একটি নান্দনিক বিজনেস কার্ড ব্যবসাকে আকাশচুম্বী করতে পারে

একটি নান্দনিক বিজনেস কার্ড আপনার ব্যবসাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। ভাবছেন কিভাবে এটি সম্ভব? আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনার ব্যবসা মাঝপথে থমকে দাঁড়ায় তবে একটি আই ক্যাচিং বিজনেস কার্ড পাল্টে দিতে পারে আপনার ব্যবসার চেহারা।

এতক্ষণে নিশ্চয় আপনার খুব কৌতুহল হচ্ছে আসলেই কি ব্যবসার ক্ষেত্রে বিজনেস কার্ড খুব গুরুত্বপূর্ণ মার্কেটিং ম্যাটেরিয়াল? আমি বলবো অবশ্যই। তাহলে চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে একটি বিজনেস কার্ড আপনার ব্র্যান্ডকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে।

আপনি কখনো রিয়েল এস্টেট মেলায় গিয়েছেন? মেলার প্রত্যেকটি স্টলেই আলাদা আলাদা রিয়েল এস্টেটের বিভিন্ন প্রজেক্ট, মডেল এবং বিভিন্ন প্রকাশনা থাকে। সব প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো বিজনেস কার্ড।

যে কোন  দর্শনার্থী স্টলের সামনে হাজির হলেই স্টলে থাকা লোকজন আপনাকে একটি ব্রোসিওর  এবং বিজনেস কার্ড ধরিয়ে দেন।

মেলা শেষে আপনি লক্ষ্য করবেন ফ্লোরে কিংবা ভেন্যুর সামনে প্রচুর বিজনেস কার্ড এবং ব্রোসিওর পড়ে আছে।

প্রকৃত অর্থেই যে ডিজাইন বা অফারগুলো মানুষের কাছে ভালো লাগে সে আকষর্ণীয় প্রিন্টেড আইটেমগুলোই মানুষ নিজের কাছে রেখে দেয়। এবার নিশ্চয় বুঝতে পারছেন একটি আই ক্যাচিং বিজনেস কার্ড কত গুরুত্বপূর্ণ।

আপনি অবশ্যই চাইবেন না পয়সা খরচ করে বিজনেস কার্ড প্রিন্ট করে মানুষকে দেবেন আর সেগুলো মানুষ ফেলে  দেবে?

একটি বিজনেস কার্ড কিভাবে ব্যবসায়ের উন্নতির কারণ হতে পারে?
একটি বিজনেস কার্ড নানাভাবে আপনার ব্যবসাকে উন্নতির চূড়ায় পৌঁছে দিতে পারে। আপনি বিশ্বাস করতে পারবেন না প্রফেশনালদের খুব বেশি সময় নেই আপনার ওয়েবসাইটে প্রবেশ করে বেশি কিছু দেখার।

একজন চৌকশ ব্যবসায়ী বিজনেস কার্ডকে অনেক বেশি মূল্যায়ন করে থাকে। তার কারণ একটি ভালো প্রতিষ্ঠানের বিজনেস কার্ডই তারপরিচয় বহন করে। তাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিকভাবেই আপনার ক্লায়েন্ট ধারণা পেতে পারে সুসজ্জিত একটি বিজনেস কার্ড থেকে।

ব্যস্ত মানুষরা আপনার সবকিছু খতিয়ে দেখার আগে যদি আপনার একটি বিজনেস কার্ড থাকে তবে সেটিই দেখে থাকে মনযোগ দিয়ে। তাই কাস্টমারদের আকৃষ্ট করার প্রাথমিক ও সহজ উপায় হলো একটি নান্দনিক বিজনেস কার্ড।

ব্যবসার প্রচার এবং খুব দ্রুত উন্নয়নের জন্য একটি বিজনেস কার্ড আপনাকে কতভাবে সহায়তা করতে পারে সে বিষয়েই কথা বলি চলুন।

 

প্রথম দর্শন

যার সাথে আপনার কখনো পরিচয়ই হয়নি তিনি অবশ্যই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কোন কিছুই জানেন না। সাধারণত আমরা নতুন সাক্ষাৎ হলেই কুশল বিনিময় করি এবং কখনো হ্যান্ডশেকও করে থাকি। তখন আপনি আপনার একটি বিজনেস কার্ডও হস্তান্তর করে থাকেন প্রায়ই।

কারো সাথে আপনার প্রথম দেখায় একটি কার্ড হস্তান্তরের পর আপনিসহ আপনার প্রতিষ্ঠানের প্রাথমিক পরিচয় হয়ে যাবে। অর্থাৎ যাকে আপনি কার্ডটি হস্তান্তর করলেন তিনি আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে প্রথমবার একসাথে চিনে নিলো।

যদি আপনার সার্ভিস ও পণ্যের সাথে নতুন পরিচিত ব্যক্তির কোন সম্পর্ক থাকে তবে অবশ্যই তিনি আপনার বিজনেস কার্ডটিতে বাড়তি মনযোগ দেবেন। হতে পারে তিনি আপনার সেবা কিংবা পণ্য গ্রহণও করতে পারেন।

 

ব্যবসা সম্পর্কে ধারণা

হয়তো কেউ আপনার সম্পর্কে জানে। হয়তো তিনি জানেন আপনি অমুক কোম্পানিতে কাজ করেন অথবা অমুক ব্যবসা করেন। কিন্তু যিনি আপনার কাস্টমার হতে পারেন তিনি কি আপনার ব্যবসা সম্পর্কে জানেন?

না জানলেও একটি বিজনেস কার্ডের মাধ্যমে যে কেউ আপনার সম্পর্কে মুহূর্তেই অনেক কিছু জানতে পারে। কার্ডে লিপিবদ্ধ আপনার সেবা ও পণ্য সম্পর্কে জানতে পারেন। কেউ প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করার জন্যও জানতে পারবে আপনার ইমেইল বা যোগাযোগের নম্বর।

তাই সহজেই আপনার ব্যবসা সম্পর্কে কাস্টমারদের জানাতে আপনার বিজনেস কার্ডটি অবশ্যই হতে হবে তথ্যবহুল এবং আই ক্যাচিং।

 

ব্র্যান্ড প্রমোশন

ব্যবসা প্রসারের জন্য আমাদের প্রায়শই প্রচারণা চালাতে হয়। এর জন্য প্রয়োজন হয় ফ্লায়ার কিংবা ব্রোসিওযেরর মতো গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল মার্কেটিং একসেসরিজ।

বিজনেস কার্ডও এমন এক ধরনের একসেসরিজ তবে তা অন্যান্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা। এটি সহজেই প্রিণ্ট করা যায় এবং সহজে পরিবহনও করা যায়। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি কার্ডে প্রিণ্ট করা যায়।

আকারে ছোট হওয়ায় কাস্টমারেরাও তা দীর্ঘদিন সংরক্ষণ করে থাকেন। ফ্লায়ার কিংবা ব্রোসিওরের মতো একসেসরিজগুলো বেশিরভাগেরই জায়গা হয় ডাস্টবিন। সে তুলনায় বিজনেস কার্ড অনেক যত্নে সংরক্ষণ করে মানুষ। তাই ব্যবসার প্রচারে বিজনেস কার্ডের গুরুত্ব সবচেয়ে বেশি।

 

বিজনেস কার্ডের ৫টি সুবিধা

১. সহজে বিতরণ করা যায়

বিজনেস কার্ড সহজে বহন করা যায় সে কারণে তা যত্রতত্র বিতরণ করতে কোন অসুবিধা হয় না।

২. আকারে ছোট

একটি বিজনেস কার্ড অন্যান্য বিজ্ঞাপণ সামগ্রীর মতো বড় নয়। তাই আপনি চাইলে তা পকেটেও রাখতে পারেন।

৩. মেয়াদউত্তীর্ণ হয় না

আপনি যদি কোন ইভেন্ট করেন তবে সেক্ষেত্রে ফ্লায়ার, ব্রোসিওর কিংবা টিউনারের মতো প্রচারণামূলক অনেক বিজ্ঞাপণ সামগ্রী রাখতে হবে যা নির্দিষ্ট ইভেন্ট শেষে মেয়াদউত্তীর্ণ হয়। কিন্তু বিজনেস কার্ড এমন একটি উপকরণ যার কোন সময়সীমা থাকে না। এটির মূল্য সবসময় একই রকম থাকে।

৪. শিল্প বান্ধব

একেক শিল্পের প্রচারণার ধরন একেক রকম। কোন কোন ব্যবসার ক্ষেত্রে টিউনার খুবই গুরুত্বপূর্ণ আবার কোন ক্ষেত্রে ফ্লায়ার। বিজনেস কার্ড এমন একটি মার্কেটিং উপকরণ যা সকল ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে বিশেষ কিছু ব্যবসার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হলো:

  • রিয়েল এস্টেট
  • হাসপাতাল/ক্লিনিক
  • ইলেক্ট্রিশিয়ান
  • প্লাম্বার
  • রেস্টুরেন্ট
  • হোম ডেলিভারি
  • রেন্ট এ কার

৫. ইভেন্ট ও এক্সিবিশন

ইভেন্ট ও এক্সিবিশনে আই ক্যাচিং বিজনেস কার্ডের কোন বিকল্পই নেই। ইভেন্ট চলাকালীন দর্শনার্থীরা সানন্দেই গ্রহণ করে বিজনেস কার্ড। মজার ব্যাপার হলো ইভেন্ট শেষে এসব দর্শনার্থীরাই কোন পণ্য বা সেবা পছন্দ হলে তা গ্রহণ করতে বিজনেস কার্ডকেই অনুসরণ করেন।

 

ব্যবসার ক্ষেত্রে বিজনেস কার্ডের গুরুত্ব অনেক বেশি। আপনি যদি নতুন ব্যবসায়ী বা উদ্যোক্ত হয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্যই। আশাকরি বিজনেস কার্ড সম্পর্কে আপনার ধারণা পরিস্কার হয়েছে।

এ ব্যাপারে আরও কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই টিউমেন্টে জানাতে পারেন। আপনার কি কোন ব্যবসা আছে? তবে ব্যবসা সংক্রান্ত আরও কি কি বিষয়ে জানতে চান?

Level 1

আমি সারোয়ার আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

শুন্য থেকে যাত্রা শুরু, শুন্যেই হবে শেষ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস