আমরা একটি অবস্থানের কয়েকটি ছবি তোলব এবং ফটোশপের মাধ্যমে সেগুলো একত্রিত করবো ।এ ক্ষেত্রে আমরা ফটোশপের মার্জ টুল বা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারি
সংয়ংক্রিয় পদ্ধতিতে অনেক সময় ১০০% সঠিক ফলাফল দেয় না তাই এখানে উভয় পদ্ধতি -ই ব্যবহার করা হবে।
প্রথমে ছবি তোলতে হবে । তবে Panoramic ছবি তোলা অন্যসব ছবি তোলার মতো নয় । সুন্দর একটি জায়গা নির্বাচন করতে হবে প্রথম।
ক্যামেরা সেটকরা ক্যামেরাটি সোজা ভাবে বসাতে হবে যাতে ছবি গুলো বাঁকা না আসে। বাঁকা ছবি একসাথে মিলাতে গেলে অনেক অংশই বাদ পরে যায় ।
ফাইল সমুহ:ছবির ফাইল গুলো সাজিয়ে নিন কোন অংশের সাথে কোন অংশ মিলবে।তা বুঝে নিন।
সয়ংক্রিয় ফটোমার্জ ফটোশপ খুলুন:
১।File.>Automate>Photo Marge. এ ক্লিক করুন ।
২।একটি নতুন উইনডো আসবে ।
৩।সেখানে ফাইলগুলো ইন্সার্টকরে একের পরে এর সাজিয়ে নিন।
ষষ্ঠ ধাপ:ফলাফল দেখুন:এবার দেখুন আপনার মার্জকৃত ছবিটি।
সপ্তম ধাপ:সামান্য ঘুরানো দরকার হলে ঘুরিয়ে নিন।
ক্লোন করে কিছু কিছু খালি স্থান পূর্ন করে নিন।
এবার সবগুরোটুকরা ছবি এবং ফলাফলের ছবি,ফটোশপের ফাইলগুলো সহ একটি ফোল্ডারে সংগ্রহ করে রাখুন। এভাবে আপনার ক্যামেরায় রেজুলেশন কম হলেও বিশাল আকার ছবি কাছে থেকে তুলতে পারবেন।
ক্যামেরার ল্যান্সের ত্রুটি সংশোধন করা ।
ছবিটি নেয়ার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবল ক্লিক করে এটিকে Editable করতে হবে । এই লেয়ারটির একটি নাম যেমন Building দেই।
এবার Filter>Distort>Lens Correction- যাই। উইনডোতে একটি গ্রিড লাইন ও ডান পাশে নিচের মতো অপশন আসবে ।
Horizontal এবং Perspective এরমান পরিবর্তন করে খুব সহজেই এ কাজটি করা যায়।
আমরা Vertical perspective এরমান o থেকে -5o পর্যন্ত যে কোন নেব। ছবির উপর নির্ভর করে মানটি আসলে কত নেব।
ক্রেপটুল দিয়ে ছবিটির নির্দিষ্ট অংশ কেটে নেই ।
এ কাজটা আসলে খুবিই সহজ কাজ । যে কোন ছবির লম্বিক ত্রুটি সংশোধনের জন্য এই পদ্ধতি অনুসরনকরতে পারেন।
আমার পরবর্তি লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।
লেখাটি এখান থেকে বাংলায় অনুবাদকৃত:
http://psd.tutsplus.com/tutorials/photo-effects-tutorials/three-short-tutorials-for-photographers-and-photography-lovers/
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
চমৎকার টিউন ভাই।