ফটোশপ ব্যবহার কারীর ১১ টি সাধারন ভুল
অনেক নতুন ব্যবহার কারীরা (সিলেক্ট করতে) ম্যাজিক ওয়ান্ড ওম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করে । অথচ পেন টুল ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই এর চেয়ে
বেশি সুবিধা পাওয়া সম্ভব ।
অনেকেই Image হিসেবে কপি করে বা রাস্টার ইমেজ ব্যবহার করে যা জুম করলে ফেটে যায় ।
আমি নিজে অনেককেই দেখেছি যারা হরেক রকমের রং নিয়ে গ্রাডিয়েন্ট বানিয়ে ডিজাইনে ব্যবহার করে যা মোটেও দৃস্টি-নন্দন নয় । প্রায় কাছা কছি রং এবং হালকা থেকে গাঢ় করে ২-৩ টি রংঙের গ্রাডিয়েন্ট নিয়ে কাজ করলেই সুন্দর হয়।
আমিও এরকম ভুল করতাম সুন্দর ব্যবহারের জন্য C=90, M=60, Y=30, K=100, রাখুন । দেখুন কেমন হয়।
অনেক মাত্রাতিরিত্ত ফিল্টার ব্যবহার করে ছবির মৌলিকত্ব হারায়।
ফটোশপে লগো বানানোর চেস্টা বাদ দেয়া ঊচিত । ইলাস্টেটর ব্যবহার করুন ।
অনেকেই 72 পিক্ললের ছবি নিয়ে পিন্ট করার কাজকরে দেখেছি । যেটা আপনাকে ভাল মানের ছবি দিবে না।
আপনি যে প্রগ্রামেই কাজ করুন না কেন আপনাকে Shortcut গুলো জানতে হবে তা না হলে অনেক সময় অপচয় হবে। ফটোশপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হতে পারে । সময় অপচয় হয় আরও বেশি।
নতুন ব্যবহার কারিরা Layer ও Folder ব্যবহার না করায় অনেক সমস্যায় পড়ে।
ছবি সাদা কালো করতে অনেক অভিজ্ঞ ডিজাইনারকে ওদেখি Image-Adjustment-Desaturate.ব্যবহার হবে।
তা না করে Image-Adjust>Channel Mixer ব্যবহারকরে Monochromeচেক করে ভাল মানের ছবি পাওয়াযায়্।
Pmbossed.ও dropshadow এরদুটি ব্যবহারের স্মেত্রে সর্তকতার সাথে ও হালকা ভাবে ব্যবহার করা উচিত ।
Guide ও Gridএর মাধ্যমে লেয়ারকে সহজেই সুবিধাজনক যায়গায় বাসানো যায় অথচ অনেকেই এ
কাজটি করতে আলসতা করে।
আমার লেখাগুলো ই-মেইলেই মাধ্যমে পেতে সাবক্রাইব করতে পারবেন। নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনার কাছে তার একটি কপি যাবে। আপনি চাইলে সহজেই ই-মেইলের মাধ্যমে নিউজলেটার পাওয়া বন্ধ করতে পারবেন।
ইলাস্ট্রেটর ব্যবহারকারীদের সাধারন ভুলগুলো নিয়ে আলোচনা।
তথ্য সূত্র: লেখাটি অনুমোতি সাপেক্ষে এখান থেকে নেয়া।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
টিউটো ভাই ভালো টিউন। আমিও আপনার সাথে একমত এই ব্যপার গুলোতে।
আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনার এই টিউনটি আমার কাজে লাগবে।