ইউরোপিয়ান ইউনিয়নের পতাকায় যে বৃত্তকার পথে ষ্টার আকা আছে আসুন সেটা ইলাষ্ট্রটরে আকার চেষ্টা করি । অবশ্য ষ্টার এর পরিবর্তে অন্য যে কোনো শেপ দিয়েও করা যায় । এখানে ষ্টার শেপ দিয়ে দেখানো হলো
প্রিভিও >
ইলাষ্ট্রেটর খুলুন । সাইজ আপনার ইচ্ছা ।
রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে ডকুমেন্টে একটা রেক্টেঙ্গেল আকুন । ফীল কালার আপনার পছন্দ অনুযায়ি নিন । আমি এখানে নিলাম নিল ।
ষ্ট্রোক কালার নান ।
মেনুবারে গিয়ে Object > Lock > Selection ক্লিক ।
ফীল কালার Swatches প্যালেট থেকে সেট করুন R242,G242,B242 ।
টুলবার থেকে ষ্টার টুল সিলেক্ট করুন ।
ডকুমেন্টে একটা ক্লিক করুন । ষ্টার পপআপ উইন্ডো আসবে । Options এর নিচে Radius 1 এর ঘরে টাইপ করুন 18px , Radius 2 এর ঘরে টাইপ করুন 6.88px , Points এর ঘরে টাইপ করুন 5 ।
তারপর ওকে তে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিন । ডকুমেন্টে একটা ষ্টার আকা হয়ে যাবে ।
( অবশ্য আপনার ইচ্ছামত ছোট-বড় যে কোনো সাইজের ষ্টার একে নিতে পারবেন )।
ষ্টার আকা হয়ে গেলে সিলেকশন টুল ক্লিক করুন । ষ্টারটিকে ক্লিক এন্ড ড্রাগ করে ডকুমেন্টের বামে নিয়ে আসুন ।
ষ্টারটি সিলেক্ট থাকা অবস্হায় ষ্টারটির উপর মাউস পয়েন্টার ধরুন তারপর কীবোর্ড থেকে Alt কী চেপে ধরুন দেখবেন মাউস পয়েন্টার ডাবল এরোতে
পরিবর্তিত হয়েছে (কালো-সাদা) তখন ড্রাগ করে ( Alt কী ছাড়বেন না কিন্ত) ডকুমেন্টের ডানে নিয়ে আসুন ।
ডানে আনার পর মাউস রিলিজ করে দিন । ষ্টারের একটা কপি তৈরী হবে
সিলেকশন টুল ক্লিক করে এক্টিভেট করে নিন । সিলেকশন টুল দ্বারা ষ্টার দুইটির উপর দিয়ে একটা সিলেকশন তৈরী করুন ষ্টার দুইটি সিলেক্ট করার জন্য ।
মেনুবারে গিয়ে Window > Align ক্লিক । Align প্যানেল এসে হাজির হবে । Align প্যানেলে Align Objects এর নিচে ৫ম বাটন Vertical Align Center ক্লিক ।
ষ্টার দুইটি ভার্টিকেল এলাইন সেন্টারে চলে আসবে ।ডকুমেন্টের বাহিরে ক্লিক করুন সিলেকশন টুল ডিএক্টিভেট করার জন্য ।
টুলবার থেকে Blend Tool ক্লিক করে সিলেক্ট করে নিন ।
Blend Tool সিলেক্ট থাকা অবস্হায় কীবোর্ড থেকে Alt কী চেপে ধরে ডকুমেন্টের বাম দিকের ষ্টারটির উপর মাউস পয়েন্টার নিয়ে একটা ক্লিক করুন
Blending Options পপআপ উইন্ডো আসবে ।Spacing এর পাশে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন Specified Steps , তারপাশের ঘরে টাইপ করুন ১১ , Orientation এর পাশে প্রথম বাটন Align to page ক্লিক করুন । ওকে তে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করে দিন ।
এরপর ডানদিকের ডকুমেন্টে যে ষ্টারটি আছে তার উপর মাউস পয়েন্টার নিয়ে একটা ক্লিক করুন ।
চিত্রের ন্যায় একটা ইমেজ পাবেন ।
সিলেকশন টুল ক্লিক করে সিলেকশন টুল দ্বারা ক্লিক এন্ড ড্রাগ করে ডকুমেন্টের মাঝে এনে সেট করুন ।
টুলবার থেকে Ellipse Tool সিলেক্ট করুন । Ellipse Tool দ্বারা ষ্টার এর উপর চিত্রের ন্যায় একটা সার্কেল আকুন ।
সিলেকশন টুল ক্লিক করে এক্টিভেট করে নিন । সিলেকশন টুল দ্বারা সার্কেল এবং ষ্টার উভয়ের উপর দিয়ে একটা মার্কুয়ী সিলেকশন তৈরী করুন সার্কেল এবং ষ্টার উভয়টি সিলেক্ট করার জন্য ।
মেনুবারে গিয়ে Object > Blend > Replace Spine ক্লিক ।
http://d.imagehost.org/0434/Untitled27.jpg
নিচের চিত্রের মতো একটা ইমেজ পাবেন ।
অর্থাৎ ষ্টারগুলো বৃত্তের প্রায় তিন-চতুর্থাংশ চারিদিকে একটা পাথ অনুসরন করে ডিষ্ট্রিবিউট হবে । কিন্ত কিছু অংশ ফাকা থাকবে । এই ফাকা অংশ ঠিক করার জন্য টুলবার থেকে Scissors Tool সিলেক্ট করুন
অথবা কীবোর্ড থেকে C চাপুন সার্কেলের টপ সেন্টার এন্খর পয়েন্টে একটা ক্লিক করুন ।
এইবার ষ্টার গুলো বৃত্তের চতুর্দিকে সমানভাবে ডিষ্ট্রিবিউট হবে ।
ক্লিক সিলেকশন টুল ।
হয়ে গেল বৃত্তাকার পথে ষ্টার আকা ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জোস টিউন! 😀