হ্যাকিং-এ Cookie-এর প্রয়োজনীয়তা ! কুকি কি ও কেন ?

আসসালামু আলাইকুম !

ইন্টারনেটের খাতিরে, কিংবা ইন্টারনেটের বদৌলতে আমরা অনেক শব্দের "কু-ব্যাবহার" করি ! কিছু উদাহরন দেই !
আগে আমি কেজি one-two তে থাকতে Pussy এর অর্থ শিখেছি খরগোশের বাচ্চা  ! কিন্তু এখন ?
Ass মানে শিখেছি গাধা ! Hole মানে শিখেছি গর্ত । কিন্তু এখন 21st Centuryতে এসে দেখি Ass hole এর অর্থ "____" [ নিজে ফিলাপ করেন !]
  আরো কিছু শব্দ বলি ! Bluetooth, Apple (মাতায় আগে iphone আসে ) ঠিক ঐ রকম একটা ওয়ার্ড Cookie ! আজ আমি Cookie নিয়ে কিছু কথা বলব !
সে দিন আমি ট্রেইনে বসেছিলাম। এক ছেলে আমাকে বলল "Have Some Cookie, mate ! " আমি  চিন্তায় পড়ে গেলাম ! Cookie hijacking, Cookie stealing শুনেছি কিন্তু "Have Some Cookie" আমি আগে শুনি নাই। তারপর হঠা মনে পড়ল , অহ ! কুকি মানে তো বিস্কিট ! কুকি এর আসল অর্থ আমি জীবনের প্রথম ঐ দিনেই শুনেছি ! আমি থেঙ্ক ইউ বলে ভাবতে লাগলাম,  আমাদের ব্রেইন কাজ করে কয়েক নেনো সেকেন্ডেরও কম সময়ে , সে যায়গায় আমার ব্রেইন কয়েক সেকেন্ড টাইম নিল ঐ ছেলেকে ধন্যবাদ দিতে ! বাহ ! তখনি ভাবলাম কুকি নিয়ে কিছু লেখা দরকার। বাট কুকি নিয়ে তেমন ভাল করে আমি নিজেও জানিনা । আমি নেট ঘাটতে থাকলাম ! হঠাত একটা সাইট পেলাম যেটা বেশ ভাল করে কুকি নিয়ে লিখেছে ! কিন্তু আমার ঐ টাইম নাই যে ঐ আর্টিকেলটা ট্রেন্সলেট করে পোস্ট দেই !
ফরহাদ ভাইকে  মেসেজ দিয়ে বললাম "ভাই আমারে এই আর্টিকেলটা ট্রেন্সলেট করে দিতে পারবেন !" উনি কোন চিন্তা না করেই বললেন "ঝি পারবো, দেন !" আমি আর্টিকেলের লিঙ্কটা উনারে দিলাম ! তিনি ট্রেন্সলেট করে দিলেন ! আসলে ট্রেন্সলেট করা বড় কিছু না ! আমি তাঁরে সেলিউট যানাই এই কারনে, যে তিনি আমাকে এতো ভালবাসেন, যে তিনি আমার কথায় এত বড় আর্টিকেল মোবাইল দিয়ে কোস্ট করে একটু একটু করে সাতটা পর্বে  ট্রেন্সলেট ক্রএ দিলেন ! বিষয়টা বুঝতেচেন ! মোবাইলে টিপে টিপে বাংলায় ট্রেন্সলেশন ! এম রিয়েল্লি সরি ব্রো ! এত কোস্ট দেওয়ার ইচ্ছা আমার ছিল না !
অকে তাহলে মূল কথায় আসি !
Cookie কি ? নিরাপত্তার দিক থেকে এর গুরুত্ব কি ?

Cookie অনেক সুস্বাদু, মিষ্টি এবং আমি প্রত্যেক সন্ধ্যায়ই কফির সাথে cookie খাই ৷ দাড়ান, আপনি যদি মনে করেন এই কুকি নিয়েই আজকের টিউন তাহলে আপনি ভুল জায়গায় এসে পড়েছেন ! আজ আমি internet cookie এবং নিরাপত্তার দিক থেকে এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবো ৷internet cookie মিডিয়া, অনলাইন পাবলিকেশন, অথবা অন্যান্য ওয়েবসাইট দ্বারা তুলে ধরা কোনো ভয়ংকর বস্তু না ৷ সবচেয়ে সহজভাবে বলতে গেলে একটি cookie হল একটি টেক্সট স্ট্রিং যা কোনো ওয়েব সার্ভার ইউজার এর লোকাল স্টোরেজে (হার্ডডিস্ক ) সংরক্ষণ করে যোগাযোগ সহজতর করার জন্য ৷cookie এর অন্তর্গত সব তথ্যই name-value pair আকারে সংরক্ষিত থাকে ৷
Internet Explorer এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা windows explorer দিয়ে খুব সহজেই তাদের cookie গুলো দেখতে পারে ৷ cookie গুলোর location সাধারণত এইরকম :
C:\Documents and Settings\User name\Local Settings
অথবা C drive এর system32 folder এর অনুরূপ কোন directory তে থাকে ৷
অন্যান্য ব্রাউজার গুলোর cookie সেগুলোর installation directory তে থাকে ৷
সেগুলোর মধ্যে কমন কিছু :
# Chrome এর cookie স্টোরেজ লোকেশন :
C:\Documents and Settings\<user name>\Local Settings\Application Data\Google\Chrome\User Data\Default\Cookies
# Firefox এর cookie একটি text file এ সংরক্ষিত হয় যেটি সকল cookie ধারণ করে ৷এটি এই location এ স্টোর হয় :
C:\Documents and Settings\Windows login\User name\Application Data\Mozilla\Firefox\Profiles\profile folder
একটি cookie তুলনামূলক কম ডাটা থেকে অনেক বড় আকারের ডাটা স্টোর করতে পারে ৷ সবচেয়ে simple cookie শুধু একটি user id স্টোর করে ৷ আবার অপেক্ষাকৃত complex cookies
~ user id
~ session id
~ time for session initiation
~ এবং প্রচুর পরিমাণে অন্যান্য value যেগুলোর মধ্যে ইউজার এর login data এবং অন্যান্য অনুরূপ তথ্য স্টোর করে ৷
 Cookies নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা :
cookies নিয়ে একটি সাধারণ ধারণা হচ্ছে এগুলো আমাদের সিস্টেম কে ব্যবহার করতে পারে অথবা একটি এপ্লিকেশন হিসেবে কাজ করতে পারে- কিন্তু এটি সত্য নয় ৷আমাদের সিস্টেমে স্টোর থাকা cookies কখনোই অন্য cookies থেকে তথ্য বের করতে পারে না ৷ওয়েব সার্ভার এগুলো ব্যবহার করে ইউজার এর current activity status এর সাথে যোগাযোগ করার জন্যই cookies এর অবস্থান ৷ কোনো ওয়েবসাইট শুধু সেটির দ্বারা আমাদের সিস্টেমে তৈরী করা cookies ই ব্যবহার করতে পারে ৷

Different types of Cookies :

প্রকৃতিগত দিক থেকে cookies ২ প্রকার :
=> Session cookie.
=> Persistent cookie.

#1. Session cookie :
একটি session cookie ইউজার এর ব্রাউজার বন্ধ না করা পর্যন্ত স্থায়ী হয় ৷ session cookie ইউজার এর current information ধারণ করে ৷ যেমন - main user id.
session cookie এর মেয়াদকাল খুবই স্বল্প হয় এবং ওয়েব ব্রাউজার সম্পূর্ণ বন্ধ করার সাথে সাথে শেষ হয়ে যায় ৷
#2. Persistent Cookie :
একটি persistent cookie হচ্ছে সেই cookie যেটি ব্রাউজার বন্ধ করার পরও সিস্টেমে থেকে যায় ৷
persistent cookie ডিলিট করা যায় একমাত্র manually অথবা সেগুলোকে নির্দিষ্ট করে দেওয়া expiration time এ পৌঁছালে ৷ এই cookies গুলো একবার শেষ হয়ে গেলে ইউজার কে প্রয়োজনীয় authentication এর মাধ্যমে fresh cookies জেনারেট করতে হয় ৷
আর কিছু টাইপের cookies !
 First party cookies :
visit কৃত সাইট থেকে এই cookies জেনারেট হয় ৷ এগুলো রিলিভেন্ট ইনফরমেশন সংরক্ষণ করে ইন্টারনেট surfing সহজ ও personalized করে।
 Third Party Cookies :
এই cookies গুলো সাধারণত জেনারেট হয় advertising website দ্বারা ( যেমন google এর doubleclick dart cookie)
এগুলো বিভিন্ন ওয়েবপেইজে ইউজারের এক্টিভিটি track করে তাদের নির্দিষ্ট বিজ্ঞাপন দেখায় ৷এটি প্রাইভেসি লংঘন মনে হলেও অত্যন্ত সেনসিটিভ তথ্য track হয় না বলে এখনও গ্রহণযোগ্য ৷
 Threats from Cookies :
Malicious programs, adwares, malwares বৃদ্ধির সাথে সাথে খারাপ cookie থেকে রিস্কের আশংকাও বর্তমানে বৃদ্ধি পাচ্ছে ৷
malicious cookies ইউজার এর অনলাইন এক্টিভিটি ট্র্যাক করতে পারে ৷ইউজার দ্বারা ভিজিট করা বিভিন্ন ওয়েবপেইজ ও surfing habit এর উপর ভিত্তি করে ওয়েব প্রোফাইল তৈরী করে সংরক্ষণ করতে পারে ৷
তবে ভালো এন্টিভাইরাস ও ফায়ারওয়াল প্রোগ্রাম ব্যবহারকারীদের malicious cookie নিয়ে চিন্তার কিছু নেই কারণ এগুলো কোনো ক্ষতি সাধনের আগেই স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত (flagged) হয়ে যায় ৷
Cookie stealing কি ?

Cookies ব্যবহৃত হয় session data স্টোর করার জন্য এবং login data ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলোতেও প্রবেশ করা যায় ইউজার এর system এ স্টোর করা cookies এর মাধ্যমে ৷

cookie stealing হচ্ছে মূলত কম্পিউটার সেশন (the session key) কে ব্যবহার করে ইউজারের সিস্টেমের ওয়েবসার্ভিস অথবা সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার পাওয়া ৷

 Methods of Cookie Stealing :
cookie stealing অনেক পদ্ধতিতে করা যায় ৷ সেগুলোর মধ্যে কয়েকটি হলো :
=> Cross Site Scripting (CSS/XSS)
=> Session Key Stealing
=> Using Packet Sniffing
=> Session Fixing
[+] Cross Site Scripting (CSS/XSS) :

এর মাধ্যমে ভেরিফাইড সোর্স থেকে আসা হয়েছে দেখিয়ে ইউজার কম্পিউটার কে ধোঁকা দিয়ে এতে কোড রান করানো হয় ৷ এটি হ্যাকারকে ইউজার সিস্টেমে থাকা cookie গুলোর একটি copy চুরি করার অনুমতি দেয় ৷

[+] Session Key Stealing :

কোনো সিস্টেমে সরাসরি প্রবেশাধিকার আছে এমন attacker ইউজার কম্পিউটার অথবা নির্দিষ্ট সার্ভারের file system এ প্রবেশ করে session key চুরি করতে পারে ৷
যেমন আপনার পরিচিতজন, বন্ধুবান্ধব, সাইবার ক্যাফের কম্পিউটার, অথবা আপনার ল্যাপটপ, মোবাইল চোর !

[+] Using Packet Sniffing (session side jacking) :

দুইটি ভিন্ন ইনফরমেশন সিস্টেমের মধ্যবর্তী ট্রাফিক read করে session cookie চুরি করার জন্য packet sniffing পদ্ধতি ব্যবহার করা যায় ৷

[+] Session Fixing :

হ্যাকারের নির্দিষ্ট session id যুক্ত malicious link এ ক্লিক করানোর মাধ্যমে ইউজার এর সেশন আইডি manipulate করা হয় ৷ যখন ইউজার লগইন করে তখনই হ্যাকার সেনসিটিভ ইনফরমেশন হাতিয়ে নিতে পারে ৷

ইন্টারনেটের সর্বত্রই cookie ছড়িয়ে আছে ৷ cookie অনেক interesting একটা জিনিস. কিন্তু ঠিকমত take care না করলে এগুলো আপনার private information চুরি করতে পারে ৷

সবাই ভালো থাকবেন ৷আমার জন্য দোয়া করবেন ৷ আবার দেখা হবে পরবর্তী টিউন এ ৷

Happy Hacking :-  ɹızʍɐu qıu snןɐıɯɐu (আমার ফান পাইজ)

We are Black Hat hackers But we wear White hats. আমাদের ফেইসবুক পেইজ। আশা করি লাইক দিবেন

( I am filled up ! আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেক্টিউন থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম হইসে . অনেক কিছু জানতে পারলাম

ধন্যবাদ, ip change সফটওয়্যার ব্যবহার করলে কি online activity থেকে নিরাপদ এ থাকা যাই, ip adress, vpn, কিভাবে কাজ করে এগুলা নিয়ে ভাইয়া একটা টিউন করবেন কি, মনে হল আপনি এ পারবেন ,

ভালো লাগলো

অনেক কিছু জানলাম ।