দিন বদল বায়োস এর পরির্বতে ইউইএফআই

সবাই কে সালাম। অ---নে---ক সাহস করে টিউন টি করছি। ভূল হলে ক্ষমা করে দিবেন। আজকে একটা আর্টিকেল দেখলাম। ভাবলাম সবার সাথে শেয়ার করি। যারা জানেন না আশা করি তাদের ভালো লাগবে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা 'বায়োস'-এর সঙ্গে কম্পিউটার ব্যবহারকারীরা কমবেশি সবাই পরিচিত। কিন্তু এর দিন শেষ হয়ে যাচ্ছে। এর পরির্বতে আসছে "ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস" বা "ইউইএফআই"। বায়োস হলো এক ধরনের চিপ বা হার্ডওয়্যার যেখানে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম লোড করা থাকে। বায়োসে কিছু রম্নটিন টাইম বিল্ট-ইন থাকে যা পাওয়ার অন সেলফ টেস্ট, সংঙ্গে পিওএসটি (POST) নামে পরিচিত। বায়োস সাধারণত কম্পিউটার বুটিং এবং কম্পিউটারে সংযোজিত বিভিন্ন ইন্সট্রুমেন্ট যেমন- রম প্রসেসর, ডিস্ক ড্রাইভ, ডিসপ্লে ইত্যাদি চেক করে থাকে। এই বায়োসই পরিবর্তন হতে চলেছে, যা এখন সময়ের ব্যাপার। আর এর পরিবর্তে আরো আধুনিক, আরো শক্তিশালী সময়ের সাথে তাল মিলিয়ে এবং হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্যতা রেখেই আগামী কিছু দিনের মধ্যে ‘ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস’ সংক্ষেপে ‘ইউইএফআই’ নামক প্রযুত্ত্নির আবির্ভাব ঘটবে। এই ইউইএফআই অপারেটিং সিস্টেমের প্রাথমিক পরিবেশে খুব ভালভাবে কাজ করতে পারে। তাছাড়া আমরা কোনো আসন্ন ইসু সম্পকেও খুব সহজেই জানতে পারব। আপনি হয়তো ইতোমধ্যে ইউইএফআই-এর সম্পর্কে শুনে থাকবেন কিন্তু এর প্রথম নাম ছিল ‘ইএফআই’ পরে তা ‘ইউইএফআই’ নামকরণ করা হয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে ইন্টেল ২০০৩ সালে ইটারিয়ামের আইএ৬৪ দ্বারা তৈরি ইএফআই’কে বুট করতে সচেষ্ট হয়। সমগ্র এই ধারণাটি ইউনিফাইড ইএফআই ফোরামের হাতে ন্যাস্ত ছিল। যারা এই নতুন সিস্টেমকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য ব্যবস্থা নিবে এবং প্রমোট করবে। বর্তমানে এই ফোরামের মূখ্য সদস্যরা হলেন- এএমডি, এএমআই, অ্যাপল, ডেল, এইচপি, আইবিএম, ইনসাইড, ইন্টেল, লেনেভো, মাইত্র্নোসফট এবং ফিনিক্স। বায়োস ১৬বিট রিয়েল মুড এক্স৮৬ হার্ডওয়্যারের উপর নির্ভর করে কিন্তু ইউইএফআই সম্পূর্ণ হার্ডওয়্যারের স্বাধীনতা এবং ইন্টারফেসের স্পিলিটের মাধ্যমে বুট এবং রান টাইম সার্ভিসের সুবিধা প্রদান করে।যদি এই পোষ্ট টি কেউ করে থাকে, প্লীজ আমার Delete পোষ্টটি  করে দিবেন। ভালো থাকবেন সবাই।

বিস্তারিত জানতে

তথ্য : পত্রিকা

Level New

আমি BURN HEART। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার সাথে যোগাযোগ করতে চাইলে - Facebook - http://www.facebook.com/burn.h34rt Yahoo - [email protected] Skype - juk.russell


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক _____ অনেক ধন্যবাদ টিনটিন ভাইয়া 🙂

ভালো টিউন করেছেন।চালিয়ে যান ভয় পাবেন না।আরও ভালো ভালো টিউন চাই।

    ধন্যবাদ মামুন ভাই। 🙂

Level 0

Nice tune..

এগিয়ে যান……… আমরা আছি আপনার পাশে।

    ধন্যবাদ আলমাস ভাই। 🙂 আপনার টিউন গুলো আমার জটিল লাগে।

Level 2

স্বাগতম রাসেল।
টিউন ভাল হয়েছে। তবে ডিসপ্লে পিকচারটা দেখলে ভয় লাগে।

    Level New

    ধন্যবাদ ইসমাঈল ভাই। আর এটা আমার প্রিয় একটি পিকচার 🙂

রাসেল ভাই ভালো টিউন করেছেন। ধন্যবাদ

    Level New

    আপনাকে ও ধন্যবাদ লিটু ভাই।

ভালো ভালো। চালায় যান।

হূম ভালো হয়েছে। আর এক বিষয়ে একাধিকজনের লেখা থাকতেই পারে মুছে দেবার প্রয়োজন নেই এমন হলে। তবে লেখা গুলো প্যারা প্যারা করে দিলে ভাল হয়।

সুন্দর টিউন।

Level 0

আমার ডেস্কটপের পাওয়ার বাটন চাপলে প্রসেসর ফেন ঘুরে stop হয়ে যায়।সমাধান যানলে যানাবেন প্লিজ। আমার E_mail address – [email protected]