Ready........1........2.......3........Start!
আমি আমার বন্ধুদের স্লো গ্রাফিক্স কার্ড(Ati Radeon HD 5450 1GB DDR3)কেনার অনেক ভৌতিক কাহিনী শুনেছি,যদিও কেনার সময় ফাস্ট মডেলের গ্রাফিক্স কার্ড মনে করে কিনছে মনে করে কিনেছে।.......:0
সাধারনত,অধিকাংশ লোকজন কিছু সাধারন ভুল করে গ্রাফিক্স কার্ড কেনার সময়।এখন কেও যদি আমাকে বলে যে সে একটা গ্রাফিক্স কার্ড কিনতে মনস্থির করেছে গেম খেলা বা গ্রাফিক্স এর কাজের জন্য,আমি তাকে কিছু কমন ভুল এভোয়েড করার পরামর্শ দিব।[অবশ্য আমিও একসময় অতটা গ্রাফিক্স কার্ড সম্পর্কে বুঝতাম না,তবে নেটের সাহায্যে আমি এগুলো জেনেছি।নিজে এসব বিবেচনা করে গ্রাফিক্স কার্ড ক্রয় করি ও আমার এলাকায় যারা গ্রাফিক্স কার্ড কিনবে অথচ এ বিষয়ে অজ্ঞ আমি তাদের বাজেট অনুযায়ী এসব বিবেচনা রেখে গ্রাফিক্স কার্ড সাজেস্ট করি]:
বেশিই ভাল,তাই নয় কি?
[অবশ্য এটা তাদের কমন এক্সকিউজ যারা তাদের এ বিষয়ে জান্তা বন্ধুদের সামনে নিজের পছন্দ যাচাই করতে চান।]
একটা উদাহরনঃ
আপনার সামনে রাখা হল Nvidia 8600GT 512MB ও 8800GT 256 MB।আপনাকে যে কোন একটা নিতে বলা হল।আপনি কোন দ্বিধা না করে প্রথমটা নিতে চাবেন,কারন এটার মেমরি বেশি,তাহলে এটা ভাল হবার কথা!!
ওহ হো,আপনি ভুল করে ফেললেন!আপনি হয়ত বলবেন "মানে?"।
তবে বুঝে নিনঃ
গ্রাফিক্স কার্ডের মেমরিই এর পারফর্মেন্সের মূল ফ্যাক্টর নয়।গ্রাফিক্স কার্ডের আরো অনেক ফ্যাক্টর রয়েছে যেমন জিপিইউ চিপ,জিপিইউ ফ্রিকোয়েন্সি,কোর স্পিড,সেডার স্পিড,মেমরি টাইপ,মেমরি ব্যান্ডউইথ,মেমরি বাস উইডথ,মেমরি স্পিড,টেক্সেল রেট,পিক্সেল রেট,ডিরেক্ট এক্স ভার্সন প্রভৃতি।
মেমরি কম হলেও 8800GT,8600GTথেকে ভাল।কেন?
[ভাই একটু কষ্ট করে গুগলিং করে দেখুন।]
আপনারতো বেশি মেমরি লাগছে না যদি না আপনি খুব উচু রেসোল্যুশন এর গেম খেলেন(১৯২০X১০৮০) বাAA/AFফিল্টারিং না করেন।
আমি জানি আপনি ভাবছেন-
"এত পুরোনো দুটো গ্রাফিক্স কার্ড এর তুলনা করলেন কেন?আপনার কি মাথায় কোনো সমস্যা আছে?এগুলো কি কেও আর এখন কেনে?"
তাই তো!
আচ্ছা ,ঠিক আছে।তবে একটু উচু মানের গ্রাফিক্স কার্ড এর তুলনা দেখে নিন কেমন!
Comparison between Ati Radeon HD 6570 2GB & Ati Radeon HD 4870 1GB:
এখানে যান
অনেকের ধারনা,
এটা নতুন এসেছে তাই এটা নিশ্চই দ্রুততর হবে।থামুন!
[যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা সত্য কিন্তু সর্বদা নয়।]
দোকানদারেরা মূলত নতুন গ্রাফিক্স কার্ড কে জায়গা দেবার জন্য পুরোতন গ্রাফিক্স কার্ড এর দাম কমান বেচে ফেলার জন্য।
একই সাথে আমরা যেটা জানি,"জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি"।
তাই আমরা নতুন ও কম ভাল গ্রাফিক্স কার্ড তুলনামূলক বেশি দামে কিনে ফেলি।
অথচ পুরোনো ও ভাল গ্রাফিক্স কার্ড কম দামে(কেন কম সেটা তো বললাম ই)কিনলে পয়সা যেমন বাচত,পারফর্মেন্সেও সন্তুষ্ট হওয়া যেত...........:D
এখানে আমরা সচরাচর যে ভুল করি তা হল জেনারেশন নম্বর দেখে কিনি,যেমন আমরা মনে করি এটিআই এর4xxx মডেলের(4450,4650 etc.) গ্রাফিক্স কার্ড নিঃসন্দেহে এটিআই এর3xxxমডেলের(3870,3550 etc.) গ্রাফিক্স কার্ড থেকে ফাস্টার হবে।অখচ আপনি যদি একটাATI Radeon 3870এর গ্রাফিক্স কার্ড নিন,দেখবেন এটাATI Radeon 4650থেকে অনেক ফাস্টার।
এখানে যান
আমি এখন বলব কিভাবে মডেল নম্বর কাজ করে,ATI Radeon 4850 কে উদাহরণ হিসেবে ব্যবহার করে।
4850:প্রথম নম্বরটা কার্ডের জেনারেশন বুঝায়।এটা যত বেশি হবে,বোঝা যাবে কার্ডটা ততটা নতুন মানে পুরোনো জেনারেশন থেকে এক ধাপ ইম্প্রুভড!
4850:দ্বিতীয় নম্বর টা কার্ডের রেন্জ নির্দেশ করে।এখানেও,"Higher is better".এভাবে হিসেব করা হয়ঃ
1-4:নিচু রেন্জ(এটা ইউস না করাই ভাল)
5-7:মাঝারি রেন্জ[নো প্রবলেম,ইউস করেন]
8-9:হাই রেন্জ[রিকমান্ডেড]
4850:এখানেও,"Higher is better".
যদিও এটিআই এখন আর Suffix ইউস করে না,কিন্তু এনভিডিয়া করে।
GS<GT<GTS<GTX.
কিন্তু কখনো কখনো এটাও সত্যি নয়।আবার কিছু পুরোনো GTS মডেল নতুন GT থেকে ভাল।কনফিউজিং,তাই না?
কেবল মাথায় রাখবেন যে অনেক উচু এন্ডের পুরোনো জেনারেশন নিচু এন্ডের নতুন জেনারেশন থেকে ভাল।
সবচেয়ে ভাল হয় আপনি যদি Google benchmarks
এ দাম কম্পেয়ার করেন।
----------------------------------------
পর্ব ২ শীঘ্রই আসছে,ততক্ষণ পর্যন্ত প্রযুক্তির সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আর চাইলে কমেন্ট ও করতে পারেন,এতে আমি উত্সাহিত হতে পারি।
আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু ভালো পয়েন্ট ধরেছেন,বেশীরভাগ মানুষ ঐ ভুল্টাই করে মেমোরি দেখে গ্রাফিক্স কার্ড কেনে 😀 চালিয়ে যান