জেনে নিন Hack হওয়ার হাত থেকে Facebook আইডি রক্ষার উপায় ! ফেসবুকের সর্বচ্চো সিকিউরিটি !!

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !!  আজ আমরা জানবো Hack হওয়ার হাত থেকে Facebook আইডি রক্ষার উপায় !

  • আপনার প্রিয় ফেসবুক আইডিটিকে বদমাশ ছেলেরা হ্যাকিং এর হুমকি দিচ্ছে ??
  • আপনি কি আপনার ফেসবুক আইডির যথাযথ নিরাপত্তা দিতে চান ??
  • ফেসবুক আইডিতে গুরুত্বপূর্ণ তথ্য/ছবি আছে ?? কিন্তু হ্যাকারের ভয়ে আছেন ??

কম্পিউটার ব্যবহার কারীদের জন্য

  1. এই লিঙ্ক এ যান
  2. তারপর  Require a security code to access my account from unknown browsers  এ টিক দিন (ক্লিক করুন)
  3. তারপর পাসওয়ার্ড দিন !
  4. এর পর যখন আপনার আকউন্টটি অন্য কোথাও লগিন হবে আপনার মোবাইলে একটা কোড আসবে (উদাহরন : 223344)
  5. যতবার অন্য অপরিচিত ব্রাওজার থেকে লগিন হবে ততবার কোড লাগবে !
  6. এক কম্পিউটারে বারবার লগিন করার দরকার হলে লগিন এর সময়  Save Browser  এ ক্লিক করে লগিন করবেন

মোবাইল ব্যবহার কারীদের জন্য 

  1. এই লিঙ্ক এ যান
  2. তারপর  Login Approvals On    Enable  করা থাকবে আপনি Disable করবেন !
  3. তারপর পাসওয়ার্ড দিন !
  4. এর পর যখন আপনার আকউন্টটি অন্য কোথাও লগিন হবে আপনার মোবাইলে একটা কোড আসবে (উদাহরন : 223344)
  5. যতবার অন্য অপরিচিত ব্রাওজার থেকে লগিন হবে ততবার কোড লাগবে !
  6. এক মোবাইলে বারবার লগিন করার দরকার হলে লগিন এর সময়  Save Browser  এ ক্লিক করে লগিন করবেন

আপনার আকউন্টটি সম্পূর্ণ নিরাপদ !

কিছু প্রশ্ন এবং তাদের উত্তর : 

মোবাইল /সিম হারিয়ে গেলে কোড কোথায় পাব ??

=> লগিন এপ্রভাল অন হওয়ার পর

Login Approvals

Require a security code to access my account from unknown browsers

Security code delivery:

  • Text to 01..
  • Text to 01..
  • Text to 01..
  • Get codes to use when you don't have your phone এমন আসবে !!!

আপনি Get codes এ ক্লিক করে কিছু অগ্রিম কোড পাবেন ! কোডগুলো কপি করে /ছবি তুলে /লিখে রেখে দিতে পারেন ! মোবাইল /সিম হারিয়ে গেলে ঐ কোড দিয়ে লগিন করতে পারবেন ! অথবা বিশ্বাস যোগ্য কারো আইডিতে টেক্সট করে রাখতে পারেন 🙂

এতো প্যারা কেন ??

=> সেফ থাকার জন্য একটু প্যারা নিতে হয় 😀 :v

আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !

Do Not Copy ! Copying Don't Make You Writer !  😉 

কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !

Level 0

আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

eita ekta tune hoylo?

Facebook account er security er janno ei tune ti dekhun: http://goo.gl/tA2yXs