OS বা Operating System কি ??

আসসালামু আলাইকুম !! কেমন আছেন সবাই ? আমি Emran আছি আপনাদের সাথে !! আজ আমরা জানবো OS বা Operating System কি ??

প্রথমেই বলে রাখি আমি কখনই মুখস্ত করার মত রচনা লিখি না বা লিখবোও না ! শুধুমাত্র পয়েন্ট বা কাজের ধারা বর্ণনা করব ! আপনার যদি আমার লিখাতে তৃপ্তি না মিটে তাহলে গুগল আপনার একমাত্র সাথি 🙂

একজন সুদক্ষ হ্যাকার হতে হলে আপনাকে অবশ্যই অপারেটিং সিস্টেম (OS) সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে !

অপারেটিং সিস্টেম (OS) হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পদ ব্যবস্থাপনাকারী কতগুলি কম্পিউটার প্রোগ্রামের সমষ্টি।

বুঝেন নাই ??

যারা কম্পিউটার বানায় তারা একটা সফটওয়্যারের বান্ডেল বানাইছে যেটাতে কম্পিউটার চলার জন্য সব দিক নির্দেশনা দেয়া আছে ! সেটাই অপারেটিং সিস্টেম (OS)

অপারেটিং সিস্টেম (OS) :  পৃথিবীর বহুল জনপ্রিয় এবং সহজ ব্যবহার যোগ্য অপারেটিং সিস্টেম (OS) হল  Windows অপারেটিং সিস্টেম (OS), তারপর Linux অপারেটিং সিস্টেম (OS)

 

আপনি কোনটা নিয়ে মাথা ঘামাবেন ??

Windows অপারেটিং সিস্টেম হল মাখা ভাতের মত ! আপনি শুধু চিবিয়ে গিলবেন !

আর Linux অপারেটিং সিস্টেম আপনি ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন !

Windows অপারেটিং সিস্টেম আম জনতার  অপারেটিং সিস্টেম ! গেম খেলা এবং থার্ড পার্টি সফটওয়ারের জন্য এটা বিখ্যাত !

এটা যেমন অনিরাপদ তেমনি অপরিবর্তনীয় !

হ্যাকারদের সবচে পছন্দের  অপারেটিং সিস্টেম হল Windows অপারেটিং সিস্টেম (হ্যাক করার জন্য) :v

আর Hacking এর কাজে ব্যবহার করার জন্য অবশ্যই Linux অপারেটিং সিস্টেম

আপনি তো একদম নতুন ! কিভাবে শুরু করবেন ? একটা OS নিয়ে গবেষণা করেন তারপর আরেকটা ! আমি বিভিন্ন অপারেটিং সিস্টেম টেস্ট  করতে গিয়ে অনেক ছবি ফাইল হারাইছি ! আপনিও হারাইবেন তারপর শিখবেন !

আপনিও গবেষণা শুরু করুন ! নতুন কিছু অবশ্যই জানতে পারবেন ! আর যাদের মাথায় কিছুই ঢুকে নাই তারা আরো বেশী করে অনলাইনে দেখুন এইসব ব্যাপার ! কারন এই ব্যাপারে ধারনা না থাকলে আপনি হ্যাকিং শিখতে পারবেন না !

আমাকে ফেসবুকে ফলো করতে পারেন : Emran সবাইকে ধন্যবাদ !

#Do_Not_Copy ! #Copying_Don't_Make_You_Writer !

Level 0

আমি ইমরান হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু-আলাইকুম ! আমি মোঃ ইমরান হোসাইন । আমি University Of Asia Pacific এ CSE তে পড়ি ! হ্যাকিং - ক্র্যাকিং নিয়ে আমার খুব আগ্রহ সেই থেকে আপনাদের জন্য আমার লিখা (আমি হ্যাকার না ) ! শুধুই একজন শিক্ষার্থী ! যাদের এসব আমার মতো ভালো লাগে তারা আমার পোষ্ট নিয়মিত পড়বেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা সম্পুর্ণ হলে ভালো লাগত……………………