আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো OS বা Operating System কি ??
প্রথমেই বলে রাখি আমি কখনই মুখস্ত করার মত রচনা লিখি না বা লিখবোও না ! শুধুমাত্র পয়েন্ট বা কাজের ধারা বর্ণনা করব ! আপনার যদি আমার লিখাতে তৃপ্তি না মিটে তাহলে গুগল আপনার একমাত্র সাথি 🙂
একজন সুদক্ষ হ্যাকার হতে হলে আপনাকে অবশ্যই অপারেটিং সিস্টেম (OS) সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে !
অপারেটিং সিস্টেম (OS) হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পদ ব্যবস্থাপনাকারী কতগুলি কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি।
বুঝেন নাই ??
যারা কম্পিউটার বানায় তারা একটা সফটওয়্যারের বান্ডেল বানাইছে যেটাতে কম্পিউটার চলার জন্য সব দিক নির্দেশনা দেয়া আছে ! সেটাই অপারেটিং সিস্টেম (OS) ।
অপারেটিং সিস্টেম (OS) : পৃথিবীর বহুল জনপ্রিয় এবং সহজ ব্যবহার যোগ্য অপারেটিং সিস্টেম (OS) হল Windows অপারেটিং সিস্টেম (OS), তারপর Linux অপারেটিং সিস্টেম (OS) ।
আপনি কোনটা নিয়ে মাথা ঘামাবেন ??
Windows অপারেটিং সিস্টেম হল মাখা ভাতের মত ! আপনি শুধু চিবিয়ে গিলবেন !
আর Linux অপারেটিং সিস্টেম আপনি ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন !
Windows অপারেটিং সিস্টেম আম জনতার অপারেটিং সিস্টেম ! গেম খেলা এবং থার্ড পার্টি সফটওয়ারের জন্য এটা বিখ্যাত !
এটা যেমন অনিরাপদ তেমনি অপরিবর্তনীয় !
হ্যাকারদের সবচে পছন্দের অপারেটিং সিস্টেম হল Windows অপারেটিং সিস্টেম (হ্যাক করার জন্য) :v
আর Hacking এর কাজে ব্যবহার করার জন্য অবশ্যই Linux অপারেটিং সিস্টেম ।
আপনি তো একদম নতুন ! কিভাবে শুরু করবেন ? একটা OS নিয়ে গবেষণা করেন তারপর আরেকটা ! আমি বিভিন্ন অপারেটিং সিস্টেম টেস্ট করতে গিয়ে অনেক ছবি ফাইল হারাইছি ! আপনিও হারাইবেন তারপর শিখবেন !
আপনিও গবেষণা শুরু করুন ! নতুন কিছু অবশ্যই জানতে পারবেন ! আর যাদের মাথায় কিছুই ঢুকে নাই তারা আরো বেশী করে অনলাইনে দেখুন এইসব ব্যাপার ! কারন এই ব্যাপারে ধারনা না থাকলে আপনি হ্যাকিং শিখতে পারবেন না !
আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !
#Do_Not_Copy ! #Copying_Don't_Make_You_Writer !
আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...
টিউনটা সম্পুর্ণ হলে ভালো লাগত……………………