ফটোশপ ব্যবহার কারীর ১১ টি সাধারন ভুল

ফটোশপ ব্যবহার কারীর ১১ টি সাধারন ভুল

১। Magic Wand-এব্যবহার :

অনেক নতুন ব্যবহার কারীরা (সিলেক্ট করতে) ম্যাজিক ওয়ান্ড ওম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করে । অথচ পেন টুল ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই এর চেয়ে
বেশি সুবিধা পাওয়া সম্ভব ।

extraction1
২। টেক্সট কপি:

অনেকেই Image হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ ব্যবহার করে যা জুম করলে ফেটে যায় ।

bodycopy2
৩। গ্রাডিয়েন্টের ব্যবহার:

আমি নিজে অনেককেই দেখেছি যারা হরেক রকমের রং নিয়ে গ্রাডিয়েন্ট বানিয়ে ডিজাইনে ব্যবহার করে যা মোটেও দৃস্টি-নন্দন নয় । প্রায় কাছা কছি রং এবং হালকা থেকে গাঢ় করে ২-৩ টি রংঙের গ্রাডিয়েন্ট নিয়ে কাজ করলেই সুন্দর হয়।

rainbow3
৪। কালো রং এর ব্যবহার :

আমিও এরকম ভুল করতাম সুন্দর ব্যবহারের জন্য C=90, M=60, Y=30, K=100, রাখুন । দেখুন কেমন হয়।

black_white10
৫। ফিল্টারের মাত্রা তিরিত্তব্যবহার:

অনেক মাত্রাতিরিত্ত ফিল্টার ব্যবহার করে ছবির মৌলিকত্ব হারায়।

filters5
৬। ফটোশপে লগো বানানো:

ফটোশপে লগো বানানোর চেস্টা বাদ দেয়া ঊচিত । ইলাস্টেটর ব্যবহার করুন ।

logos6
৭। ৩০০পিক্সেলের কম রেজুলেশন প্রিন্টের কাজ করা:

অনেকেই 72 পিক্ললের ছবি নিয়ে পিন্ট করার কাজকরে দেখেছি । যেটা আপনাকে ভাল মানের ছবি দিবে না।

300dpi5
৮। Slortcut না জানা:

আপনি যে প্রগ্রামেই কাজ করুন না কেন আপনাকে Shortcut গুলো জানতে হবে তা না হলে অনেক সময় অপচয় হবে। ফটোশপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হতে পারে । সময় অপচয় হয় আরও বেশি।

৯। Layer ও Folder ব্যবহার না করো :

নতুন ব্যবহার কারিরা Layer ও Folder ব্যবহার না করায় অনেক সমস্যায় পড়ে।

name_layers6
১০। ছবি সাদা কালো করা:

ছবি সাদা কালো করতে অনেক অভিজ্ঞ ডিজাইনারকে ওদেখি Image-Adjustment-Desaturate.ব্যবহার হবে।
তা না করে Image-Adjust>Channel Mixer ব্যবহারকরে Monochromeচেক করে ভাল মানের ছবি পাওয়াযায়্।
Pmbossed.ও dropshadow এরদুটি ব্যবহারের স্মেত্রে সর্তকতার সাথে ও হালকা ভাবে ব্যবহার করা উচিত ।

১১। Guide gridএর সুবিধা না নেয়া:

 Guide ও Gridএর মাধ্যমে লেয়ারকে সহজেই সুবিধাজনক যায়গায় বাসানো যায় অথচ অনেকেই এ
কাজটি করতে আলসতা করে।

চিঠি দিব?

আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।

পরবর্তিতে প্রকাশিত হবে:

ইলাস্ট্রেটর ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।

তথ্য সূত্র: লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

টিউটো ভাই ভালো টিউন। আমিও আপনার সাথে একমত এই ব্যপার গুলোতে।
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনার এই টিউনটি আমার কাজে লাগবে।

রলিন, আপনার সাইটের অবস্থা কেমন? আমার লেখার কথা ছিল। সময়ের অভাবে রেজি: করতে পারি নাই, কিছু মনে করেন না। লিখবো। নতুন একটি বাংলা সাইটের কাজে হাত দিয়েছি,একটু ব্যতিক্রম ধর্মী। সময় হলে জানবেন।

ধন্যবাদ টিউটো ভাই । অনেক কিছু জানতে পারলাম।

আপনাকেও ধন্যবাদ আরমান ভাই।

Level New

টিউটো ভাই আমার সাইটে একটা সমস্যা ছিলো। মানে লগইন পেইজ টা তে সমস্যা।
এত দিন আমার নেট ছিলোনা। তাই ঠিক করতে পারি নাই। আজকের মধ্যে ঠিক হয়ে যাবে।
আমি কাজ করছি।

Level New

টিউটো ভাই আপনি একটু http://www.livecafe.co.cc/2009/07/blog-post_6484.html এখানে আসেন।
আমি আছি

এসেছি তো।

দারুন টিউন টিউটো ভাই। আমার খুব উপকারে আসবে। দয়া করে continue করবেন। আপনাকে ধন্যবাদ।

Level 2

জটিল পোস্ট । আমারতো ভীষন কাজে দিবে। ধন্যবাদ ভাইয়া ।

Level 0

ফটোশপের সাধারন ভুল গুলো তো বললেন, আশা করি সমাধান নিয়ে আগামিতে টিউন পাব।
ফটোশপ নিয়ে কেউ ধারাবাহিক টিউন করছেনা কেন???

Level 2

একই টিউন…………………

http://tutorialbd.com/bn/?p=1676

Level 2

টিউটো ভাই বোধহয় টিউটোরিয়াল বিডি এর এডমিন বিভাগের সদস্য।

আমি টিউটরিয়ালবিডির এডমিন বিভাগের লোক। আমার অনেকগুলো টিউনই (মূলত: টেকি লেখাগুলো) একই সাথে টিউটরিয়ালবিডি ও টেকটিউনসে প্রকাশিত হয়।

একই টিউন………. http://tutorials-bd.blogspot.com

বুঝলাম না-কিভাবে একই টিউন হলো।