আপনি কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন?

প্রকাশিত
জোসস করেছেন

▓▓▒▒▒░░| আসসালামু আলাইকুম |░░░▒▒▓

সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে
আপনি কেন  গ্রাফিক্স ডিজাইন শিখবেন❓
এখানে আপনারা যারা টিউন দেন টিউন করেন অবশ্যই আপনাদের একটি ইচ্ছে রয়েছে।
ব্যবসা করব এখনকার এই সময়ে বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে একটি অনলাইন ওয়েবসাইট বা ফেসবুক পেইজ থাকতে হবে বাধ্যতামূলক।
ফেসবুক প্রোফাইলের জন্য অবশ্যই ডিজাইন এর প্রয়োজন যদি আপনি পারেন তাহলে তো আরো অনেক ভাল হল। কেননা আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেন সেটার সম্পর্কে প্রতিনিয়ত আপনাকে ফেসবুক পেজে আপডেট দিতে হবে অবশ্যই সে ক্ষেত্রে আপনি যদি ডিজাইন পারেন সে ক্ষেত্রে কাউকে টাকা দিতে হবে না 10 থেকে 15 মিনিট এর মধ্যেই আপনি ডিজাইন করে আপলোড দিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন শিখে আর কি কি কাজ করতে পারবেন
☑️বিস্তারিত
✅বিজ্ঞাপণ তৈরিঃ
পন্যের প্রচারণার জন্য বিজ্ঞাপণ সবচেয়ে বড় মাধ্যম। সংক্ষিপ্ত অথচ তথ্যপূর্ণ, নান্দনিক এবং বিনোদনমূলক বিজ্ঞাপণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে সহজেই। একজন গ্রাফিক ডিজাইনারের সৃজনশীলতা ও দক্ষতার উপর নির্ভর করে একটি বিজ্ঞাপণ। আবেদন তৈরি করতে পারবে কিনা। বিজ্ঞাপণ প্রচারের জন্যও রয়েছে নানা মাধ্যম। অনলাইন, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়া যেখানে প্রচারের জন্যই হোক সবরকমের দক্ষতা একজন গ্রাফিক ডিজাইনারের থাকতে হবে।
এর বাইরেও ব্রশিয়ার ডিজাইন, টিউনার ডিজাইন, টি-শার্ট ডিজাইন সহ রয়েছে আরও অনেক ক্ষেত্র। শুধুমাত্র একটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করে শুরু করতে পারেন ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার।
✅ভিজিটিং কার্ড তৈরিঃ
ডিরেক্ট মার্কেটিং বা ব্র্যান্ডিং এর জন্য ভিজিটিং কার্ডের গুরুত্ব অপরিসীম। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়েরই পরিচিতি বৃদ্ধির জন্য ভিজিটিং কার্ড জনপ্রিয় একটি মাধ্যম। ভিজিটিং কার্ডের পরিসর ছোট হওয়ার কারণে এখানে ডিজাইন করতে হয় সুন্দরভাবে যাতে সংক্ষেপে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফুটিয়ে তোলা যায়। ভিজিটিং কার্ড গ্রাফিক ডিজাইনের একটি অন্যতম ক্ষেত্র। লোকাল মার্কেটেই শুধু নয়, অনলাইনেও আপনার ডিজাইনকৃত ভিজিটিং কার্ড সেইল করে আয় করতে পারবেন।
✅ওয়েব ডিজাইনঃ
এটা বলার অপেক্ষা রাখে না যে অনলাইন উৎকর্ষের এই যুগে ওয়েবসাইটের চাহিদা ও প্রয়োজনীয়তা কতটুকু। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সংগঠন এমনকি ব্যক্তিগত ওয়েবসাইটও অনেকে তৈরি করতে চান। আর ব্যবসার প্রসারে ওয়েবসাইট অতি প্রয়োজনীয় একটি হাতিয়ার। ওয়েবসাইট ডিজাইনের জন্য একজন গ্রাফিক ডিজাইনারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সুদৃশ্য বাটন তৈরি, ব্যানার তৈরি, ইমেজ এডিটিং, আইকন তৈরি প্রভৃতি কাজ করা ছাড়াও একজন গ্রাফিক ডিজাইনার পিএসডি টেম্পলেটের মাধ্যমে একটি সম্পূর্ণ ওয়েব সাইটের আর্কিটেকচার তৈরি করতে পারেন।
✅লোগো তৈরিঃ
লোগো হচ্ছে একটি কোম্পানির পরিচয় বা ব্র্যান্ড। লোগোর মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে চেনা যায় খুব সহজেই। বিশ্বের নামকরা ব্র্যান্ড অ্যাপল, স্যামসাং, গুগল কিংবা ফেইসবুক এবং বাংলাদেশের ব্র্যান্ড আড়ং, গ্রামীণফোন, প্রাণ কিংবা প্রথম আলো শুধুমাত্র তাদের লোগো দেখেই চিনতে পারা যায়। মানসম্মত দৃষ্টিনন্দন লোগো কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারকেই তৈরি করতে হয়। শুধু প্রতীক নয় লোগোর সাথে কালারিংও ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ভূমিকা রাখে। লোগো যেমন লোকাল বিজনেসে প্রয়োজন হয় তেমনি তা অনলাইনেও বহুল চাহিদা সম্পন্ন একটি বিষয়।

✔️প্রতিদিন গ্রাফিক্স ডিজাইন এর সম্পর্কে টিউন দেওয়া হবে। একদম ক্লাস সহ কিভাবে ডিজাইন করতে হয় আশা করি সকলেই পোস্টগুলো ফলো করবেন আজ এ পর্যন্তই সকলে ভাল থাকবেন।

Level 1

আমি ইয়াসিন আল মামুন। , Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস