টিউন করতে ভালোই লাগছে কাল আমি ২টি টিউন করেছি।আশা করি তা সকলের ভালোই লেগেছে।
১ম টিউনঃ চমৎকার একটি player GO
2য় টীঊণঃ Windows 7 full glass theme GO
আপনাকে আর পিসি নিয়ে দোকান দোকানে ঘুরে বেড়াতে হবেনা এখন আপনি আপনার পিসির সমস্যার সমাধান করতে পারবেন।
পিসি ON করার পর যখন স্টার্টআপ ডিসপ্লে আসে তখন একটি বিপ শব্দ শোনা যায়। যদি এয় শব্দ একাধিক বার হয় আর যদি ডিসপ্লে না আসে তাহলে Ram, graphics card, processor এর কারনে হতে পারে।
এটা বেশির ভাগ Ram এর কারনেয় হয়ে থাকে,তাই প্রথমে আপনার Ram টিকে খুলে ভালো ভাবে পরিস্কার করে লাগিয়ে দেখুন তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে Graphics card (যদি থাকে) processor ভাল ভাবে পরিস্কার করে লাগিয়ে ফেলুন, এবং লক্ষ্য রাখুন যে পিসি on করার সময় সব ফ্যান চালু আছে কিনা।
যদি সব ঠিক থাকে কিন্তু পিসিতে ডিসপ্লে আসে না তাহলে এটা 90% ram এর সমস্যা। এ ক্ষেত্রে আপনাকে Ram change করতে হবে।
সতর্কতাঃ ১/অতি সাবধানের সাথে ও ঠাণ্ডা মাথাই Ram, Graphics card, Processor খুলবেন।
২/লক্ষ রাখবেন ঠিক যেয় ভাবে খুলবেন ঠিক সেয় ভাবে লাগাবেন।
বিপ স্পিকার থাকলেয় বিপ সব্দ দিবে।
আমি HITSss। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলেই কাজের।