আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো Hack হওয়ার হাত থেকে Facebook আইডি রক্ষার উপায় !
কম্পিউটার ব্যবহার কারীদের জন্য
মোবাইল ব্যবহার কারীদের জন্য
আপনার আকউন্টটি সম্পূর্ণ নিরাপদ !
কিছু প্রশ্ন এবং তাদের উত্তর :
মোবাইল /সিম হারিয়ে গেলে কোড কোথায় পাব ??
=> লগিন এপ্রভাল অন হওয়ার পর
Login Approvals
Require a security code to access my account from unknown browsers
Security code delivery:
আপনি Get codes এ ক্লিক করে কিছু অগ্রিম কোড পাবেন ! কোডগুলো কপি করে /ছবি তুলে /লিখে রেখে দিতে পারেন ! মোবাইল /সিম হারিয়ে গেলে ঐ কোড দিয়ে লগিন করতে পারবেন ! অথবা বিশ্বাস যোগ্য কারো আইডিতে টেক্সট করে রাখতে পারেন 🙂
এতো প্যারা কেন ??
=> সেফ থাকার জন্য একটু প্যারা নিতে হয় 😀 :v
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !
Do Not Copy ! Copying Don't Make You Writer ! 😉
কেমন লাগলো জানাবেন !! ধন্যবাদ !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
eita ekta tune hoylo?