3D Studio Max এর মায়াবী ভুবন [পর্ব-০১] :: হাতেখড়ি টিউনে আপনাদের স্বাগতম

3D Studio Max এর মায়াবী ভুবন

প্রারম্ভিক কিছু কথাঃ

আমার কাছে অনেকেই প্রায় ই ইমেইল করেন এইটা জানতে যে কিভাবে  থ্রিডি শিখবেন। যখনি বলি ভাই  ইন্টারনেট এ অনেক অনেক টিউটোরিয়াল আছে সব বিষয়ের এর উপরই তখন এ বেশিরভাগ এর ই কমপ্লেইন যে ইংরেজি টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয়। আর বুঝতে সমস্যা হলে ওই জিনিস্টার প্রতি ইন্টারেস্ট থাকে না। আর ইন্টারেস্ট না থাকলে কুনো কিছুই শিখতে পারবেন না। আর বাংলা তে আমাদের দেশে ভাল কোয়ালিটির টিউটোরিয়াল নাই বললেই চলে। এই উদ্দেশ্য নিয়েই আমি আমার আগের একটি টিউন এ ফটো রিয়েল ইন্টেরিয়র এর একটা টিউটোরিয়াল তৈরি করি যেটা থেকে আপনাদের অভূতপূর্ব সাড়া পাই। কিন্তু টিউটোরিয়াল বানিয়ে একটা জিনিস বুঝতে পারি যে বেশিরভাগ মানুষের ই থ্রিডি শেখার প্রচণ্ড আগ্রহ কিন্তু এর সম্পর্কে তাদের নুন্যতম ধারনাও নেই। আগের টিউটোরিয়াল এর পরে  আমি অসংখ্য ইমেইল আর কমেন্ট পেয়েছি যে বেসিক টিউটোরিয়াল তৈরি করতে বা চেইন টিউটোরিয়াল করতে। কিন্তু আগের টিউটোরিয়াল টা বানানর পরে বুঝলাম ভাল টিউটোরিয়াল বানানো অনেক সময়সাপেক্ষ আর পরিশ্রমসাধ্য বেপার। বিভিন্য প্রজেক্ট আর ফ্রিল্যান্সিং এর কাজ করে তাই চাইলেও নিয়মিত টিউটোরিয়াল বানানো সম্ভব হয়ে উঠে না। তবে আমি ট্রাই করব আপনাদেরকে ত্রিমাত্রিক জগতের সাথে আর বেশি কাছে নিয়ে আসার , আপনাদের মাঝে আর বেশি ইন্টারেস্ট তৈরি করে দেয়ার।

3d Studio Max কি ?

3d Studio Max হচ্ছে ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরির সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যাবহ্রিত সফটওয়্যার। বলা হয়ে থাকে আপনি যদি কিছু কল্পনা করতে পারেন , ত সেটা আপনি গ্রাফিকালি তৈরি করতে পারবেন 3d studio max সফটওয়্যার এর মধ্যে। এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোনও জিনিসের ত্রিমাত্রিক রুপ দিতে পারবেন যাকে আমরা থ্রি ডি ম্যাক্স এর ভাষায় মডেলিং বলে থাকি। হোক না সে কুনো মানুষের মডেল , প্রকৃতি , বা কুনো জড় পদার্থ , 3D Studio Max এ আপনি সেই বস্তুটির মডেল তৈরি করতে পারবেন খুব সহজেই।

তারপর  সেই ত্রিমাত্রিক অবয়ব টাকে আপনি আপনার ইচ্ছামত রঙ  ব্যাবহার করে ফুটিয়ে  তুলতে পারবেন আর নিয়ে আসতে পারেন বাস্তবের কাছাকাছি, ম্যাক্স এর ভাষায় এটার নাম মেটেরিয়াল বা টেক্সচারিং। শুধু তাই না সেই তৈরি করা মডেল টি কে আপনি প্রানবন্ত করে তুলতে পারেন বিভিন্ন মুভমেন্ট এর মাধ্যমে যাকে আমরা বলি এনিমেশন। আর সর্বশেষে আপনি খেলতে পারেন আলো আর  ছায়া নিয়ে যা দিবে আপনার কল্পনার চূড়ান্ত অবয়ব আর একি সাথে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে।

3d Studio Max কোথায় কোথায় ব্যাবহার করা যায় ?

কোথায় হয় না থ্রি ডি ম্যাক্স এর ব্যাবহার , মিডিয়ার প্রতিটি ক্ষেত্রেই এর অপরিহার্যতা। মুভি , আডভারটাইজিং , প্রিন্ট , গেম ডিজাইন , আর্কিটেকচার সবখানেই 3D Studio Max  কার্যকারিতা অসামান্য । আমাদের দেশের প্রেক্ষাপটেও 3d Studio Max এর ব্যাবহার অনেক ব্যাপক। মুটামুটি স্কিল আয়ত্ত করতে পারলে আপনি দেশের ই অনেক ধরনের কাজ করতে পারবেন। সব ধরনের মিডিয়া তে থ্রি ডি ম্যাক্স জানা তা এখন অনেকটা বাধ্যতামুলক হয়ে গেছে। আজকাল ত এডভারটাইজমেন্ট এর যুগ , আর বেশিরভাগ মানসম্মত এড তৈরি করতে হলে ভাল একটা থ্রি ডি আপ্লিকেশন এর সাহায্য ছাড়া অকল্পনিয়। সিভিল বা আরকিটেকচার ফার্ম এর সাথে সম্পর্কিত যারা আছেন তাদের জানেন ম্যাক্স জানা আপনার উপার্জন কে কত গুন বারিয়ে দেয় ! আর দেশের বাইরের কাজ ও আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করতে পারেন যদি ভাল স্কিল থাকে। আসলে 3d Studio Max এমন একটি সফটওয়্যার যার সম্ভাবনা অপার , আপনার ক্রিয়েটিভিটি কে শানিত করতে এর থেকে ভাল কিছুই হতে পারে না।

দেখুন নিচের কয়েকটি  ইমেজ যা থ্রি ডি ম্যাক্স দিয়ে তৈরি করা হয়েছে ...

ইমেজ গুলা প্রফেশনাল ম্যাক্স আর্টিস্ট রা করেছেন যা খুবি নিখুত । এরকম হাজার হাজার ইমেজ আপনারা প্রতিদিন ই দেখছেন যা কিনা থ্রি ডি স্টুডিও ম্যাক্স এ তৈরি। চাইলে আপনিও এরকম দক্ষতা অর্জন করতে পারবেন , আপনার সেখার ইচ্ছা শক্তি টা থ্রি ডি ম্যাক্স শিখতে  খুব প্রয়োজন।

3D Studio Max ই কেন ?

থ্রি ডি গ্রাফিক্স শেখার জনে কিন্তু 3D Studio Max ই একমাত্র সফটওয়্যার পেকেজ না। আর অনেক অসাধারন সফটওয়্যার আজকাল আছে যা দিয়ে আপনি একি কাজ করতে পারবেন। যেমন  Maya , Cinema 4D , Softimage Xsi ইত্যাদি। কোনটা সিখবেন সেটা আপনার ব্যাক্তিগত বেপার কিন্তু 3D Studio Max এর শেখার পেছনে বড় কারন হল এর বিশাল সংখ্যক ব্যাবহারকারি আর রিসোর্স। আপনি চাইলেই 3D Studio Max এর যে কোনও বেপার ইন্টারনেট থেকে জানতে পারবেন , 3D Studio Max এর জন্যে তৈরি অনেক কিছুই আপনি রেডিমেড পেয়ে যাবেন যা অন্যান্য প্যাকেজ গুলোতে পাবেন না। আর সবচাইতে বড় বেপার তা হল 3D Studio Max এর মত বড় প্লাগইন এর কালেকশন আর কুনো প্যাকেজ এ নাই। প্লাগ ইন হল কুনো সফটওয়্যার এর থার্ড পার্টি টুল যা আপনার কাজ কে অনেক সহজ করে দেয়।

কিরকম কম্পিউটার লাগবে ?

3D Studio Max শিখতে হলে আপনাকে সুপার কম্পুটার লাগবে না। আমি আদ্দি কালের সেলেরন প্রসেসর এর পিসি তেও ম্যাক্স ইউস করেছি। তবে সেটা শুধু  শেখার জন্যে অবশ্যই  , প্রডাকশন এর জন্যে আপনার পিসি যত শক্তিশালি হয় তত ভাল। যত ভাল পিসি তত আরাম পাবেন ইউস করে। 3D Studio Max  এর জন্যে সবচাইতে প্রয়োজনীয় হল প্রসেসর আর ব্যাম। ওই দুটা যত বেশি হয় তত ভাল। আপনি যদি নতুন পিসি কিনতে জান তাহলে বলব নুন্যতম core i3 প্রসেসর আর 4 gigabyte RAM যাতে থাকে আপনার পি সি তে। core i5 বা core i7 হলে সোনায় সোহাগা। র‍্যাম এর দাম কমে গেছে  আর হাই কোয়ালিটির কাজ করতে অনেক র‍্যাম লাগে। তাই আপনি যদি ম্যাক্স এর ইউসার হন তবে বেশি  র‍্যাম কিনে আপনি কোনদিন ও পচতাবেন না। আরেকটা জিনিশ একটু ভাল হলে বেটার হয় সেতা হল গ্রাফিক্স কার্ড। নতুন পিসি যদি কিনতে জান তাহলে ১ গিগা ভির‍্যাম সম্পন্ন কার্ড কিনুন। আর প্রফেশনাল কাজ করতে চাইলে আপনাকে ভাল চিপসেট এর গ্রাফিক্স কার্ড কিনতে হবে।

আপনার পিসি টি যদি পুরাতন হয় , কুনোই টেনশন নাই , শিখতে হলে খুব সাধারন পিসি ই যথেষ্ট। পেন্টিয়াম ৪ , সেলেরন , ডুয়েল কোর ইত্যাদি সব পিসি তেই ব্যাবহার করতে পারবেন। এমনকি ল্যাপটপ এও ব্যাবহার করতে পারবেন 3D Studio Max ।

তবে একটা ব্যাপার , আপনার মনিটর যত বড় হয় তত সুবিধা। নুন্যতম ১৭ ইঞ্চি মনিটর না হলে আপনি কাজ করতে পারবেন না। নতুন পিসি কিনতে গেলে বলব ২০" থেকে ২৬" , আপনার বাজেট অনুসারে কিনে ফেলুন একটা এল সি ডি মনিটর।  আর একটা জিনিস আপনাকে ভাল কিনতেই হবে সেটা হল একটা ভাল মাউস। আমি A4tech কোম্পানির Glaser seris এর মাউস গুলা ব্যাবহার করি , অসাধারন মাউস। ৫০০-৬০০ টাকার মত হবে দাম।

অনেক পেচাল করলেন , এখন বলেন 3D Studio Max পাব কোথায় ? কোন ভার্সন ব্যাবহার করব ?

আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমাদের এত দাম দিয়ে সফটওয়্যার কেনার সামর্থ্য থাকে না। তবে সাধ্য থাকলে সফটওয়্যার কিনে ব্যাবহার করা উচিত। টেক টিউন্স এ ইতিমধ্যেই অনেকেই Autodesk 3ds max 2012
সফটওয়্যার এর ডাউনলড লিঙ্ক দিয়েছেন। বিশেষ করে 'প্রবাসী' ভাই কষ্ট করে আপনাদের জন্যে mediafire এ আপলোড করে দিয়েছেন । আপনারা এখান থেকে ডাঊনলড করে নিতে পারেন। তবে  যাদের পিসি একটু পুরাতন আর ১ গিগা ভির‍্যাম সম্পন্য গ্রাফিক্স কার্ড নাই তাদের Autodesk 3ds max 2012 টা কালেক্ট না করার পরামর্শ দিচ্ছি । আপনি সম্ভবত ইন্সটল ই করতে পারবেন না। আপনাদেরকে Autodesk 3ds max 2009 কালেক্ট করতে বলব।

Autodesk 3ds max 2012 ইন্সটল করলে অবশ্যই service pack 2 টাও ইন্সটল করে ফেলবেন। Autodesk এর সাইট এ সেটা ফ্রি নামাতে পারবেন। আর Autodesk 3ds max 2009 ইউস করলে অবশ্যই সেটার service pack 1 টা ওদের সাইট থেকে নামিয়ে নিবেন। সার্ভিস পেক অনেক বাগ ফিক্স করা থাকে।

2009 ভার্সন ডাউনলোড লিঙ্ক খুজে বের করলাম আপনাদের জন্যেঃ

http://rapidshare.com/files/151246896/Autodesk_3DS_Max_2009.part01.rar
http://rapidshare.com/files/151246951/Autodesk_3DS_Max_2009.part02.rar
http://rapidshare.com/files/151246928/Autodesk_3DS_Max_2009.part03.rar
http://rapidshare.com/files/151246930/Autodesk_3DS_Max_2009.part04.rar
http://rapidshare.com/files/151246936/Autodesk_3DS_Max_2009.part05.rar
http://rapidshare.com/files/151269477/Autodesk_3DS_Max_2009.part06.rar
http://rapidshare.com/files/151269476/Autodesk_3DS_Max_2009.part07.rar
http://rapidshare.com/files/151269519/Autodesk_3DS_Max_2009.part08.rar
http://rapidshare.com/files/151269552/Autodesk_3DS_Max_2009.part09.rar
http://rapidshare.com/files/151269587/Autodesk_3DS_Max_2009.part10.rar
http://rapidshare.com/files/151284331/Autodesk_3DS_Max_2009.part11.rar

পাসওয়ার্ডঃ  warez-bb

ইন্সটল করে ফেলুন আর আবিস্কার করতে থাকুন আপনার কল্পনা কে। মাঝে মাঝেই আমি হাজির হব আপনাদের সাহায্যে।

ভাল থাকুন সবাই

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vaia apnar Bari Sylhet Kun jaygay ? {(^_^)}

Level 0

vaijan apni jodi kichu mone na koren 3ds max ar amar kichu khudro proyash royeche, cholen duijone vagavagi kore tutorial akare tt te dei

টিউন অনেক সুন্দর হয়েছে। আশা করি 3D Studio Max সম্পর্কে আরো অনেক কিছু শিখতে পারবো।
http://bartavubon.com/

Level 0

ভাল টিউন তবে আমি ঠিক করছি ওয়েব ডেভ্লপার হব ।

    @sbn5233: বেশ ভাল। আসলে কিছু একটা হওয়ার জন্যেই কে থ্রি ডি ম্যাক্স শিখতে হবে টা কিন্তু না। আমি অনেকটা সখের বশেই শিখেছিলাম।

Level 0

ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ? প্লিজ আমাদের জন্য রেগুলার পোস্ট করুন ।আল্লাহ আপনাকে মঙ্গল করুক

Level New

অনেক সুন্দর হয়েছে, আশা করি ধারাবাহিকভাবে টিউনগুলো পাবো।

Level 0

aj theke hoye gelam apnar vokto.asa kori hotas korben.dharabahikota bojai rahgben.onekdin dhore khujsilam apnar mptpi kau k.softwere age thekei collevtion a ase.onek dhonno baad

Level 0

please…continue your tune…

ভাই একদম শুরু থেকে মানে বেসিক এবং মেটেরিয়েলস কিভাবে -কেমনে এপ্লাই করে ধারাবাহিক টিউন করলে যাদের আগ্রহ সবার উপকার হবে …………..

    @হাসানাত চৌধুরী: আমি মূলত একদম আনকোরা দের জন্যেই চেইন টিউন টি করেছি । আর সে জন্যেই এই টিউন টি তে থ্রি ডি ম্যাক্স সম্পর্কে এত কিছু বললাম , অনেকেই জানেন এটা সম্পর্কে কিন্তু অনেকেরেই ধারনা নাই। আপনার কথা মাথায় থাকবে

বস চালিয়ে যান, আমরা আছি আপনার ক্লাসে।

Level 0

nice post, but if we want to learn it, we need bangla tutorials….. 🙂

Level 0

Ami Vabtesi Apnar kase Ese 3d Studio Max sikbo 😀 .

3d শিখতে অনেক ইচ্চা শক্তির দরকার আছে , সেহেতু সবাই তৈরি হন ।

Level 0

এই কাজ করার জন্য সবচেয়ে জরুরী বিষয় হল Imagination Power .আর আমার আলহামদুলিল্লাহ Imagination ভালোই আছে।আমি প্রায় সময় কলেজ ক্লাসে বসে বসে শুধু ছবি আকতাম :p প্রায় সময় আমি Anime Character নিজ থেকে তৈরি করতাম আর ক্লাসের বন্ধুদের দেখাতাম।আমার মনে হয় 3D Studio Max এর কাজ করার জন্য Art অনেক জরুরী ।

    @Abdullah: এটা জরুরি না যে আপনার আর্ট সেন্স থাকতেই হবে। আপনি যে ধরনের কাজ করতে চান সেটা সম্পর্কে ভাল আইডিয়া থাকতে হবে। আপনি ক্যারেক্টার বানালে আপনাকে মানুষের বা ওই ক্যারেক্টারের এনাটমিকাল পসিশনিং টা জানতে হবে। আপনি যদি মেকানিকাল জিনিশ বানান তখন আপনাকে ওই অবজেক্ট সম্পর্কে ভাল ধারনা বা রেফারেন্স ইমেজ যোগার করতে হবে।Imagination Power টা ত অবশ্যই দরকার।

ভাই, আমার ল্যাপটপের মনিটর হল ১৪ ইঞ্চি, এটাতে কি কাজ করা যাবে না? আর অন্যান্য জিনিস গুলো হলঃ
* Bannd: HP Laptop
* Intel Core i3 350M / 2.26 GHz
* RAM 2 GB
* HDD 320 GB
* Windows Seven
* 14″ Widescreen LED backlight TFT 1366 x 768 ( WXGA )
দেখুনতো আমার পিসিতে কি 3D Studio Max চলবে?

Level 0

vaiya, http://rapidshare.com/files/151246896/Autodesk_3DS_Max_2009.part01.rar ei link ta khuje pawya jasche na. plz link ta thik kore dan…………..

টি্উনার ভাই যদি কিছু মনে না করেন আপনার কাছে একটা অনুরোধ করলাম, চেইন টিউনের শেষের দিকে v-ray নিয়ে একটা টিউন করবেন। তাহলে আমার মতো অনেকে উপকৃত হবে।

কষ্ট করে টিউন করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ…।।।।।।

বাহ! আমি 3D Max শিখার জন্য এইদিক ওইদিক খুছতাছি আর এহসানুল ভাই এত সুন্দর চেইন টিউন করেছে দেখেত লাফাইতে ইচ্ছে করচ্ছে। ভাই এইটা উপর তাড়াতাড়ি টিউনটা শেষ করেন না। শিখার জন্য খুব ক্ষিধা পাইছে অপেক্ষাই রইলাম। ধন্যবাদ আপনাকে।