন সমাধান দিতে পারেন? পারলে খুব উপকৃত হব।

Level 2

আপনার কেসিং এ যে পাওয়ার সুইচ আছে সেটি যদি খারাব থাকে তবে এরকম হতে পারে। খেয়াল করে দেখুন কেসিং এর পাওয়ার সুইচ থেকে একটি তার মাদারবোর্ডে গিয়ে দুটি পিনে লাগাণো হয়েছে। ওখান খেকে তারটি খুলে নিন এরপর টেস্টার দিয়ে ঐ দুইপিন এক সাথে স্পর্শ করে দিন এরপর সমাধান না হলে পাওয়ার সাপ্লাই বদলিয়ে দেখতে পারেন।

ভাই আমার পিসি বুট মেনু তেই ঘুরাঘুরি করে বারবার। মনিটর ঠিক আছে। আমার মনে হই windows দিতে হবে আবার। RAM খুলে দেখেছি।

Level 2

Qudrat ভাই আপনার যদি disk boot failure ‍আসে তবে HDD Drive পাচ্ছেনা যদি এমন হয় তবে হার্ডডিস্ক এর পাওয়ার কট আর ডাটা কট পুনরায় ঠিক করে লাগান। আর যদি windows logo পর্যন্ত আসে এক্ষেত্রে আপনাকে windows setup korte হবে।

ভাই, অনেক ধন্যবাদ। চালিয়ে যান। আমি সবধরনের ট্রাবলশুটিং শিখতে চাই।

Level 0

অসাধারন লিখেছেন ভাই,আমার পিসি টা নতুন সেটাপ দিলাম বাট আমার কাছে হ্যাং হ্যাং মনে হচ্ছে, নেট ব্যবহার করলেও ব্রাউজার আটকে যায়, আপনি কি মনে করেন, আপনি যা লেখেছেন, তা যদি ট্রাই করে দিখে কাজ হতে পারে।

Level 2

ভাই, আপনার পিসি টা কতদিন আগের hdd কত জিবি …? সেটআপ করেছেন ভাল কিন্তু কোন ভাইরাস আছে কি..? যদি থেকে থাকে তবে সেটাপ করার পর ব্যাকাপ থেকে antivirus + software setup kore thaken তা হলে কোন লাভ হবে না । আপনি এক কাজ করুন আবার সেটআপ দিন এরপর কোন ড্রাইভ এ ঢুকবেন না । ভাইরাস মুক্ত পেন ড্রাইভ দিয়ে অথবা সিডি থেকে antivirus সেটআপ করে ক্লিন করুন।

Level 0

2 বছর আগের স্যামসাং, কোন antivirus ব্যবহার করি না, সেটাপ দেয়ার পর চেক করে , আনস্টল করি।

ভাইজান, আমার মনিটর নিয়ে আমি খুব সমস্যায় আছি।
মডেল স্যামসাং স্রীংমাষ্টার ৯৩৩এসএন। হঠাৎ করে মনিটরের ডান দিকে থাকা মেজিক ব্রাইট বাটনটি আপনা আপনি রোল করছে থামছেই না। সমাধান থাকলে বলবেন কি করবো আমি ?

খূব খূব সুন্দর একটি টিউন লিখেছেন। আমরা যারা এই টিউন পড়ে উপকৃত হলাম , তারা Nipu Ahmed ভাইয়ার কাছে কৃতজ্ঞ ।