রিয়েল ডিম এর মতো শেপ আকা একটু ঝামেলাই বটে । সেটা ফটোশপে হউক আর ইল্ষ্ট্রেটরে হউক । তবে ইলাষ্ট্রেটরের শেপ টুলস যেভাবে মডিফাই করা যায় ফটোশপে একটু কষ্টকরই বটে যারা প্রফেশনাল তাদের জন্য হয়তো ব্যাপারটা তেমন কিছু না । নতুনদের কাছে শেপ টুলস দিয়ে পরিবর্তন সাধন করে অন্য আর একটি রুপ দেওয়া একটু ঝামেলাই ....... তাহলে আসুন দেখি বৃত্তকার শেপ দিয়ে ডিমের শেপ কিভাবে তৈরী করা যায়
প্রিভিও >
ইলাষ্ট্রেটর সি.এস ২ তে কিভাবে বৃত্তকার শেপ দিয়ে ডিমের শেপ তৈরী করা যায় সেটা শিখবো ।
তাহলে চলুন ডিমের শেপ আকা শিখি । ইলাষ্ট্রেটর খুলুন ।
সাইজ আপনার ইচ্ছা অনুযায়ি নিন । আমি নিলাম সাইজ ১০২৪*৭৬৮ ।
রুলার , গ্রিড , স্নেপ টু গ্রিড চালু করে নিন ।
মেনুবারে গিয়ে View > Show Rulers , Show Grid , Snap to Grid ক্লিক করুন ।
টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করুন ।
ষ্ট্রোক কালার ফীল নান করুন । ষ্ট্রোক কালার বক্সে ক্লিক করে এক্টিভেট করে নিন । তারপরে নান এ ক্লিক করুন ।
ফীল কালার বক্স ক্লিক করে এক্টিভেট করুন ।
Swatch কালার প্যানেল থেকে Capuccino কালার বক্সে ক্লিক করুন
ফীল কালার বক্স এই কালারে সেট হবে ।
অন্য কালার ও নিতে পারেন পরে গ্রাডিয়েন্ট ফীল এপ্লাই করে ঠিক করে নিবো ।
ইলিপস টুল সিলেক্ট করে ডকুমেন্টে এই রকম একটা ওভাল শেপের বৃত্ত আকুন ।
ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করে নিন । ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা বৃত্তের মাঝের বাম এবং ডান দিকের এন্খর পয়েন্ট এইভাবে সিলেক্ট করুন ।
পয়েন্ট দুইটি সিলেক্ট থাকা অবস্হায় কীবোর্ড থেকে ডাউন এরো কী দুইবার চাপুন ।
বৃত্তটি নিচের দিকে চেপে আসবে তারমানে অনেকটা ডিমের শেপের আকার এর মতো হবে । এখন যদি প্রশস্ত করতে চান । ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ডান দিকের এন্খর পয়েন্ট এইভাবে সিলেক্ট করুন ।
সিলেক্ট করার পর ক্লিক এন্ড ড্রাগ করুন গ্রিডের একঘর পরিমান ।
এইভাবে বৃত্তটির বাম দিকের এন্খর পয়েন্ট সিলেক্ট করুন ।
সিলেক্ট করার পর ক্লিক এন্ড ড্রাগ করুন গ্রিডের একঘর পরিমান ।
তাহলে প্রশস্ত হবে । ডকুমেন্টের খালি জায়গায় ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল ডিএক্টিভেট করুন । সাইজ মতো শেপ তৈরী হয়ে গেলে গ্রাডিয়েন্ট ফীল এপ্লাই করে নিন ।
টুলবার থেকে সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করে নিন ।
ডিমের শেপটি ক্লিক করে সিলেক্ট করুন । ডকুমেন্টে কালার প্যালেট এনে হাজির করুন । মেনুবারে গিয়ে Window > Color । আর যদি ইলাষ্ট্রেটরের ডানে প্যানেলে থাকে কর্ণার পয়েন্ট ধরে ক্লিক এন্ড ড্রাগ করে ডকুমেন্টে এনে হাজির করুন ।
ইলাষ্ট্রেটর এর ডান দিকের প্যানেল থেকে গ্রাডিয়েন্ট প্যানেল অপেন করুন
। গ্রাডিয়েন্ট প্যানেল এর ফীল বক্সে ক্লিক করুন । ডিমের শেপটিতে সাদা-কালো গ্রাডিয়েন্ট ফীল এপ্লাই হবে ।
গ্রাডিয়েন্ট প্যানেলের প্রথম স্লাইডার এ ক্লিক করুন কালার পরিবর্তন করার জন্য ।
কালার প্যালেটে লক্ষ্য করুন কালার ।
ডানে যে ছোট্ট তীর চিন্হ আছে ক্লীক করে প্রসারিত করুন দেখবেন
Grayscale এ টিকমার্ক দেওয়া আছে সেটা পরিবর্তন করে RGB তে আনবো । RGB তে ক্লিক করুন
কালার প্যানেল RGB তে পরিবর্তন হবে
এখানে কোড লিখে শেইপে ডিমের কালার এর মতো নিয়ে আসবো । R এর পাশের সাদা বক্সে লিখুন ২৫১ , G এর পাশের সাদা বক্সে লিখুন ২৪২ , B এর পাশের সাদা বক্সে লিখুন ২৩৫ ।
এবার গ্রাডিয়েন্ট প্যানেলের দ্বিতীয় স্লাইডার এ ক্লিক করুন কালার পরিবর্তন করার জন্য
কালার প্যালেটে লক্ষ্য করুন কালার ।
ডানে যে ছোট্ট তীর চিন্হ আছে ক্লীক করে প্রসারিত করুন দেখবেন Grayscale এ টিকমার্ক দেওয়া আছে সেটা পরিবর্তন করে RGB তে আনবো । RGB তে ক্লিক করুন
কালার প্যানেল RGB তে পরিবর্তন হবে
এবার কালার কোড লিখুন R এর পাশের সাদা বক্সে লিখুন ২১২ , G এর পাশের সাদা বক্সে লিখুন ১৫৭ , B এর পাশের সাদা বক্সে লিখুন ১২৬ । মোটামোটি ডিমের কালার এসেছে ।
যেহেতু গ্রাডিয়েন্ট ফীল কালার টাইপ আছে Linear ।
সেটা পরিবর্তন করে Radial করে নিবো । গ্রাডিয়েন্ট প্যানেলের টাইপের পাশে যে ছোট্ট ডাউন এরো চিন্হ আছে ক্লিক করে প্রসারিত করুন । দুইটা অপশন আছে Radial সিলেক্ট করুন ।
এবার শেপে লক্ষ্য করুন ।
রেডিয়েল ফীল অবজেক্টের মাঝখান থেকে আরম্ভ হয়ে বাহিরের দিকে ছড়িয়ে পড়েছে ।
এই রেডিয়েল ফীল এর মাঝখানের পজিসন পরিবর্তন করে শেপের ডানে উপরের দিকের কর্ণারে নিয়ে সেট করবো । টুলবার থেকে গ্রাডিয়েন্ট টুল ক্লিক করে সিলেক্ট করুন । মাউস পয়েন্টার চিত্রের মতো জায়গায় ক্লিক করে না ছেড়ে ড়্রাগ করে শেপের বামে নিচের দিকে এনে ছেড়ে দিন ।
এই রকম একটা ইমেজ পাবেন ।
তা হলে পেরেছেন ইলাষ্ট্রেটরে বৃত্তকার শেপ দিয়ে সহজে ডিম আকা ।
আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জটিল হয়েছে বস । আরও চাই আর আমার ছিডি কি পাব ।