ইন্টারনেটে হার্ডওয়্যার ড্রাইভার খুঁজবেন যেভাবে…

অনেক সময় দেখা যায় কম্পিউটারে কোন একটি হার্ডওয়্যারের ড্রাইভার খুঁজে পাচ্ছেন না বা ড্রাইভারটি কোনভাবে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে। ইন্টারনেট থেকে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারেন আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি। আসুন দেখা যাক কিভাবে…

১। প্রথমে Start >Control panel >system অনুসরন করুন।

২। System উইন্ডো থেকে Hardware ট্যাব সিলেক্ট করুন। এবার Device Manager সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যারগুলোর একটি তালিকা দেখতে পারবেন। যেসব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিকমতো ইনস্টল করা হয়নি সেগুলোর পাশে ক্যাটকেটে হ্লুদ রঙের প্রশ্নবোধক (?) চিহ্ন থাকবে।

৩। হলুদ প্রশ্নবোধক চিহ্নিত হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।

৪। এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।

৫। এবার ভেল্যু লিস্ট থেকে সর্বশেষ ভ্যালু ctrl+c চেপে কপি করুন। এবার তা আপনার পছন্দের সার্চ ইঞ্জিনের সার্চ বক্সে পেষ্ট করে দিয়ে অনুসন্ধান করুন…দেখবেন মুহূর্তের মাঝেই আপনার সামনে এসে হাজির হবে আপনার প্রয়োজনীয় হার্ডওয়্যার ড্রাইভারটি!

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    বুঝার জন্য ধন্যবাদ…!

    ফাটা ফাটি

Level 0

জটিল পোষ্ট! যদিও আগে সফটওয়্যার এর মাধ্যমে ড্রাইভার খুজতাম কিন্তু এটি অনেক কাজে দেবে। ধন্যবাদ আপনাকে।

cats eye এর মত অতটা জটিল লাগেনি আমার কাছে।
মোটামুটি সহজইতো লাগল। একবার try করলেই পারব।

Level 0

হা হা হা… জটিল বলতে পোষ্ট টা আমার কাছে ভাল লেগেছে সেটা বুঝিয়েছি!

fake, because if driver not installed then you will not get the correct Details about driver.

আচ্ছা ভাই উইনডোজ ভিসতা তে কি একই ভাবে কাজ হবে……… ???

    ভাই উইন্ডোজ ৭ এবং ভিসতাতে তো কোন ড্রাইভারই ইনস্টল করতে হয় না। অটমেটিকভাবে ইনস্টল হয়ে যায়। তাহলে কি দরকার শুধু শুধু কষ্ট করার।

    oho খুব ভালো তো । Thnx

    হাসিব ভাই, আমার মনে হয় ড্রাইভার ইন্সটল করতে হবে কিনা এটা নির্ভর করে মাদার বোর্ডের উপর…..
    যেমন, আমি যখন ভিসতা ব্যবহার করেছি তখন আমাকে সকল ড্রাইভার ইন্সটল করতে হয়েছিল। আবার যখন 7 সেট-আপ করি তখন শুধু রিয়ালটেক ইন্সটল করতে হয়েছে।

    শুভ তোমার কথা ১০০% ঠিক। তবে আমি গিগাবাইটের এবং ইন্টেলের মাদারবোর্ডে দেখেছি কোন ড্রাইভার ইনস্টল করা লাগে না। আর যদি অন্যান্য মাদারবোর্ড হয় তাহলে আমি কনফিউসড।

    Level 0

    হাসিব “উইন্ডোজ ৭ এবং ভিসতাতে তো কোন ড্রাইভারই ইনস্টল করতে হয় না” কখাটা ঠিক না। ওনেক driver ই install করতে হয় যেমন usb webcam and so on…..

Level 0

ধন্যবাদ। বিপদের সময় কাজে আসবে। 🙂

Level 0

বাবু ভাই ভালো টিউন।কাজে আসবে 🙂

ألسلام عليكم ورحمت الله وبركاته
বাবু ভাই.
অনেক সুন্দর একটি টিউন। বিশেষ করে যাদের কাছে মাদারবোর্ডের নির্দিষ্ট সিডি নেই তাদের জন্য কখনো কখনো ড্রাইভার খুঁজাটা বেশ জটিল। এই টিউনটির মাধ্যমে আশা করি সেই জটিলতা অনেকটা কেঁটে যাবে। ধন্যবাদ বাবু ভাই আপনাকে।