আমি জানি মঈন ভাই আমার উপরে রাগ করেছেন কিন্তু আমি বুঝতে পারি নাই যে এর মধ্যে সে মজা লুকিয়ে রেখেছে , তাই তার জন্য আমার এই টিউনটি উপহার দিলাম । আমরা অনেকেই অনেক ফাইল অপ্রয়োজনীয় ভেবে ডিলেট করে দেই । কিন্তু যখন আমাদের এর প্রয়োজনয়তা অনুভব করি তখন এগুলো আমরা আর পাই না । কিন্তু আপনি খুব সহজেই হারিয়ে জাওয়া ফাইলগুলো রিকভারি করতে পারেন । এর জন্য আমি নিচে কয়েকটি আমার জানা মতে ভাল সফটওয়ার নিয়ে টিউনটি করেছি ।
এই সফটওয়ারটা খুব সহজেই পাবেন নেটে সার্চ করলে কিন্তু এর সিরিয়াল টা খুজে দেখেন কি অবস্থা হয় । তারপরেও আমি অনেক কষ্ট করে সিরিয়াল বের করেছি আপনাদের জন্যে । এই ষফটওয়ারটা আপনার আইপডের ডাটা রিকভারি করতে ওস্তাদ । আর ব্যবহারবিধি যে কেউই ব্যবহার করতে পারে । এখান থেকে সফটওয়ারটি সিরিয়াল সহ ডাউনলোড করতে পারবেন ।
আমরা ানেক সময় আমাদের ফ্লাস ড্রাইভে না জেনেই ফরমেট দেই , হয়ত এই ক্ষুদ্র ড্রাইভটির মধ্যেও অনেক কাজের জিনিস থাকতে পারে । তবে চিন্তার কোন কারন নেই । একটি সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার Usb এর হারিয়ে যাওয়া ফাইলগুলো ফেরত আনতে পারবেন । এখান থেকে সফটওয়ারটি ডাউনৌড করতে পারবেন।
এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনার পেনড্রাইভটি লাগিয়ে নিতে হবে । আর এটা আপনার পেনড্রাইভের হারিয়ে যাওয়া সকল ফাইল রিখোভার করতে পারবে । এটা ব্যবহার করা খুব সহজ এবং সিরিয়াল সাথেই দেয়া আছে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন।
আর হার্ডড্রাইভ এর রিকভারি নিয়ে এর আগে লিখেছিলাম তাই ওটা নিয়ে আর লিখলাম না। সকলকে ধন্যবাদ.......................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাল