ফটোশপে আপনার ছবির গলাকেটে অন্য ছবিতে লাগান

অনেক দিন হলো টপিক লিখিনা তাই আজ লিখতে বসলাম।
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এক ছবির গলা কেটে অন্য ছবিতে লাগাতে হয়।

প্রথমে আপনি আপনার ফটোশপ ওপেন করুন । তারপর আপনি যে ছবিটার গলা কাটতে চান সেটি ওপেন করুন ।

[ছবি: fVMPf.png]

ছবিতে লাল চিহ্ন দেওয়া পেন টুলসটি সিলেক্ট করুন।

[ছবি: 5iRAc.png]

উপরের ছবি অনুযায়ী পেন টুলস দিয়ে রাউন্ড করুন ।সুবিধার জন্য জুম করতে পারেন তার জন্য Ctrl+ চাপুন , জুম কমাতে Ctrl- চাপুন ।

[ছবি: KmmDp.png]

তার আগে আপনকে অবশ্যই উপরের ছবি অনুযায়ী opacity টি ১০০% থেকে 0% করুন তাহলে ছবি সিলেক্ট করার সময় কালো দাগ পরবে না।
তারপর Ctrl+Enter টপুন, এর মানে রাউন্ডকৃত ছবিটা কপি হলো

তারপর আপনি যে ছবিতে আপনার গলাকাটা ছবিটা লাগাতে চান সেটি ওপেন করুন।

[ছবি: bm8M5.png]

উপরের ছবিতে লাল চিহ্ন দেওয়া Move Tools টি সিলেক্ট করুন।

[ছবি: 8YjXp.png]

উপরে ছবি অনুযায়ী show Bounding Box এ টিক চিহ্ন দিন কারন এটা ছবিটাকে ঠিক মত বসাতে সাহায্য করবে।

আপনি যে ছবিটাকে পেন টুলস দিয়ে রাউন্ড করেছিলেন সেই ছবিটা Move Tools এর মাধ্যমে Ctrl চেপে ধরে যে ছবিটার উপর বাসাতে চান সেখানে ছেড়ে দিন। আপনি যখন ছবিটা অন্য ছবির উপর ছেড়ে দিবেন তখন দেখবেন বক্স তৈরি হয়েছে । বক্স এর মাধ্যমে আপনি ছবিটা ডানে-বামে এবং ছোট বড় করতে পারেন। প্রয়োজন মতো ঠিক করে নিন ।

আমি করেছি

[ছবি: 3MHzA.jpg]

থেকে এই ছবি

[ছবি: 0ndaR.jpg]

আজ এই প্রজন্ত । ধন্যবাদ সবাইকে ।

 

পূর্বেপ্রকাশিত এখানে

Level New

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

শেয়ার করার জন্য ধন্যবাদ।
ফয়ছল আহমদ

Level 0

ato kosto korar dorkar nai…try http://www.faceinhole.com

Chorim hoise Bhaia

Level 0

ভাল