ইলাষ্ট্রেটরে আকাআকি : ব্লেন্ড টুল ব্যাবহার করে ষ্টাইলিশ ফুল তৈরী

ইলাষ্ট্রেটর নিয়ে যারা নাড়াচাড়া করছেন বা একদম নতুন আকাআকি শিখছেন আসুন পেন টুল দ্বারা একটা শেপ তৈরী করে তারপর সেটাকে অন্যান্য টুলস ব্যাবহার করে কিভাবে ফুলের মতো শেপ দেওয়া যায় সেটাই আজকের এই টিউনে শিখবো ।

প্রিভিও>
1

এই টিউটরিয়েলের মাধ্যমে ইলাষ্ট্রেটরের তিনটি গুরুত্বপূর্ণ টুলস :Blend Tool , Rotate Tool , Transparency এর সম্বন্ধেও পরিচিতি লাভ করবো ।
আসুন তাহলে কাজে নেমে পড়ি । ইলাষ্ট্রেটর খুলুন । ।মেনু বারে গিয়ে View>Rulers>Show Rulers,
2
View>Show Grid,
3
View>Snap to grid ক্লিক করে চালু করে নিন ।
4
ইলাষ্ট্রেটরের ডানদিকের টুলবারথেকে পেন টুল ক্লিক করে সিলেক্ট করুন ।
5
নো ফীল কালার ।
6
ষ্ট্রোক কালার গাড় লাল (#BE1E2D) সেট করে নিন
7
এবার যে ফুলটি আকবো সেই ফুলের পাপড়ির ষ্ট্রোক পাথ তৈরী করবো ।
ডকুমেন্টের গ্রিড লাইনের ক্রস সেকশন বরাবর সমান দুরত্বে তিনটা ক্লিক করুন নিচে ছবি দেখুন । (দেখতে অনেকটা ত্রিভুজের মতো)
এইরকম একটা ইমেজ পাবেন ।
8
টুলবার থেকে Convert Anchor Point Tool সিলেক্ট করুন । শর্টকার্ট কী হলো Shift+C ।
9
Convert Anchor Point Tool সিলেক্ট করার পর মাউস পয়েন্টারটি ত্রিভুজ আকৃতির শেপটির যে তিনটি বিন্দু আছে তার মাঝের বিন্দুতে ক্লিক করুন ছবি>
10
পয়েন্টারটি হোয়াইট এরোতে পরিনত হলে ক্লিক না ছেড়ে নিচের দিকে ড্রাগ করুন (কতটুকু ড্রাগ করবেন ছবিতে দেখুন )>
11
ড্রাগ করা হলে মাউস পয়েন্টারটি রিলিজ করে দিন ।
শেপটি দেখতে কার্ভ এর মতো হবে ।
12
তারমানে পেটাল শেপের অর্ধেক অংশ আকা হলো ।এবার বাকি অর্ধেক অংশ আকার পালা
আর ফুলের পাপড়ির বাকি অর্ধেক অংশটির আকার আগে কালার পরিবর্তন করে নিন অরেন্জ কালারে (#F6921E).
ফুলের পাপড়ির বাকি অর্ধেক অংশ আকার দুইটি উপায় আছে ।প্রথম উপায় হলো উপরের একই পদ্ধতি অবলম্বন করে তবে প্রথমবার আকা হয়েছে বামে ।এবার আকতে হবে ডানে >
13
দ্বিতীয় উপায় হলো সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে কপি করতে হবে ।
14
মেনু বারে গিয়ে Edit > Copy
15
তারপর পেষ্ট মেনু বারে গিয়ে Edit >Pest In Front
16
আবার মেনু বারে গিয়ে Object> Transform >Reflect
17
18
দ্বিতীয় অংশটি মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে প্রথম অংশটির সাথে নিচের ছবির মতো প্লেস করুন ।
19
20
সবকিছু ঠিকঠাক থাকলে এইরকম একটা ইমেজ পাবেন ।
21
এখন ব্লেন্ড টুল ব্যাবহার করবো । ব্লেন্ড টুল ব্যাবহার করার আগে ফুলের পাপড়ির যে দুইটি ষ্ট্রোক পাথ আকলাম একটা অংশ লাল কালার আর একটা অংশ অরেন্জ কালার । উভয়টি সিলেক্ট করে নিন ।সিলেকশন টুল দ্বারা ।অথবা মেনু বারে গিয়ে Select >All ক্লিক
22
23
মেনু বারে গিয়ে Object -> Blend -> Blend Options । ব্লেন্ড অপশনস পপআপ উইন্ডো আসলে নিচের সেটিংস লিখে ওকে করুন >
24
আবার মেনু বারে গিয়ে Object -> Blend -> Make ।
25
এই রকম একটা চিত্র আসবে ।
26
এখন Transparency প্রয়োগ করবো ।যে পাপড়িটি আকলাম সেটি সিলেক্টেড থাকা অবস্হায় Transparency প্যালেট খুলুন । মেনুবারে গিয়ে Window -> Transparency ।
27
ট্রান্সপারেন্সি প্যালেট অপেন হলে ট্রান্সপারেন্সি প্যালেটের যে ডাউন এরো আছে ক্লীক করে প্রসারিত করে সেখান থেকে Multiply সিলেক্ট করুন ।
একটি মাত্র পাপড়ি আকা হলো । এই পাপড়িটিকে ডুপ্লিকেট করে একটি পরিপূর্ণ ফুলের শেপ তৈরী করবো ।
পাপড়িটি সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করুন ।তারপর টুলবার থেকে রোটেট টুলে ক্লিক করুন
28
মাউস পয়েন্টার প্লাস চিন্হের আকার ধারন করবে আর পাপড়িটির ঠিক মাঝে একটি রোটেট পয়েন্টার দেখতে পাবেন ।
28
যেটিকে কেন্দ্র করে পাপড়িটি রোটেট হবে ।
পাপড়িটিকে রোটেট করাবো পাপড়িটির নিচের বিন্দুকে কেন্দ্র করে । প্লাস চিন্হের পয়েন্টারটি পাপড়িটির নিচের বিন্দুতে এনে ক্লিক করুন ।
30
মাউস পয়েন্টার ব্লাক এরোতে পরিবর্তন হবে । রোটেট পয়েন্টারটি পাপড়িটির নিচের বিন্দুতে সেট হবে
31
যাকে কেন্দ্র করে পাপড়িটি রোটেট হবে ।
এখন কীবোর্ড থেকে Alt কী চেপে ধরুন পয়েন্টারটি ডাবল এরোতে
32
পরিবর্তন হবে তার মানে পাপড়িটি রোটেট এবং কপি দুটোই একসাথে হবে
Alt কী চেপে ধরে ক্লিক করে (ক্লিক না ছেড়ে ) ডানে নিচের দিকে কিছুদুর এনে ক্লিক ছেড়ে দিন পাপড়িটির একটি কপি তৈরী হবে । ছবি >
33
34
35
সম্পূর্ণ ফুল তৈরী করার জন্য কীবোর্ড থেকে Ctrl+D চাপুন কয়েকবার ।
36
সম্পূর্ণ ফুল তৈরী হয়ে গেলে মেনু বারে গিয়ে Select >All ক্লিক
37
মেনু বারে গিয়ে Object > Group ।
38
ব্লেন্ড টুল প্রয়োগ করে হয়ে গেল ফুলের ডিজাইন ।
39

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন??????

Level 0

ভালা হইছে ……ভালা হইছে …… আরও চাই ।
অপটপিক = আপনার মোবাইল নম্বার দেয়া যাবে আর যদি না যায় তাহলে বলেন কত টাকা পাঠান লাগবে এবং কি ভাবে পাঠাব ।

Level 0

ভাল তবে কোন কিছু নকল করা শিখাইলে ভাল লাগত-ধন্যবাদ

এই কাজটা আগে জানতাম আশা করি আর জানতে পারব চালিয়ে জান

Level 0

Good tunes. Thanks a lot

চমৎকার টিউন। ইলাস্ট্রেটরের চেইন টিউন চাই 😀

Level 0

খুব সুন্দর হয়েছে ভাই, আমি এখানে আরো দুইটা টুলের কাজ জানতে চাই, যেমন Add anchor point Tool এবং Delete anchor point Tool আশা করি এই টুল গুলো ব্যবহারের নিয়মটা বলবেন।

    @jamal10:
    ধন্যবাদ ভাই । এই টুলগুলোর ব্যাপারে দেখি টিউন করতে পারি কিনা । আসলে ছবি আপলোডের জন্য সময় লাগে তাই টিউন দেওয়া হয় না ।

Level 2

Thanks. ইলাস্ট্রেটর নিয়ে খুব একটা টিউন নেই , ভাই আপনি যদি কন্টিনিউ করেন তবে অনেকের উপকার হয় , ফাঁকে একটা চেইন টিউনও হয়ে যাবে।

Level 0

অপূর্ব……।। 🙂

ভাল কাজটা আমার অনেক উপকারে আসবে।