ফটোশপ : Beginners to Advanced- পর্ব :০১

ফটোশপ : Beginners to Advanced- পর্ব :০১

ভাইরে অলস মস্তিস্ক যে শয়তানের কারখানা, এই কথাটি নিয়ে আমার কিঞ্চিৎ আপত্তি আছে। কথাটি আসলে হওয়া উচিৎ ছিল, "অলস মস্তিস্ক শয়তানের কারখানার থেকেও বড় কিছু।"
যাই হোক এর একটি ছোট উদাহরণ দিলে ব্যাপারটা আরও খোলাসা হয়ে যাবে।
হাজারো সফটওয়্যার এর এই টেকি জগতে আজ আমাদের দশাও তথৈবচ। লাখ-লাখ সফটওয়্যার আর তাদের লাখ-লাখ ভার্সন আমাদের করছে সর্বদাই ব্যতিব্যস্ত। তাই আজ কম্পিউইটার ক্লাসের ছাত্রদের আজ এই অবস্থা।
কম্পিউটার ক্লাশ চলছে। স্যার সবাইকে একটা একটা করে সফটওয়্যারের নাম বলতে বলল। সাজ্জাদ প্রথমে দাঁড়িয়ে বলল, ‘এমএস ওয়ার্ড’। তাই দেখে শোয়েব বলল, ‘এমএস এক্সেল’। ফারহান আবার এতো কিছু বুঝে না। সবাইকে এমএস দিয়ে নাম বলতে দেখে ও দাঁড়িয়ে বলল, ‘স্যার, এমএস ধোনি।’

হাসাতে পারলাম না বলে আন্তরিকভাবে দঃখিত।

যাই হোক এতো ত্যানা পেচিঁয়ে লাভ নেই। এবার আসি মূল প্যাঁচালিতে। দেখি ফটোশপে কিভাবে খুব সহজেই একটি GLOWING EFFECT তৈরি করা যায়।

১ম ধাপ: খুব সাবধানে ফটোশপ চালু করুন।

২য় ধাপ: keyboard থেকে Ctrl+N চেপে তারপর ok বাটন চাপুন।
৩য় ধাপ: এবার Filter Menu থেকে Render এ গিয়ে Lighting Effects select করি। তারপর Light Type option এ গিয়ে নিচের দেখানো সেটিংস অনুযায়ী কালার সেট করে ok করি।

৪র্থ ধাপ: এবার Ctrl+Shift+N চেপে New Layer তৈরি করে keyboard থেকে G চেপে নিচের ছবিতে দেখানো Gradient তৈরি করি।

৫ম ধাপ: এরপর keyboard M চেপে Elliptical Marquee tool select থেকে  একটি বৃত্তাকার selection তৈরি করি।এরপর Alt+Ctrl+D চেপে Feather Radius এ ৩০ দিয়ে ok করি। এরপর G চেপে Radial Gradient select করে নিচের ছবিতে দেখানো Gradient তৈরি করি। তারপর Ctrl+J চেপে করে একটি Duplicate Layer তৈরি করি।


৬ষ্ঠ ধাপ: Layer Menu থেকে পূর্বের Layer Off করে চেপে নিচের ছবির মত করে একটি Object তৈরি করি।


৭ম ধাপ: এবার Filter Menu এর   Distort থেকে Wave select করে, Sine button টিতে  click করে  নিচের দেখানো সেটিংস অনুযায়ী সেট করে ok করি।

৮ম ধাপ: এখন Filter Menu এর   Distort থেকে   Twirl select করে নিচের দেখানো সেটিংস অনুযায়ী সেট করে ok করি। প্রয়োজনবোধে
Ctrl+F চেপে এটি দুই-তিন  বার repeat করি।


৯ম ধাপ: এবার Off করা Layer টি  On করি।

ব্যস! পেয়ে গেলাম আমাদের কাঙ্খিত ইফেক্ট।বিভিন্ন সেটিংসগুলো নিজেদের ইচ্ছেমত পরিবর্তন করে আরও সুন্দর-সুন্দর ইফেক্ট তৈরি করা যেতে পারে।

আজকের মত টাটা।

ইতি
ফটোশপার ভাই

Level 0

আমি Aritro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Amar moto begginer ra ata bujte parbe bole amar mone hoyna.kisu mone korben na mithu vai er tune gulo amar khub valo legese.ek kothay oshadharon. Oita follow korle amar mone hoy jara notun. Tara khub sahoje shikhte parbe photoshop.apni aro details korle valo hoto amader jonno.amar comment kharap lagle sorry.

Level 0

hallow Mr. Motaleb thanks for your comment
ai tutorial ti mid level userder jonne jara photoshoper sob options somporke dharona royeche tarai ati khub sohojei korte parbe…………….ok ami aro sohoj vabe uposthan korar chesta korbo

    @Aritro: ভাই ! অতি সহজে সব কিছু করা যায় না – আর তাই আপনি যেভাবে উপস্থাপন করছেন – তাতে আমার মনে হয় উপরের মন্তব্যকারী বড় ভাই ঠিক ঐ ভাবেও উপস্থাপন করতে সক্ষম নাও হতে পারেন। আর তাই যেহেতু ভালই লিখছেন (আমার মতে) সেহেতু এভাবেই চালিয়ে যান। কারণ – আমি খুব ভাল করেই জানি যে, ১টি পরিপূর্ণ স্ক্রিণশট সহ টিউন/টিউটোরিয়াল ব্লগ লিখতে গেলে কত সময়/কষ্ট সহ্য করতে হয়। – ধন্যবাদ।

      Level 0

      @bachelorzone:
      Thanks to you brother. This tutorial is about of mid level and advanced users if anyone fails to do this then i am sorry :(. I am agreed with you it requires a very hard labor to write a tutorial blog including screen-shots.

    @Aritro: vai pari nai amr ta photoshop cs5.1…ata te hbe nah may b!!!!!

      Level 0

      @romio_khan124:
      vai ata cs series ar sobgulitei hobe………apni abar chesta korun……..you will get success very soon.

vaia ami Gradien korte parchi na ‘G’ click korle kono box ashe na help koren plz

    Level 0

    @pocha chele:
    G click korle kono box asbe na vai. apni tool box theke mouse ar maddhome gradient select korun. HELP menu othoba kono referencer sahajjo niye gradient tairi korte paren. 🙂

ভাই !!! অনুপ্রাণিত হলাম। আমি আপনার এই টিউটোরিয়াল পর্বের সাথী (শিক্ষার্থী) হতে চাই।
আমি আশা করি অতি শিঘ্রই পরবর্তী টিউটোরিয়াল টি পাবো। – অনেক ধন্যবাদ।

    Level 0

    @bachelorzone:
    i am very happy to have a such a comment from you. Okey i will write very soon the the next one.

আমি এইভাবে ১টি সুন্দর (আপনার থেকেও) ওয়ালপেপার বানিয়ে ফেলেছি। খুব মজা লাগছে !!!!!!!!
আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। – শিখানোর জন্য। সরাসরি প্রিয়তে + মনোনিত।

টেকটিউনসের টিউনরা প্যানেলে আপনাকে স্বাগতম। বেশ কাজের টিউন নতুনদের কাজে লাগবে। চালিয়ে যান। সাথে পাবেন।

টিউন অনেক ভাল হইছে,আশা করছি আগামী পর্ব আরো ভাল হবে,ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

Excellent I wish to learn photoshop can u make me your student mail me at [email protected] or call 01922310357

    Level 0

    @wmoni:
    Thanks brother for your valuable comment. You can get help from me if you wish to get………another thing is that this tutorial is for mid level and advanced level users. Ok i will write more easier tutorial for all of you. 🙂

ভাই আপনাকে সুন্দর টিউটোরিয়াল এর জন্য ধন্যবাদ। আমিও ছেস্টা করছি ফটোশপ এর একটা ব্লগ বানাতে।যেখানে আমরা বাংলাদেশিরা বিনামুল্যে শিখতে পারব।

কারো আগ্রহ থাকলে প্লিজ ভিসিট দিয়ে আমাকে উৎসাহ দেন…।

http://chobirdokan.co.cc

আর পারলে ফেইসবুকে একটা লাইক মারেন 😀

http://www.facebook.com/pages/%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8-chobir-dokan/177992832292082

Level 0

জটিল। তবে beginner দের জন্য প্রবলেমও হতে পারে। beginner ভাইদের উদ্দেশ্য করে বলছি http://www.technobdtraining.com এখান থেকে আপনার প্রয়েআজনীয় একটি কোর্স করলেও করতে পারেন যা কিনা beginners থেকে advance level পর্যন্ত।

    Level 0

    @mhcom:
    it may harder to the beginner but it should be done by the advanced level user of PHOTOSHOP otherwise my approach will be nipped in the bud.

Level 0

আমিও ভাই নতুন ,, বুঝতে আমার তেমন কোন সমস্যা হয় নি, আর টিউন টা খুব সুন্দর হয়েছে যদিও টিউনের অনেক দিন পর কমেন্ট করছি।