ব্লগার্স অ্যান্ড প্রেস মিট-এ এক তারহীন ভবিষ্যতের কথা জানালো লজিটেক

প্রযুক্তির ভবিষ্যতে ওয়্যারলেস বা তারহীন কম্পিউটিং কীভাবে জনপ্রিয় হয়ে উঠবে তা নিয়ে আলোচনা করতে 'ব্লগার্স অ্যান্ড প্রেস মিট' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে লজিটেক। শুক্রবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক এই কম্পিউটার অ্যাক্সেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান একইসঙ্গে বাংলাদেশে বেশ কিছু নতুন মডেলের তারহীন মাউস ও কিবোর্ড উদ্বোধন করে।

বাংলাদেশে লজিটেকের কান্ট্রি সেলস ম্যানেজার পার্থ ঘোষ অনুষ্ঠানে বলেন, ভবিষ্যৎ হচ্ছে তারহীন প্রযুক্তি। একসময় টেলিফোন থেকে শুরু করে প্রায় সব কিছুই তারের বিকল্প কোনো পদ্ধতি ব্যবহার করা না গেলেও আজ পুরো দৃশ্যপট পাল্টে সবকিছু তারহীন হয়ে গেছে। এভাবেই ভবিষ্যতে মানুষ তারের ঝামেলা দূর করার জন্যই তারহীন প্রযুক্তির দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, মানুষ কম্পিউটারের প্রসেসর, মাদারবোর্ড, হার্ডডিস্ক ইত্যাদি যন্ত্রাংশ প্রচুর দাম দিয়ে কিনলেও কিবোর্ড ও মাউসের মতো দু'টি অতি প্রয়োজনীয় যন্ত্র খুবই কম দামে কিনে থাকেন। অথচ বাজারে থাকা অধিকাংশ মাউস-কিবোর্ডের তুলনায় একটু বেশি দাম দিলেই তারহীন প্রযুক্তির লজিটেক কিবোর্ড ও মাউস পাওয়া যাচ্ছে যেগুলো তুলনামূলক বেশি ব্যাটারি ব্যাকআপ দেয়া ছাড়াও উইন্ডোজ এইটের মতো আগামী প্রযুক্তির সঙ্গে কম্প্যাটিবল হার্ডওয়্যারে তৈরি।

এসব কিবোর্ড ও মাউসের সঙ্গে থাকছে সর্বোচ্চ ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এতে করে পণ্যে কোনোরকম সমস্যা দিলে তা সঙ্গে সঙ্গে বদলে নতুন পণ্য নেয়া যাবে। এ ব্যাপারে পার্থ ঘোষ বলেন, কোয়ালিটি বেশ ভালো হওয়ার কারণে খুব কম পণ্যই রিপ্লেস করতে হয় যার কারণে রিপেয়ার বা ঠিক করার বদলে নতুন একটি পণ্য দিয়ে দেয়া হয়।

লজিটেক সোলার কিবোর্ড

অনুষ্ঠানে সৌরশক্তিতে চালিত কিবোর্ড দেখানো হয় যা ঘরে আসা সূর্যের আলোতেই টানা ৪ মাস ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও অন্যান্য ওয়্যারলেস কিবোর্ডেও ন্যূনতম ১ বছর থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়া সম্ভব বলেও অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি ল্যাপটপ ব্যবহারকারীদের সুবিধার্থে লজিটেকের ইউনিফায়িং প্রযুক্তির মাধ্যমে মাত্র একটি ইউএসবি পোর্ট ব্যবহার করে সর্বোচ্চ ছয়টি পর্যন্ত ওয়্যারলেস ডিভাইস সংযুক্ত করা সম্ভব বলেও অনুষ্ঠানে বলা হয়।

বাংলাদেশে লজিটেকের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে এসব তারহীন প্রযুক্তির পণ্য সারাদেশে বিক্রি করবে কম্পিউটার সোর্স লিমিটেড।

ব্লগার্স অ্যান্ড প্রেস মিট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে লজিটেকের দক্ষিণ-পশ্চিম এশিয়ার মার্কেটিং ম্যানেজার কুলদিপ দাস, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান, প্রিয় ডটকম-এর সম্পাদক জাকারিয়া স্বপন এবং কম্পিউটার সোর্স-এর পরিচালক আসিফ রহমান। এছাড়াও বিভিন্ন মিডিয়া ও ব্লগ থেকে ব্লগার ও সাংবাদিকরা অংশ নেন অনুষ্ঠানে।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সব চেয়ে আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে টাচ মাউসটি। যদিও দাম শুনে হজম করার মত না 😛