এই টিউন টি মূলত যারা ডিজিটাল ষ্টুডিও ব্যবসার সাথে জড়িত বা প্রফেশনাল কম্পিউটার সার্ভিসিং এর সাথে জরিত তাদেরকে উদ্দেশ্য করে করা {আমার দৃঢ় বিশ্বস টেকটিউনে অনেক ষ্টুডিও ম্যান , কম্পিউটার সার্ভিস ম্যান সহ বিভিন্ন পেশার টিউনার ও ভিজিটার আছে } যারা খুব সহজে খুব আল্প সময়ে কম্পিউটারে মাএ ৩ ক্লিকে ৩০০ - ৫০০ টাকা আয় করতে পারেন । কিন্তু কি ভাবে ??? (মাথা ঘুছে....!) । আমাকে বলতে দিন....
১) যারা ডিজিটাল ষ্টুডিও ব্যবসার সাথে জরিত তারা Epson প্রিন্টার R230,R290 সহ বেশ কিছু Epson প্রিন্টার এর সথে পরিচিত আছেন ।
২) এই প্রিন্টার দিয়ে নিদৃষ্ট পরিমান ছবি প্রিন্ট দিলে প্রিন্টার মেমরি ফুল হয়ে যায় তখন প্রিন্টার ফরম্যাট দিতে হয় ( ফরম্যাট না দেওয়া পর্যন্ত ছবি প্রিন্ট দেয়া যায় না) ফরম্যাট দিলে প্রিন্টার স্বভাবিক হয় ।
৩) এই ফরম্যাট দিতে কম পক্ষে ৩০০-৫০০ টাকা লাগে ।
কিন্তু এই সফটওয়্যারটি যদি আপনার কাছে থাকত তা হলে আপনার ৩০০-৫০০ টাকা সেভ হত আবার অন্যদিকে আপনি অন্য প্রিন্টারে ফরম্যাট দিয়ে ৩০০-৫০০ টাকা আয়ও করতে পারতেন ।
আমি এই সফটওয়্যার টি ঢাকার পল্টনে স্টুডিও ব্যবসার সাথে জড়িত তাদের কাছ থেকে ৩০০০ টাকা দিয়ে কিনেছি । কিন্তু আমি আপনাকে ফ্রী দিব । এটি শুধু এই ২টা মডেল না প্রায় ১০০ মডেলের Epson প্রিন্টারে কাজ করে । কাজ করার ধাপ মাএ তিনটি নিচে ছবি দেয়া হল ।
সফটওয়্যারটি মাএ ১ মেগা । নিচ থেকে ডাউনলোড করুন
Income করার পর আমাকে একটু ভাগ দিয়েন । MOB- 01712843837
আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে লক্ষ কোটি ধনেপাতা (সাবধান কম হলেও দাম আছে,হেলাফেলা করবেন না)! হা হা।
কাজে আসবে..