আপনার কম্পিউটারের হার্ডওয়ার ড্রাইভারের বেকআপ আথবা রিস্টোর করুন

আমাদের অনেক সময় বিভিন্ন ড্রাইভার সফটওয়্যার হারিয়ে ফেলি যদিও ড্রাইভার সফটওয়্যার প্রোডাক্টের নিজ নিজ সাইট থেকে কালেকশন করা যায় তবে Double Driver সফটওয়্যারটির দিয়েও আপনারা ড্রাইভার সফটওয়্যার এর বেকআপ অথবা রিস্টোর করতে পারবেন।
প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর ডাবল ড্রাইভ ওপেন করে আপনার কম্পিঊটারে কি কি ড্রাইভার সফটওয়্যার আছে তা বের করতে Scan এ ক্লিক করুন
1
তারপর আপনি যেই ড্রাইভারের বেকআপ রাখতে চান সেগুলো সিলেক্ট করুন।
তারপর বেকআপ এ ক্লিক করুন।
2
তারপর কোথায় বেকআপ রাখবেন তার লোকেশন দিন তারপর Ok দিন
19
প্রোগ্রেস রিপোরট দেখা যাবে
4
কমপ্লিট হয়ে গেলে নিচের ছবিটার মতো দেখতে পাবেন।
113ব্যস হয়ে গেল আপনার ড্রাইভার সফটওয়্যারের বেকআপ।

Level 2

আমি ARO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাফিউর এজন্যই আমার হার্ডডিস্ক বার বার ফরমেট হয়…….

টিউন টা অনেক ভাল লাগল। তবে আমি সঠিকভাবে এখনো সফল হতে পারি নি এই প্রোগ্রাম দিয়ে। ব্যাকআপ নেওয়ার পর কোন কোন ড্রাইভারের ব্যাকআপ নিয়েছে শুধু তা দেখায়। কিন্ত তার কোন একটা ড্রাইভার ও রান হয় না। সফল হওয়ার জন্য অবশ্য আমি আরো চেষ্ঠা করে যাবো। তবে সফল হলে আরো অনেক ভাল লাগবে। সেই সাথে কৃতজ্ঞ থাকবে আপনার কাছে।
ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো টিউন।