ল্যান কাডের সমস্যা সমাধান করুন নিজে নিজে

আপনি ডিভাইস ম্যানেজার থেকে নেটওয়ারক এডাপ্টার এ নেটওয়ারক কাড দেখাচ্ছে কিনা তা জানান নি। সম্ভাব্য সমাধান গুলো হলো:
হারডওয়্যার জানিত সমস্যার সমাধান:
১. ল্যান কাডের ভিতরের সোনালী নচ এর ভিতরে ইনসুলেশন থাকতে পারে। চিকন স্ক্র-ড্রাইভার দিয়ে সুক্ষভাবে নচ গুলো পরিষ্কার করুন।
২. ল্যান কাডটি অন্য একটি ভালো পিসিতে লাগিয়ে সিউর হয়ে নিন ল্যান কাড ঠিক আছে কিনা।
৩. যদি ঠিক থাকে, তবে অন্য একটি পিসিআই স্লটে বসিয়ে দেখতে পারেন।
৪.  বায়োসের ব্যাটারী চেঞ্জ করুন এবং বায়োসকে ডিফোল্ট সেটআপ করুন।

সফটওয়্যার জানিত সমস্যার সমাধান:
১. মাই নেটওয়ারক প্লেস এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপারটিস এ ক্লিক করুন। যদি ল্যান কারড সো না করে তবে ডিভাইজ ম্যানেজার থেকে নেটওয়ারক এডাপ্টার এ নেটওয়ারক কাড এ যদি ল্যান কারড এর কোনো সিম্বল শো করে কিনা দেখুন। নেটওয়ারক এডাপ্টার এ রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজ এ ক্লিক করুন। ড্রাইভার ট্যাবে ক্লিক করে আপগেড ড্রাইভার এ ক্লিক করে ড্রাইভার আপগ্রেড করে নিন।

আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমার মোবাইলে রিবন এর সমস্যা ছিল। ৪০০ টাকা লেগেছে।
কোন সমস্যা হলে জানাবেন, আন্তরিক ভাবে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।

ধন্যবাদ

Level 0

আমি Bill Gates। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ওরে বাবা, এতো দেখছি সোনায় সোহাগা

আলাদা টিউন কেন? আমি মন্তব্যটি পড়েছি ইমেইলে, উত্তর দিতে পারিনি ব্যাস্ত ছিলাম বলে। আমি কাজ শেষ করেই এই পদ্ধতিতে চেষ্টা করে দেখবো হয় কিনা। আপনি বরং এই টিউন থেকে আমার নাম বাদ দিয়ে সকলের জন্য লিখুন এই বিষয়টিকে। অন্যান্য টিউনাররা মনক্ষুন্ন হতে পারেন এতে। সর্বসাধারনের জন্য লিখুন, এবং মনে রাখবেন গুগল রোবট এসে সব টিউন ইন্ডেক্স করে, তাই মন্তব্য ছাড়া অন্য টিউনে কারো নাম না দেওয়াই ভালো। সামান্য এডিট করে দিন, সকলের জন্য উন্মুক্ত করে দিন।

thank you