Different types of Cookies :
প্রকৃতিগত দিক থেকে cookies ২ প্রকার :
=> Session cookie.
=> Persistent cookie.
cookie stealing হচ্ছে মূলত কম্পিউটার সেশন (the session key) কে ব্যবহার করে ইউজারের সিস্টেমের ওয়েবসার্ভিস অথবা সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার পাওয়া ৷
এর মাধ্যমে ভেরিফাইড সোর্স থেকে আসা হয়েছে দেখিয়ে ইউজার কম্পিউটার কে ধোঁকা দিয়ে এতে কোড রান করানো হয় ৷ এটি হ্যাকারকে ইউজার সিস্টেমে থাকা cookie গুলোর একটি copy চুরি করার অনুমতি দেয় ৷
[+] Session Key Stealing :
কোনো সিস্টেমে সরাসরি প্রবেশাধিকার আছে এমন attacker ইউজার কম্পিউটার অথবা নির্দিষ্ট সার্ভারের file system এ প্রবেশ করে session key চুরি করতে পারে ৷
যেমন আপনার পরিচিতজন, বন্ধুবান্ধব, সাইবার ক্যাফের কম্পিউটার, অথবা আপনার ল্যাপটপ, মোবাইল চোর !
দুইটি ভিন্ন ইনফরমেশন সিস্টেমের মধ্যবর্তী ট্রাফিক read করে session cookie চুরি করার জন্য packet sniffing পদ্ধতি ব্যবহার করা যায় ৷
হ্যাকারের নির্দিষ্ট session id যুক্ত malicious link এ ক্লিক করানোর মাধ্যমে ইউজার এর সেশন আইডি manipulate করা হয় ৷ যখন ইউজার লগইন করে তখনই হ্যাকার সেনসিটিভ ইনফরমেশন হাতিয়ে নিতে পারে ৷
ইন্টারনেটের সর্বত্রই cookie ছড়িয়ে আছে ৷ cookie অনেক interesting একটা জিনিস. কিন্তু ঠিকমত take care না করলে এগুলো আপনার private information চুরি করতে পারে ৷
সবাই ভালো থাকবেন ৷আমার জন্য দোয়া করবেন ৷ আবার দেখা হবে পরবর্তী টিউন এ ৷
Happy Hacking :- ɹızʍɐu qıu snןɐıɯɐu (আমার ফান পাইজ)
We are Black Hat hackers But we wear White hats. আমাদের ফেইসবুক পেইজ। আশা করি লাইক দিবেন
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
চরম হইসে . অনেক কিছু জানতে পারলাম