এখন নিজেয় নিজের পিসির সমস্যা সমাধান করুণ। ১ম পর্ব

টিউন করতে ভালোই লাগছে কাল আমি ২টি টিউন করেছি।আশা করি তা সকলের ভালোই লেগেছে।

১ম টিউনঃ চমৎকার একটি player                  GO

2য় টীঊণঃ Windows 7 full glass theme    GO

আপনাকে আর পিসি নিয়ে দোকান দোকানে ঘুরে বেড়াতে হবেনা এখন আপনি আপনার পিসির সমস্যার সমাধান করতে পারবেন।

পিসি ON করার পর যখন স্টার্টআপ ডিসপ্লে আসে তখন একটি বিপ শব্দ শোনা যায়। যদি এয় শব্দ একাধিক বার হয় আর যদি ডিসপ্লে না আসে তাহলে Ram, graphics card, processor এর কারনে হতে পারে।

এটা বেশির ভাগ Ram এর কারনেয় হয়ে থাকে,তাই প্রথমে আপনার Ram টিকে খুলে ভালো ভাবে পরিস্কার করে লাগিয়ে দেখুন তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে Graphics card (যদি থাকে) processor ভাল ভাবে পরিস্কার করে লাগিয়ে ফেলুন, এবং লক্ষ্য রাখুন যে পিসি on করার সময় সব ফ্যান চালু আছে কিনা।

যদি সব ঠিক থাকে কিন্তু পিসিতে ডিসপ্লে আসে না তাহলে এটা 90% ram এর সমস্যা। এ ক্ষেত্রে আপনাকে Ram change করতে হবে।

সতর্কতাঃ ১/অতি সাবধানের সাথে ও ঠাণ্ডা মাথাই Ram, Graphics card, Processor খুলবেন।

২/লক্ষ রাখবেন ঠিক যেয় ভাবে খুলবেন ঠিক সেয় ভাবে লাগাবেন।

বিপ স্পিকার থাকলেয় বিপ সব্দ দিবে।

Level 0

আমি HITSss। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই কাজের।

    Level 0

    আমি ইউএসবি নিয়ে সমস্যায় আছি কেউ হেল্প করতে পারবেন। আমার ইউএসবি মাঝে মাঝে মডেম ছেড়ে দেয় কিন্তু অন্য সকল ডিভাইস ইউএসবিতে ঠিকই ব্যবহার করা যায় কোন সমস্যা হয়না। আবার মডেম ব্যবহার করলে অন্য কোন ইউএসবি ডিভাইস ব্যবহার করতে পারিনা। যেমন মডেম লাগালে মাউস ব্যবহার করতে পারিনা। আমার ল্যাপটপ মডেল তোশিবা স্যাটেলাইট সি৬০০. এমনকি আমি পেইড এন্টিভাইরাস ব্যবহার করি।শুধু ক্যবল দিয়ে যখন সংযোগ প্রদান করি এবং তখন অন্য কোন ডিভাইস ব্যবহার করিনা কিন্তু ক্যাবল দিয়ে মডেম কানেক্ট করতে পারিনা। কিন্তু ঐ ক্যাবল দিয়ে পেনড্রাইভ , কার্ডরিডার ইত্যাতি ব্যবহার করতে কোন সমস্যা হয়না । আমার মোবাইল নং ০১৭৫০৭৯২২৯১

ভাই,বানানের দিকে খেয়াল রাখবেন 😐

    Level 0

    ধন্যবাদ iron ভাই আসলে লেখতে গেলে একটু ভুল হয়েই যাই।

Useful and Helpful.

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
ছবিতে যে স্পিকার দেখা যাচ্ছে, তা আলাদা কিনতে পাওয়া যায়?
পাওয়া গেলে কোথায়, আর দোকানে কি বলতে হবে অর্থাৎ এর আলাদা কোন নাম আছে কিনা।
জানালে উপকৃত হব

    Level 0

    ধন্যবাদ। এই স্পিকার যেকোনো কম্পিউটার দোকানে পাবেন। আর আমাদের দোকানের নাম star computer technology,new market, rajshahi 1st floor. আর এই স্পেকারকে motherboard speaker বলে।

      @HITSss: আপনি রাজশাহীতে জেনে ‍ভাল লাগল। ঐ শহরের প্রতি বিশেষ কারণে আমার একটা দুর্বলতা আছে। যাক ভাই, ইচ্ছা থাকলেও আপনার দোকানে আমি যেতে পারব না। আমি ঢাকায় থাকি। আপনার ধারাবাহিক টিউনের অপেক্ষায় রইলাম।

Level 2

ভাই dvd righter এ ডিস্ক ডুকলে ডিস্ক শো করে না। eject এ ক্লিক করলে ডিভিডি ট্রে বের হয় । সমাধান দিবেন ল্যপটপে
seven ব্যবহার করি।

    Level New

    @mahmudkoli: warenty thakle diya ashen 🙂

    Level 0

    @mahmudkoli: সাধারনত এটা লেন্স এর সমস্যার কারনে হয়।
    আর এগুলো 1time use. তাই warranty থাকলে দিয়ে আসেন আর না থাকলে writer খুলে লেন্স মুছার চেষ্টা করেন। ……………………………………………………

Level 0

হুম ভালো জিনিস শেয়ার করলেন ধন্যবাদ

Level 0

via amar computer ta open korar 5-15 minus pore amny tei hang hoe gea bondo hoe ji , akon ki korte pari..pls help me,,,,,,,,

    Level 0

    @painboy: ভাই আপনি casing খুলে পনরাই pc on করুন processor culing fan এর দিকে লক্ষা রাখুন। কারন কুলিং ফ্যান ভাল ভাবে না ঘুরলে processor গরম হয়ে যায় ফলে pc hang হয়ে বন্ধ হয়ে যাই। kuling fant আর processor খুলে ভাল ভাবে মুছে লাগান আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

Level 0

আমার pc চলতে চলতে হঠাৎ হ্যাং করে রিস্টার্ট বাটন চাপ দিসি আর তারপর ডিসপ্লে সাদা হয়ে গেছে কিন্তু restart হ্য় নাই তারপর ডারেক্ট লাইন অফ করে বন্ধ করছি তারপর থেকে আর অন হয় না।এর আগে কয়েকদিন আগে শুধু একবার এই একি সমস্যা হইছে পরে অন হয় না ।৬-৭ দিন পর দেখি অন হইছে ২ দিন চলার কাল আবার একি স্টাইলে বন্ধ হয়ে যায়।আমি ক্যাবল র‍্যম প্রসেসর হার্ডডিস্ক খুলছি পরিস্কার করছি কিছুই হ্য় না।সোজা কথা পাওয়ার বাটনে চাপ দিলে কোন রেসপনই করে না।৭-৮ মাস হইছে নতুন মাদারবোর্ড লাগাইছি কিন্তু এর আগে এমন হয় নাই।মাঝখানে যেই দুই দিন চলছে খুব সুন্দর চলছে ।pc অন অফ সুন্দর মতই চলছিল। হ্যাং হইলেই সব শেষ।র‍্যাম ৪ জিবি প্রসেসর কোয়াড কোর windows 8।
এখন কি করি ?
কিভাবে অন করতে পারি?
কি ধরনের সমস্যা? একটু যদি হেল্প করতেন।

    Level 0

    @nir: এভাবে চালানো যাবেনা। এটা সাধারনত motherboard অথবা processor এর problem warranty তে পাঠিয়ে দিন।

      Level 2

      @farhadjoy: @HITSss: সোজা কথা পাওয়ার বাটনে চাপ দিলে কোন রেসপনই করে না। Motherboard a problem thakte pare, kintu processor ok ase. Kintu amar mone hosse power supply a problem.

        Level 0

        @<a href="#comment-@farhadjoy: আনি কি করে বুজলেন যে processor এর problem হয়নি।(আর আনার কথাও ঠিক আছে ‘সোজা কথা পাওয়ার বাটনে চাপ দিলে কোন রেসপনই করে না।=power supply a problem.) কিন্তু প্রথমে আরও প্রলেম এর কথা বলা হয়েছে (আমার pc চলতে চলতে হঠাৎ হ্যাং করে রিস্টার্ট বাটন চাপ দিসি আর তারপর ডিসপ্লে সাদা হয়ে গেছে কিন্তু restart হ্য় নাই) (৬-৭ দিন পর দেখি অন হইছে ২ দিন চলার কাল আবার একি স্টাইলে বন্ধ হয়ে যায়) আমি processor k 75% এবং motherbord k 25% দিব। >>>> farhajjoy ভাই আমি শুদু আমার মন্তব্য দিয়েছি please Don’t mind

          Level 2

          @HITSss: oh dear mind korar kisu hoi nai, Ami apnader onek valo-bsahi. R amra to 52 te rokto dia bak-sadinota orjon kore nisi 😉 Ami ashole bujate cheye silam processor damage hoi nai. processor damage hoar chance tends to zero. kintu processor er upor j heat sink (Fan) thake tar sathe processor er loss contact thakle ei problem hote pare. sekhetre tar uchit full pc ta khule clean kore carefully re-assemble kora. Er por problem nao thakte pare.

    Level 2

    @nir: Amar mone hoi apnar power supply a problem. onno karo kas theke power supply dar kore lagie dekhen thik jaoar kotha.

      Level 0

      @farhadjoy: ভাই আপনার কথা শুনে খুব ভাল লাগল । আপনার সাথে আমি একমত ।

blue ray disc samsung shx22 dvd rw dia ki play korte parbo ami parsi na ate ki burn kore nite hobe software dia … kono somadhan ase ki naki b-ray player e kinte hobe

Level 0

pc cholte cholte hang hoe ji so processor r fan , Ram , Harddisk sob tik ase dakesi, but olpo somoy pc cholar por hang hossce kano bojte si na, pls help me…………

ভাই একটু কাইন্ডলি হেল্প করুন।
ব্লোএয়ার কি?
এটা দেখতে কেমন?
কি করে এটা দিয়ে?
কেন এটা দরকার?
কোথায় কম দামে পাওয়া যাবে?
আমি মোহম্মদপুর থাকি।

ভাই,মনিটরে তো কিছু আসেই না। ডেস্কটপের প্রসেসর এর পাখা ঘুরে কিন্তু পাখা খুলে অন করলে একদম হিট হয় না। আমি জানতে চাচ্ছি র‍্যাম খারাপ থাকলে কি প্রসেসর গরম হবে?