সবাইকে অনেক অনেক সুবেচ্ছা ও অভিনন্দন । কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর অশেষ রহমতে এই রমজানের দিনে ভালই আছেন । আজ মনটা অনেক ভাল ।তাই আমার টেকটিউনের ভাইদের জন্য একটা টিউন করছি । আসলে আজকের টিউন উৎসর্গ করছি আমার খুবই প্রিয় দুই জন মানুষের নামে মেহেদি ভাই এবং পান্থ ভাই । অনেক কিছু শিখেছি তাদের কাছে এখন ও শিখছি ... অনেক ভাল জানেন তারা। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা। একজন ফ্রিল্যান্সার,ব্লগার , একজন ব্লগার । সফল উভয়েই । আর আজকে ফটোশপ পাগলদের জন্য পোস্ট করছি । আপনাদের আজ দিব ১ মিলিয়ন ফটোশপ ব্যাকগ্রাউন্ড ......হাসেন তবে দাঁত যেন খুলে না পরে 😀
সকল গ্রাফিক্স ডিসাইনার যারা গ্রাফিক্স এর কাজ করেন তাদের নিকট ফটোশপ ব্যাকগ্রাউন্ড অনেক বেশি প্রয়োজনীয় । এগুলো এড , ব্যানার , গ্রাফিক্স অথবা আর্ট ওয়ার্ক হিসেবে ব্যাবহার করা যায় । আপনার কাজে এই ব্যাকগ্রাউন্ড নতুন আকর্ষণ সৃষ্টি করবে । ফটোসপ ব্যাকগ্রাউন্ড একটি অন্যতম রোল প্লে করে আপনার কাজকে হাইলাইট করার জন্য ।আজকে আপানাদের জন্য বেশ কিছু ব্যাকগ্রাউন্ড এর কালেকশন শেয়ার করব যা দিয়ে আপানারা আপানাদের কাজে আর ও একটু বেশি টাচ দিতে পারবেন এবং আপ্ননাদের ডেস্কটপ কে আর ও গ্লেমার দিতে পারবেন ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ । কস্ট করে দেখার জন্য । আশা করি অনেকের উপকার আসবে আর আপনাদের উপকার আসলে আমার পোস্ট সার্থক হবে । তাই আপানাদের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আর কিছু দিন আমার ফটোশপ পাগল ভাইদের জন্য কিছু পোস্ট করব তাই হয়ত পরের পোস্ট এ ফটোশপ ভাইদের জন্য হবে । সবাই ভাল থাকবেন ।
"An Idea can change your life if you can do the way it should be done "
"NO PAIN NO GAIN THAT'S THE MEANING OF LIFE"
আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।
দারন