ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

শুরুতে  কিছু  কথা  না  বললেই  নয়  ।  আমি পড়াশোনা করি মেডিকেলে । তাই প্রযুক্তি থেকে একটু দূরেই থাকতে হয় বলা যায় একরকম । তারপরও creative কিছু করার ইচ্ছা ছোটো বেলা থেকেই । আমি যেখানে পড়াশোনা করি সেখানে কেউই  TechTunes এর কথা জানতো না । তাই আমার জানার কোন পথ ছিল না । একদিন ইন্টারনেটে ঘুরতে ঘুরতেই সাইট টা পেয়ে যাই  । প্রথম দেখাতেই ভাল লেগে গেল,কি করবো বলুন ? সেই থেকেই শুরু , যদিও খুব বেশি দিন হয়নি । এখন ক্লাস এর সবাইকে  সাইট টার কথা জানানোটা মোটামুটি আমার দায়িত্ব হয়ে গেছে । ফেসবুক এ না ঢুকলে  যেমন দিন চলে না , এখন তেমন  TechTunes  এ  না ঢুকলেও দিন চলে না  ।  অনেক কথা বলে ফেললাম  । দুঃখিত ।

আমার প্রিয় কাজ হল গ্রাফিকস্ ডিজাইন , যদিও কিছুই পারি না । তারপরও  সারাদিন  চেষ্টা করি,কিছু  করার  ।  ফটোশপ এর কাজ আমার প্রিয় একটা কাজ । এটার  হাতেখড়ি হয়েছে  এই  TechTunes  থেকেই  ।  JHANTU, MITHU ভাই  এদের  টিউনস্  গুলো  দিয়েই  আমার  শুরু  ।  তাদের  থেকে  অনুপ্রেরণা  নিয়েই  আমার  আজকের   প্রথম টিউনস্  ।  আশা  করি  কিছু  ভুল হলে  সবাই  ক্ষমাসুন্দর দৃষ্টিতে  দেখবেন ।

এবার আসল কাজে আসি

শিরোনাম  দেখেই  বুঝতে পেরেছেন  কি নিয়ে  লিখব । তাই আর  দেরি না করে  পর্যায়ক্রমে  পদ্ধতিটা  বলে দেই ।

১. প্রথমে  ফটোশপ  ওপেন করে যেকোনো  রেজুলেশ্যান  এর  একটা  ছবি ওপেন করুন  ।

২. "Text" টুলস  দিয়ে  ছবির  উপরে  যেকোনো  কিছু লিখুন  । আমি  যেমন  এখানে  TechTunes  লিখেছি  । "Move"  টুলস  দিয়ে  লেখাটি  সুবিধামত  জায়গায়  বসিয়ে  দিন  ।

ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

৩. এবার  লেয়ার  উইন্ডোর/প্যালেটের  নিচে  "f" চিহ্নিত  বাটনে  ক্লিক করে  "Drop Shadow"  সিলেক্ট  করুন ।  আপনি ইচ্ছা  করলে এই  কাজটি  Layer >  Layer  Style  >  Drop Shadow  এভাবেও   করতে  পারেন  ।

৪. "Drop Shadow"  তে  ক্লিক করার  পর  যে  উইন্ডো  আসবে , তাতে শুধুমাত্র  "Angle"  টা  পরিবর্তন  করে  ১২০ করে  দিন   । বাকি  সব কিছু  ঠিক থাকবে  ।  "Use Global Light"  টি  মার্ক  করুন  , যদি  মার্ক  করা  না থাকে  ।  এটি  অবশই  মার্ক  করা  থাকতে  হবে  ।

৫. এবার  ছবির  লেয়ারটির  অথবা  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  টির  একটি  ডুপ্লিকেট  লেয়ার  তৈরি  করুন  । এজন্য  ব্যাকগ্রাউন্ড  লেয়ারটির  উপর  মাউসের  Right  বাটন  ক্লিক করে  "Duplicate Layer"  সিলেক্ট  করে  ok  করুন  ।

৬. এবার  টেক্সট  লেয়ারটি  Grab করে  দুই  ব্যাকগ্রাউন্ড লেয়ারের  মাঝে  বসিয়ে  দিন  । এতে  ছবির  উপরের  লেখাটি  চলে  যাবে  ।

৭.  কীবোর্ড  এর  "Alt"  বাটন  চেপে  ধরে , টেক্সট  লেয়ারটি  মাউসের  রাইট  বাটন  ক্লিক করে ধরে  টেক্সট লেয়ার এবং  উপরের  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  বা  ব্যাকগ্রাউন্ড  কপি  লেয়ারটির  মাঝে  নিয়ে  রাইট  বাটন  ছেড়ে দিন । এতে  নিচের  ছবির  মত  একটা চিহ্ন  আসবে  ।  তখন  মাউসের  লেফট  বাটন  চাপুন  ।  দেখেন আপনার  জলছাপ্  টি  তৈরি  হয়ে  গেছে  ।

ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

৮. আপনি যদি  এখন  টেক্সটটি  ছবির  অন্য  কোন  জায়গায়  সরাতে  চান , তাহলে  লেয়ার  প্যালেট  থেকে  ব্যাকগ্রাউন্ড  লেয়ার  দুটির  পাশে  যে  চোখের  মত  চিহ্ন  আছে  , তা  উঠিয়ে  দিন  ।  এখন  টেক্সটটি সুবিধামত  জায়গায়  সরিয়ে  আবার  চোখের  মত  চিহ্ন  দুটি  বসিয়ে  দিন  ।
৯. ব্যাস  তৈরি  হয়ে  গেল আপনার  জলছা্প্ টি  ।

ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্ ফটোশপ দিয়ে ছবিতে যুক্ত করুন জলছাপ্

এই  বিষয়  নিয়ে  টিউন  হয়েছিল  কিনা  আমি জানি না  ।  আমি  খুজে পাইনি  ।  যদি  হয়ে থাকে  তাহলে  আমি না জেনে করার  জন্য  দুঃখিত  । আর  বাংলা   ইংরেজি   মিলিয়ে  লেখার  জন্য  ক্ষমা  চাচ্ছি  ।  আমি  যতটুক  পেরেছি  বাংলা  ব্যবহার  করেছি  ।  চেষ্টা করেছি  সহজভাবে  উপস্থাপন  করার  ,  কতটুক  পেরেছি  জানি না  ।  কিছু  ভুল  হলে ক্ষমা করবেন  , যেহেতু  আমি  এই কাজে  একেবারেই  নতুন  ।

বিঃ দ্রঃ মাঝের ৩ তা ছবির  লিঙ্ক  দেওয়ার জন্য দুঃখিত  ।  আমি  কমপক্ষে  ১০ বার  চেষ্টা  করেসি  আপলোড  দেওয়ার , কিন্তু  বার বারই  ছবি  কয়েকটা  কোন  অজানা  কারনে  Broken আসছে  । তাই  বাধ্য  হয়েই  লিঙ্ক  দিতে  হয়েছে  ,  একটু  কষ্ট  করে  দেখে  নেবেন ।

Level 0

আমি Repon13। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল হয়েছে।আসলে মেডিকেলের পড়াশুনাই এমন যে অন্যদিকে খুব একটা সময় দেয়া যায় না।তারপরও আপনার প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে।ভাল থাকবেন,ভাল ,ভাল ভাল টিউন প্রকাশ করবেন।
ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ । চেষ্টা করবো যতটুক পারি ।

অনেক ভালো হয়েছে ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য ।

থ্যাঙ্কু ভাইয়া।এরকম আরো টিউন চাই।

    Level 0

    সাবিহা আপু আপনি আমাকে হাসালেন । আমি আপনার microsoft powerpoint & word নিয়ে লেখা গুলো পড়েছি , আপনি যে টিউন করেছেন , আমি তার ধারে কাছে ও নাই । যদিও আপনার টিউন গুলো আমার তেমন একটা কাজে লাগে নাই , কারন আমি Office 2010 ব্যবহার করি । তবুও সবগুলো টিউন পড়েছি এবং PDF ফাইল গুলো সংগ্রহে রেখেছি । আর আমি যে টিউন করেছি ,আপনি চাইলে আর থেকে অনেক ভাল টিউন করতে পারবেন । তারপরও চেষ্টা করব ভাল কিছু করার ।

Level 0

স্বাগতম টিটি ওয়ার্ল্ডে। টিউন ভালো হয়েছে।

    Level 0

    বস্ আপনাকে কি বলব । আমি তো ধন্য হয়ে গেলাম আপনি কমেন্ট করেছেন দেখে । আমি বস্ আপনারই শীষ্য । দোয়া করবেন ।

প্রিয় করা ছাড়া উপায় নেই…

১ম Tune হিসেবে অসাধারণ ভালো লিখেছেন…

    Level 0

    কষ্ট করে টিউন করা তাহলে সার্থক হয়েছে । চেষ্টা করেছি খুবই সহজ ভাবে লেখার জন্য ,যাতে যে কেও একবার দেখেই করতে পারে ।

আমার অবস্থাও আপনার মতই। চরম টিউনটার জন্য ধন্যবাদ

১ম টিউন হিসেবে দারুন হয়েছে….. 🙂

ভাল হয়েছে নিয়মিত লেখা চাই। ভাল থাকুন।

    Level 0

    ভাই একটা এই টিউনটা করেছিলাম অনেক দিন আগে । এখন পড়াশোনা নিয়া এত ব্যস্ত যে হাজার ইচ্ছা থাকার পর ও লিখতে পারতেছি না । টেকটিউনস এ প্রতিদিন ঢুকতে পারতেছি এটাই বেশি । দেখি পরীক্ষা শেষ করে নিয়মিত লিখব । সাথে থাকবেন আশা করি ।

Level 0

স্বাগতম টিটি ওয়ার্ল্ডে টিউন ভালো হয়েছে