ফটোশপ এর গুরুত্বপূর্ন দুইটি ‌প্লাগইন (যাদের নাই তাদের জন্য) না দেখলে মিস করবেন।

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।

যারা ফটোশপ নিয়ে কাজ করতে পছন্দ করে তাদের প্লগইন দুটি অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ফটোশপ এর দুটি প্লগইন। যে দুটি প্লগইন প্রায় সব ষ্টুডিও তে ব্যবহার হয়।ছবি সুন্দর এবং জীবন্ত ভাবে উপস্থাপন করার জন্য। এই প্লগইন দুটি ব্যবহার করলে খুব অল্প সময় কাজ সম্পন্ন করা যায়। প্লাগইন দুটির নাম হলো:

1. Grain Surgery এবং 2. NoiseNinja

প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে Extract করে নিন।

তার পর ফোল্ডার দুটি কপি করুন। এর পর আপনাকে যা করতে হবে- My Computer> C:>Program Files>Adobe>Photoshop CS আপনি যে ফটোশপ ব্যবহার করেন সেটাতে প্রবেশ করুন তার পর> Plug-Ins\Filters এবার পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ।

এর পর আপনি ফটোশপ ওপেন করুন, এবার Filter Menu তে ক্লিক করুন দেখুন সবশেষে দুটি অপশন যোগ হয়েছে।

1. Grain Surgery

2. Picture Code

এবার দেখুন এর ব্যবহার:

1. Grain Surgery

আমরা এখন একটি ছবি নিয়ে কাজ করবো ছবিটি প্রথম অবস্থায় ছিল এ রুপ।

ছবিটি আমরা এখন ফটোশপে ওপেন করবো। তার পর Filter এ ক্লিক করে Grain Surgery 2>(দ্বীতিয় অপশন) Remove Grain 2…… এ ক্লিক করুন।

তার পর এই চিত্রটি আসবে।

Noise Reduction কমিয়ে বারিয়ে নিতে পারবেন। সব শেষে Ok করুন তার পর দেখুন।

দেখুন তো ছবিটি এত সহজে অল্প সময় কত সুন্দর কাজ করে ফেললাম।

এবার আমরা কাজ করবো 2. Picture Code নিয়ে। এটার কাজ আরো সহজ আপনাকে পূর্বের

মত পদক্ষেপে যেতে হবে। Filter>PictureCode>Noise Ninja তার পর নিম্ন চিত্র আসবে।

এর পর এটাকে OK করুন এবার দেখুন আপনার ছবিটি। কত সুন্দর জীবন্ত ছবি।  ঠিক এরুপ

আশা করি সবাই উপরে বর্ণনা অনুযায়ী কাজ করতে পেরেছেন। আর যদি কারো কোন সমস্য হয় তাহলে মন্তব্য করুন । আমি যথা সম্ভব চেষ্টা করবো উত্তর দেয়ার। কারো যদি এই টউনটি দিয়ে কোন উপকারে আসে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ

Level 0

আমি মেহেদী হাসান নিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে নিয়াজ ভাই । আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ।

Jotil 🙂 Dhonnobad

http://www.trueonlineearn.com

অসংখ্য ধন্যবাদ। খুবই কাজের টিউন 🙂

সুন্দর হয়েছে। নিজেকে দিয়ে প্রমান করেছেন এর যথার্ততা। ধন্যবাদ।

    রবিন খান ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ । আপনাদের যাতে কাজে আসে সেই জন্যই আমি প্লাগইন গুলো শেয়ার করেছে।

ভাল হয়েছে কিন্তু এই টিউসটি আগে করা হয়েছিল।

    মন্তব্য এর জন্য আপনাকে ধন্যবাদ। ভাই যদি কষ্ট করিয়া যে টিউনটি আগে করা হয়েছিল তার লিংকটা দিলে খুশি হতাম।

    ভাই এই আলতু ফালতু প্লাগইন ব্যবহার করি না। যেহেতু এই টিউস টি বহু আগে করা হয়েছে। তাই লিংকটা দিতে পারিলাম না।

ধন্যবাদ ভাই , ভালো টিউন । আরো চাই।…………………….. alla bless u and pray to us.

Level 0

apnak sudu Thanks dawar jonnyi Ame Techtune a Account corse. jodio ame onek din dora techtune a brows cortam. Ahsa corbo Ai Babe Aro balo kisu apnar kas taka Pavo. Balo takben. [email protected]

Thanks for share

খুবই কাজের টিউন……. ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

Niaz vai calie jan………..@Md. Mijannur Rahman er motho baze manusder comment shuner

dorker nai……….Rashtai Jokon Hati hete jai………tokon naki kutta guo guo kore tar poman

@Md. Mijannur Rahman shahev