একটি ব্রান্ড বা প্রতিষ্ঠানকে এক নজরে দেখে চিনে ফেলা যায় তার অফিসিয়াল লোগো দেখে। তাইতো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো কয়েক কোটি টাকা খরচ করে শুধু একটি লোগো তৈরির পেছনে। একটি সুন্দর অর্থপূর্ণ লোগো একটি প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে পরিগণিত হয়, ফলে ঐ লোগোটিই যেন হয়ে যায় প্রতিষ্ঠানের মূল পরিচয়। তবে ছোটোখাটো ব্রান্ড বা প্রতিষ্ঠান চাইলেই লাখ টাকা খরচ করে একটি লোগো তৈরি করতে পারে না। তাদের জন্য আছে বিভিন্ন ফ্রি কিংবা পেইড লোগো ডিজাইন টুল।
গ্রাফিক্স ডিজাইনার না হয়েও আপনি বিভিন্ন লোগো ডিজাইন টুল ব্যবহার করে চমৎকার লোগো তৈরি করতে পারবেন এবং বাণিজ্যিক ভাবে তা ব্যবহারও করতে পারবেন। কীভাবে এতো সহজেই লোগো তৈরি করবেন? বর্তমান সময়ের জনপ্রিয় ১০ টি লোগো ডিজাইন টুল সম্পর্কে এখানে উল্লেখ করা হলো। এই টুল গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই লোগো তৈরি করতে পারবেন। প্রতিটি টুল এর আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার, আবার বেশিরভাগ টুল এআই জেনারেট সাপোর্টেড।
তাই দেরি না করে চলুন দেখে নেয়া যাক সেরা ১০ টি লোগো ডিজাইন টুল। আর নিজেই তৈরি করুন নিজের ব্রান্ড লোগো।
একটি জনপ্রিয় ফ্রি লোগো মেকিং টুল হলো Looka। আপনি যদি গ্রাফিকস ডিজাইন এক্সপার্ট না-ও হয়ে থাকেন, তবুও নিজে নিজেই লোগো তৈরি করতে পারবেন। মাত্র কয়েক মিনিটে সহজ কিছু স্টেপ ফলো করে আপনি আপনার ব্রান্ডের জন্য ইউনিক লোগো তৈরি করতে পারবেন Looka ব্যবহার করে। Looka মূলত এআই সাপোর্ট এর মাধ্যমে ইউনিক সব লোগো তৈরি করে তাই ক্রিয়েটর দের খুব বেশি পরিশ্রম করতে হয় না৷ পাশাপাশি এই সাইট থেকে আপনি বিভিন্ন স্টাইলের বিজনেস কার্ড তৈরি করে নিতে পারবেন।
Looka ২০১৬ সালের নভেম্বর মাস থেকে তাদের সার্ভিস শুরু করে যা এখনও পর্যন্ত অব্যাহত আছে। বরং দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে একটি ফ্রি লোগো তৈরি করবেন ও তা ডাউনলোড করবেন তার টিউটোরিয়াল ভিডিও পাবেন Looka এর অফিসিয়াল ওয়েবসাইটে। তাছাড়া Looka এর সাপোর্ট টিম সব সময় আপনার পাশে থাকছে যে কোনো সমস্যা সমাধানে। তাছাড়া যে কোনো লোগো কাস্টমাইজ করার জন্য Looka দিচ্ছে লাইফটাইম সাপোর্ট।
যদিও প্রতিষ্ঠানটি কানাডা থেকে পরিচালিত হচ্ছে কিন্তু বর্তমানে ১৮৮ টি দেশের ডিজাইনার Looka এর মাধ্যমে তাদের নিজ নিজ ব্রান্ডের জন্য লোগো তৈরি করছে।
আপনি ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই নিজের বিজনেস আইডিয়া সম্পর্কে লেখার জন্য অপশন পাবেন। বিজনেস সম্পর্কে লিখলে আপনার লোগো ডিজাইন এর কাজ শুরু হবে। এরপর Looka ধারাবাহিক ভাবে আপনার ব্রান্ড নেইম ও আপনার পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সেই সাথে কিছু স্যাম্পল লোগো প্রদান করে আপনার পছন্দ জেনে নেবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী কিছু লোগো জেনারেট করে দেবে। এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি লোগো নিজের কাজে ব্যবহার করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন।
PNG and JPG লোগো ফাইলে আপনি আপনার ডিজাইন ডাউনলোড করে রাখতে পারবেন। ডিজাইনটি পরবর্তীতে আপনি অফলাইনে ও অনলাইনে নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন Looka এর মাধ্যমে আপনি কতোটা সহজে একটি ব্রান্ডিং লোগো তৈরি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে সরাসরি চলে যান Looka এর অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Looka
গ্রাফিকস ডিজাইনার দের কাছে Canva একটি অতি পরিচিত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম। Canva এর সাহায্যে ফটো এডিটিং যেমন সহজভাবে করা যায়, ঠিক তেমনি আপনি সহজেই যে কোনো ডিজাইন এর লোগো তৈরি করতে পারবেন। ফ্রি তে লোগো তৈরির জন্য আপনি Canva এর রেডি টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবেন৷ লোগো মেকিং ফিচারে ঢুকলেই আপনি নানান ডিজাইন ও ফন্ট এর লোগো পাবেন, যেখান থেকে আপনার ব্রান্ডের সাথে মানানসই একটি লোগো আপনি বাছাই করে নিতে পারবেন।
আপনাকে যে শুধু টেমপ্লেট এর ডিজাইন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে এমনটা কিন্তু না৷ আপনি বাছাই করা টেমপ্লেটকে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আপনার ব্রান্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ কালার নির্বাচন করতে পারবেন, ফন্ট নির্বাচন করতে পারবেন, সিম্বল নির্বাচন করতে পারবেন। মোটকথা আপনার পছন্দসই একটা লোগো ডিজাইন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
এখন অনেকেই হয়তো জানেন না কীভাবে একটি লোগো নিজের মতো করে কাস্টমাইজ করতে হয়। চিন্তার কোনো কারণ নেই। Canva Logo Maker লিখে গুগল সার্চ করলে Canva এর যে ওয়েবপেজ আপনার সামনে আসবে ঐ পেইজ ওপেন করলে টিউটোরিয়াল টেক্সট ও ভিডিও কনটেন্ট পাবেন। ঐ কনটেন্ট এর মাধ্যমে আপনি লোগো মেকিং এর প্রতিটি টুল এর ব্যবহার শিখতে পারবেন। কীভাবে ফন্ট পরিবর্তন করবেন, কালার পরিবর্তন করবেন, ডিজাইন পরিবর্তন করবেন এবং তা ডাউনলোড করবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন ফ্রি টিউটোরিয়াল এর মাধ্যমে।
তাহলে নিজের ব্রান্ডকে সবার সামনে পরিচিত করানোর জন্য এখনই একটি মানানসই লোগো ডিজাইন করে নিন Canva থেকে। তাছাড়া শুরু করতে পারেন লোগো মেকিং বিজনেস।
অফিসিয়াল ওয়েবসাইট @ Canva
বর্তমান সময়ে এডিটিং এর দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে Adobe Express। বিশেষ করে Adobe Express এর এআই ফিচার ঝর তুলেছে ডিজাইনার দের মধ্যে। এই Adobe Express এর একটি জনপ্রিয় ফিচার লোগো ডিজাইন। এআই এর সাহায্যে Adobe Express এমন চমৎকার সব লোগো তৈরি করে দেবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনাকে শুধু আপনার ব্রান্ড নেইম, আপনার প্রতিষ্ঠানের প্রতিপাদ্য এবং নিজের পছন্দ সম্পর্কে Adobe Express কে জানাতে হবে আর বাকি কাজ করবে এআই।
Adobe Express Logo Making লিখে সার্চ করলে যে পাতাটি চলে আসবে সেখানে প্রথমে প্রবেশ করবেন৷ এরপর Create অপশনে ক্লিক করে আপনার লোগো তৈরির কাজ শুরু করতে পারবেন৷ ধারাবাহিক ভাবে আপনার ব্রান্ড নেইম ও অন্যান্য ইনফরমেশন প্রদান করতে হবে। আপনি অনেক রেডিমেড টেমপ্লেট দেখতে পাবেন। সেখান থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি টেমপ্লেট বাছাই করে তা আবার নিজের মতো কাস্টমাইজড করে নিতে পারবেন। চাইলে আপনি রেডিমেড টেমপ্লেট ব্যবহার না করে নিজেই এজটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন।
আর Adobe Express এর সাহায্যে আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি লোগো তৈরি করতে পারবেন ও তা ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। আপনার ডিজাইন করা লোগো আপনি 500 Px বাই 500 Px ফন্টে ডাউনলোড করে রাখতে পারবেন। ফলে আপনি অনলাইন কিংবা অফলাইনে নিজের ইচ্ছামতো এটি ব্যবহার করতে পারবেন ও প্রিন্ট করতে পারবেন। Adobe Express এর সাথে কাজ করা কতোটা সহজ ও সময় সাশ্রয়ী তা আপনি প্রথমবার একটি লোগো তৈরি করলেই বুঝতে পারবেন। তাই একটি চমৎকার লোগো তৈরির জন্য Adobe Express এর অফিসিয়াল ওয়েবসাইট এর লোগো মেকিং ওয়েব পেইজে চলে যেতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Adobe Express
প্রফেশনাল লোগো মেকার দের জন্য Placeit হতে পারে একটি বেস্ট চয়েজ। শুধু যে লোগো তৈরির টুল হিসেবে এটি জনপ্রিয় হয়ে উঠেছে এমনটাও না৷ আপনি Placeit এর মাধ্যমে যে কোনো ডিজাইন এর কাজ করতে পারবেন ও তা পোশাক, আসবাবপত্র বা যে কোনো প্রোডাক্টে প্রিন্ট করতে পারবেন। তবে কথা যেহেতু হচ্ছে লোগো মেকিং নিয়ে তাই আমরা অন্য দিকে আজকে না-ই গেলাম।
Placeit ব্যবহার করে লোগো তৈরির জন্য আপনাকে গ্রাফিকস ডিজাইন এক্সপার্ট না হলেও চলবে। অসংখ্য রেডিমেড টেমপ্লেট Placeit এ পাওয়া যাবে যা কাস্টমাইজ করে আপনি আপনার নিজের রুচি অনুযায়ী একটি লোগো তৈরি করে নিতে পারবেন। লোগো মেকিং পেইজ ওপেন করলেই ব্রান্ড নেইম লেখার অপশন পাবেন সবার ওপরে। সেখানে আপনার কোম্পানি বা ব্রান্ড নেইম লিখে ধাপে ধাপে টেমপ্লেট, ফন্ট ও কালার সিলেকশন করতে হবে। এরপর Placeit আপনার রুচি সম্পর্কে ধারণা করে বেশকিছু ডিজাইন আপনার সামনে প্রদর্শন করবে। আপনি যে কোনো এক বা একাধিক ডিজাইন বাছাই করে ডাউনলোড করে নিতে পারবেন।
লোগো ডাউনলোড করার জন্য আপনার অবশ্যই Placeit এ একটি অ্যাকাউন্ট থাকতে হবে। চাইলে জিমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেও কাজ সারতে পারবেন। Placeit এর প্রতিটি ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির৷ তাই আপনি ডিজাইন গুলো একদম বিনামূল্যে পাবেন না। আপনাকে Unlimited Subscription প্যাকেজটি নিতে হবে ১.৯৯ ডলারের বিনিময়ে। একবার Subscription করে নিলে এরপর আপনি আনলিমিটেড ডিজাইন তৈরি করে তা ডাউনলোড করতে পারবেন ও নিজের মতো ব্যবহার করতে পারবেন।
তাই প্রিমিয়াম কোয়ালিটির লোগো তৈরি করতে চাইলে চলে যেতে পারেন Placeit এর অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Placeit
Wix একটি ফ্রি বিজনেস টুল যা ২০০৬ সাল থেকে ই-কমার্স বিজনেস ও ডিজিটাল মার্কেটিং সেক্টরে পুরোদমে সাপোর্ট দিয়ে আসছে। Wix Logo Maker ব্যবহার করে আপনি আপনার বিজনেস বা ব্রান্ডের জন্য সম্পূর্ণ ফ্রি তে একটি লোগো তৈরি করে নিতে পারবেন। Wix Logo Maker একটি এআই সাপোর্টিভ প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনি খুব কম সময়ে আপনার চাহিদা মাফিক একটি লোগো কাস্টমাইজ করতে পারবেন।
Wix Logo Maker সাইটে প্রবেশ করে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ব্রান্ড নেইম ও অন্যান্য প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার রুচির ওপরে ধারণা করতে পারবে। এবং আপনার চাহিদা অনুযায়ী লোগো জেনারেট করবে। Wix Logo Maker থেকে তৈরিকৃত লোগো আপনি বাণিজ্যিক ভাবে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এতে কোনো ধরনের কপিরাইট সমস্যা হবে না।
কীভাবে লোগো তৈরি করতে হবে না বুঝলে ওয়েবসাইটে প্রবেশ করে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আপনার ডাউনলোড করা লোগো Wix Logo Maker ওয়েবসাইটেও সংরক্ষিত থাকবে। তাই চাইলে আপনি পরবর্তীতে এটি এডিট করতে পারবেন ও পুনরায় ডাউনলোড করতে পারবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যে কোনো থিম এর, যে কোনো ডিজাইন এর লোগো টেমপ্লেট রয়েছে Wix Logo Maker এ। তাই আপনার ডিজাইন পছন্দ না হওয়ার কোনো অপশন এখানে পাবেন না বললেই চলে৷
লোগো তৈরির পাশাপাশি একই প্ল্যাটফর্ম থেকে বিজনেস ডেভেলপমেন্ট এর জন্য সব ধরনের সাপোর্ট পেতে চাইলে Wix হবে সেরা পছন্দ। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, কনটেন্ট তৈরি, লোগো তৈরি সহ যাবতীয় সকল কাজ করতে পারবেন এই প্ল্যাটফর্মে তা-ও আবার একদম বিনামূল্যে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wix Logo Maker
বিশ্বজুড়ে আর্টিস্ট, ডিজাইনার ও ব্যবসায়ীদের সার্বিক কল্যাণের প্রতিপাদ্য সামনে রেখে Designhill ২০১৪ সালে যাত্রা শুরু করে। প্রফেশনাল ডিজাইনার দের কাছ থেকে আপনার বিজনেস কার্ড, ডিজিটাল কনটেন্ট, লোগো সহ যাবতীয় যে কোনো ডিজাইন করিয়ে নিতে পারবেন Designhill প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মে বর্তমানে বিশ্বের ৫২ টি দেশের ৩, ৩০, ৯০৪ জন ডিজাইনার এবং আর্টিস্ট কর্মরত আছেন যারা আপনাকে চমৎকার সব ডিজাইন ও ডিজিটাল প্রোডাক্ট সরবরাহ করতে পারবে। তাই আপনি যদি প্রফেশনাল ভাবে লোগো ডিজাইন করতে চান এবং একটি ভালো ডিজাইন এর জন্য কিছু টাকা ব্যয় করার সক্ষমতা থাকে তবে Designhill থেকে লোগো তৈরি করে নিতে পারেন।
আপনি Designhill এর লোগো টেমপ্লেট লাইব্রেরিতে অনেক রেডি লোগো পাবেন। তবে এই রেডি লোগো গুলোকে আপনি ১০০% কাস্টমাইজ করে নিজের ব্রান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তৈরি করে নিতে পারবেন। ১২ টি কালার প্যালেট থেকে যে কোনো তিনটি কালার বাছাই করে লোগোতে সংযুক্ত করতে পারবেন। সেইসাথে একটি উপযুক্ত ফন্ট নির্বাচন করতে পারবেন। তবে আপনি যদি নিজে থেকে বুঝতে না পারেন আপনার লোগোটি কেমন হওয়া উচিত, তবে Designhill এর প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদান করলেই হবে। Designhill এর এক্সপার্ট ডিজাইনার আপনার বিজনেস কোয়ালিটি অনুযায়ী মানানসই লোগো ডিজাইন করে দেবে।
আপনার তৈরি লোগো এর ফুল Ownerships আপনাকে দেয়া হবে। একটি সম্পূর্ণ প্রিন্ট রেডি লোগো আপনি Designhill থেকে ডাউনলোড করতে পারবেন। তবে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডলার পেমেন্ট করে এক একটি ডিজাইন ডাউনলোড করতে হবে। আলাদা আলাদা প্যাকেজে আলাদা আলাদা সুযোগ সুবিধা থাকবে ও প্যাকেজ রেট ভিন্ন হবে। সাধারণত Designhill এর লোগো পারচেজ করার জন্য তিনটি প্যাকেজ রয়েছে।
বেসিক লোগো ডিজাইন এর চার্জ ২০ ডলার থেকে শুরু। প্রিমিয়াম লোগো ডিজাইন এর চার্জ ৬৫ ডলার থেকে শুরু। আর এন্টারপ্রাইজ লোগো ডিজাইন এর চার্জ ১২৫ ডলার থেকে শুরু। সাধারণত সবথেকে বেশি পারচেজ হয় প্রিমিয়াম লোগো। কেননা এই প্যাকেজে লোগো ডাউনলোড করলে এটি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ওয়েতে ব্যবহার করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Designhill
মাত্র কয়েকটি স্টেপ ফলো করে একদম সহজ উপায়ে লোগো তৈরি করতে পারবেন Ucraft এ। এটি একটি ফ্রি এআই সাপোর্টিভ ডিজাইন প্ল্যাটফর্ম। ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে বিজনেস রিলেটেড সকল ডিজাইন Ucraft এর সাহায্যে করিয়ে নিতে পারবেন৷ আপনি একজন এক্সপার্ট ডিজাইনার হোন কিংবা বিগিনার, তা কোনো বিষয় না। খুব বেশি এক্সপার্ট না হলে এআই টুল ব্যবহার করেই একটি চমৎকার লোগো তৈরি করে নেয়া যাবে।
ফ্রি লোগো ডিজাইন এর জন্য প্রথমেই আপনাকে একটি কি ওয়ার্ড সিলেকশন করতে হবে। কি ওয়ার্ড টি অবশ্যই আপনার বিজনেস রিলেটেড হতে হবে। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার, ফন্ট ও আইকন সিলেক্ট করে একটি লোগো প্রস্তুত করতে পারবেন৷ তাছাড়া আপনার বিজনেস সম্পর্কে একটি বর্ণনা দিয়ে এআই এর সাহায্যেও লোগো তৈরি করে নিতে পারবেন। তবে আপনার তৈরি করা লোগো এর পুরো মালিকানা আপনারই থাকবে।
বিভিন্ন লোগো মেকার টুল এর একটি নির্দিষ্টি লিমিট থাকে৷ অর্থাৎ সর্বোচ্চ ২০ টা, ৩০ টা বা ৫০ টা লোগো ফ্রি তে তৈরি করতে পারবেন এমন নির্দিষ্ট করা থাকে। কিন্তু Ucraft থেকে আপনি আনলিমিটেড ফ্রি লোগো তৈরি করতে পারবেন। আপনার তৈরি করা লোগো আপনি ওয়েব ফাইল ও প্রিন্ট রেডি ফাইলে সংগ্রহ করতে পারবেন। আপনি চাইলে আপনার তৈরিকৃত লোগো পুনরায় এডিট করতে পারবেন, তবে এজন্য আপনার লোগোটি SVG ফাইলে ডাউনলোড করা থাকতে হবে।
Ucraft থেকে তৈরিকৃত লোগো ফ্রি ডাউনলোড এর ক্ষেত্রে আপনি PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এর PNG ফাইল আপনি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সহজেই ব্যবহার করতে পারবেন। আর SVG ফাইলে ডাউনলোড করতে চাইলে আপনাকে ৭ ডলার পে করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট @ Ucraft
সব ধরনের উপযোগী ফিচার নিয়ে আপনার ফ্রি লোগো তৈরিতে সাপোর্ট করতে পাশে আছে DesignEvo। বিশ্বজুড়ে DesignEvo এর রেজিস্ট্রার্ড ব্যবহারকারীর সংখ্যা ২.৮ মিলিয়নেরও বেশি। ইতোমধ্যে এই প্ল্যাটফর্ম থেকে ১০ মিলিয়নেরও বেশি লোগো ডাউনলোড করা হয়েছে। তাহলে আপনি কেন একবার আপনার ব্রান্ড এর জন্য DesignEvo থেকে বিনামূল্যে লোগো তৈরি করবেন না?
DesignEvo তে লোগো তৈরি করার জন্য আপনাকে প্রফেশনাল ডিজাইনার না হলেও চলবে। কেননা এখানে ইতোমধ্যেই ১০ হাজারেরও বেশি ফ্রি টেমপ্লেট রয়েছে, যা আপনি নিজের ব্রান্ড লোগো হিসেবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আছে ১০০ টিরও বেশি ফন্ট, তাই নিজের পছন্দের স্টাইলে একটি লোগো তৈরি করা কোনো ব্যাপারই না। তাই আপনার পছন্দমতো টেমপ্লেট সিলেক্ট করে সেখানে কালার, ফন্ট ও আইকন কাস্টমাইজ করে একটি দারুণ লোগো তৈরি করে নিন DesignEvo থেকে।
আপনার তৈরিকৃত ডিজাইন এর সম্পূর্ণ মালিকানা আপনার, ফলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, নিজের বিজনেস সাইট, প্রোডাক্ট সহ যে কোনো ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন। ডিজাইনকৃত লোগো SVG এবং PDF ফাইলে ডাউনলোড করে যে অনলাইন বা অফলাইনে ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনার DesignEvo অ্যাকাউন্টে সবগুলো ডিজাইন সেইভ অবস্থায় থাকবে। তাই নিজের প্রয়োজন মতো তা এডিট করতে পারবেন এবং পুনরায় যতো খুশি ততোবারই ডাউনলোড করতে পারবেন।
ডিজাইন তৈরি করতে গিয়ে কিংবা ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলেও চিন্তার কোনো কারণ নেই। কেননা DesignEvo এ আছে লাইভ চ্যাটিং এর ব্যবস্থা। আপনার সমস্যা লাইভ চ্যাটে গিয়ে শেয়ার করলে DesignEvo কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করবে। তাই সরাসরি চলে যেতে পারেন DesignEvo এর অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা ডাউনলোড করতে পারেন তাদের মোবাইল অ্যাপ।
অফিসিয়াল ওয়েবসাইট @ DesignEvo
LogoMakr দিয়ে শতভাগ ইউনিক লোগো তৈরি করতে পারবেন আপনার ব্রান্ড এর জন্য। কেন বলছি শতভাগ ইউনিক? কারণ LogoMakr এ আপনি পাবেন একটি Blank Canvas। যেখানে আপনি নিজের পছন্দমতো আইকন গ্রাফিকস লাইব্রেরি থেকে বাছাই করে বসিয়ে নিতে পারবেন। এরপর নিজের পছন্দমতো ফন্ট সিলেকশন করে ব্রান্ড নেইম ও স্লোগান লিখে নিতে পারবেন। সেই সাথে মাল্টি কালার টেক্সট ব্যবহার করে লোগো ডিজাইন আর-ও ইউনিক করে তুলতে পারবেন।
অনেকেই মনে করেন রেডি টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা লোগো শতভাগ ইউনিক হয় না। আর এটা কিন্তু একদম ভুল ধারণা নয়। কেননা আপনার ব্যবহার করা একই টেমপ্লেট ব্যবহার করে অন্য কোনো প্রতিষ্ঠান তাদের লোগো তৈরি করতে পারে। তাই Blank Canvas এ তৈরি করা লোগো শতভাগ ইউনিক হয়। আর এই চমৎকার ফিচারটি আপনি LogoMakr সাইটে পাবেন।
তবে আপনার যদি মনে হয় Blank Canvas ব্যবহার করে লোগো মেকিং করা কঠিন তবে রেডি টেমপ্লেট ব্যবহার করেও কাজ করতে পারবেন। আছে বিভিন্ন ভ্যারাইটির রেডি টেমপ্লেট। টেমপ্লেট সিলেক্ট করে নিজের মতো করে এডিট করে নিলেই হয়ে যাবে। তাছাড়া এআই জেনারেটর ব্যবহার করেও লোগো তৈরি করার অপশন পাবেন। শুধু আপনার ব্রান্ড নেইম ও আপনার পছন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করলেই এআই আপনার চাহিদা মাফিক লোগো তৈরি করে দেবে।
অর্থাৎ LogoMakr দিয়ে আপনি তিনটি উপায়ে লোগো তৈরি করতে পারবেন। যথা: Blank Canvas ব্যবহার করে, রেডি টেমপ্লেট ব্যবহার করে কিংবা এআই জেনারেটর দিয়ে৷ তাই নিজের পছন্দের অপশন ব্যবহার করে লোগো তৈরি করতে এখনই ভিজিট করুন LogoMakr এর অফিসিয়াল ওয়েবসাইট।
অফিসিয়াল ওয়েবসাইট @ LogoMakr
যে কোনো ব্রান্ড লোগো, সোশ্যাল মিডিয়া লোগো, বিজনেস কার্ড ডিজাইন এর জন্য হাজারো ডিজাইনার দের ভরসার জায়গা BrandCrowd। এই সাইটে আপনি লক্ষাধিক টেমপ্লেট পাবেন যা কি ওয়ার্ড এর মাধ্যমে সার্চ করে বের করে নিতে হবে। আপনি আপনার ব্রান্ড নেইম বা রিলেটেড কি ওয়ার্ড লিখে সার্চ করলে আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড অনেক লোগো টেমপ্লেট পাবেন। সেখান থেকে নিজের পছন্দমতো টেমপ্লেট সিলেক্ট করে নিজের মতো ডিজাইন করে নিতে পারবেন।
ইতোমধ্যে BrandCrowd এ ২, ২৫, ০০০ টিরও বেশি লোগো ডিজাইন তৈরি করা আছে। তাই নিজের পছন্দসই একটি ডিজাইন খুঁজে বের করা খুব কঠিন হবে না। আপনার ক্রিয়েট করা লোগো আপনি PNG বা JPG ফাইলে ডাউনলোড করতে পারবেন যা আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে SVG, EPS কিংবা PDF ফাইলেও ডাউনলোড করতে পারবেন যা প্রিন্টিং এর জন্য একদম পারফেক্ট। PNG ফাইলে আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন।
অর্থাৎ লোগো তৈরি ও তা সঠিক ভাবে ডাউনলোড করার সকল টুল রয়েছে BrandCrowd সাইটে। তাই একটি চমৎকার লোগো তৈরি করার জন্য সরাসরি চলে যেতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে।
অফিসিয়াল ওয়েবসাইট @ BrandCrowd
এই ছিলো দারুন সব ফিচার সমৃদ্ধ ১০ টি লোগো মেকিং ওয়েবসাইট। আপনি এখান থেকে এক বা একাধিক টুল ব্যবহার করে আপনার পছন্দের লোগো তৈরি করতে পারবেন ও তা ব্যবহার করতে পারবেন। আশাকরি বিজনেস Owner বা প্রতিষ্ঠান প্রধানদের জন্য এই লিস্টটি গুরুত্বপূর্ণ ছিলো।
লোগো ডিজাইন টুল সম্পর্কে তো জানা হলো। কিন্তু টুল ব্যবহার করে নিমিষেই একটি লোগো তৈরি করলেই তো আর তা ফলপ্রসূ হবে না। আপনাকে লোগো তৈরির সময় বেশ কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। কেননা একটি লোগো শুধু একটি সিম্বল না, এর আছে বিভিন্ন অর্থ বা তাৎপর্য। তাই লোগো তৈরি করার আগে আপনার গুরুত্বপূর্ণ কিছু টিপস জেনে নেয়া দরকার।
এখানে ৫ টি গুরুত্বপূর্ণ লোগো ডিজাইন টিপস উল্লেখ করা হলো। আশাকরি টিপস গুলো আপনাদের জন্য উপযোগী হবে।
আপনি একটি লোগো ডিজাইন করার আগে এটা ক্লিয়ার হয়ে নিন যে আপনি কার জন্য বা কোন প্রতিষ্ঠানের জন্য ডিজাইন করছেন। উক্ত প্রতিষ্ঠান কোন উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে বা তাদের ফোকাস পণ্য কী। সকল বিষয়বস্তু মাথায় রেখে প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সিম্বল লোগো এর মধ্যে রাখুন। যাতে দর্শক লোগোটি দেখা মাত্রই বুঝতে পারে এই লোগোটি কোন ধরনের প্রতিষ্ঠানের। অর্থাৎ প্রতিষ্ঠানটি ফুড প্রোডাক্ট সম্পর্কিত, নাকি শিক্ষা বিষয়ক, নাকি স্বাস্থ্যসেবা বিষয়ক নাকি অন্য কোনো ব্রান্ড।
অর্থাৎ নিজের ইচ্ছামতো একটি ডিজাইন ভালো লাগলো আর তা লোগো হিসেবে ব্যবহার করলাম, এমনটা করলে লোগো তৈরি উদ্দেশ্যই বিফলে যাবে৷
আপনি যে প্রতিষ্ঠানের জন্য লোগো ডিজাইন করছেন তাদের গ্রাহক বা ভোক্তা কারা তা জেনে নিন। অর্থাৎ লোগো কাদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এটা জানা জরুরি। হাই সোসাইটির লোকজনের রুচি আর প্রত্যন্ত অঞ্চলের মানুষের রুচি তো এক নয়। তাই একই ডিজাইন এর অর্থ দুই সোসাইটিতে দুই রকমের হবে। ফলাফলও ভিন্ন আসবে।
সুতরাং লোগো তৈরির আগে জেনে নিন আপনার লোগো এর অডিয়েন্স কোন সোসাইটির এবং তাদের মেন্টালিটি কেমন।
কিছু আউটপুট করতে হলে আগে কিছু ইনপুট করতে হয়। তাই আপনি একটি লোগো ডিজাইন করার আগে কয়েকটি সফল লোগো মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন। লোগো এর অর্থ বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে বিভিন্ন লোগো নিয়ে রিসার্চ করুন। এতে আপনার মাথায় নতুন নতুন আইডিয়া জেনারেট হতে থাকবে৷ ফলে একটি অসাধারণ ডিজাইন আপনি আউটপুট করতে পারবেন৷
লোগোতে ব্যবহার করা ফন্ট ও কালার বিভিন্ন অর্থ বহন করে। তাই যাচ্ছেতাই কালারে নিজের ইচ্ছামতো ফন্ট ব্যবহার করে লোগো তৈরি করলেই হবে না। আপনার চোখে ডিজাইনটি ভালো লাগলেই সেটা ভালো নয়৷ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কালার ও ফন্ট নির্বাচন করুন। কালার ও ফন্ট ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এই বিষয়ে যথেষ্ট রিসার্চ করুন ও অভিজ্ঞ গ্রাফিকস ডিজাইনার দের সহায়তা নিন। কেননা একটি ভুল কালার কিংবা একটি ভুল ফন্ট আপনার পুরো ডিজাইন মাটি করে দিতে পারে।
ঐ যে বললাম চোখে দেখতে ভালো মানেই যে সেই লোগো গ্রহণযোগ্য এমনটা কিন্তু নয়। আপনি যে ডিজাইনটি দাঁড় করালেন তার পেছনে আপনার উপযুক্ত কারণ বা যুক্তি থাকতে হবে। কেন আপনার ডিজাইনটা নির্দিষ্ট কোম্পানির জন্য অর্থপূর্ণ তার ব্যাখ্যা আপনাকেই করতে হবে। তাই একটি লোগো ডিজাইন করা আগে উপযুক্ত যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করুন। আপনার ডিজাইন এর পেছনে একটা গল্প রাখুন অথবা একটা ব্যাখ্যা রাখুন।
আশাকরি একটি পারফেক্ট লোগো তৈরির জন্য আজকের টিউনটি আপনাদের জন্য উপযুক্ত ছিলো। উপর্যুক্ত টিপস গুলো ফলো করে যে কোনো একটি লোগো ডিজাইন টুল ব্যবহার করে আপনি চমৎকার একটি লোগো ডিজাইন করে ফেলতে পারবেন৷ তাই আজই আপনার ব্রান্ড এর জন্য একটি উপযুক্ত লোগো তৈরি করে ফেলুন।
লোগো ডিজাইন এর জার্নিতে আমি শারমিন ছিলাম আপনাদের সাথে। বিশ্বের একনাম্বার জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক ‘টেকটিউনস’ এর একজন নিয়মিত কনটেন্ট রাইটার। আমার টিউনটি যদি ভালো লাগে তাহলে একটি জোসস করে দিন। নতুন নতুন টেকনিক্যাল টিউন পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।