আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
যারা ফটোশপ নিয়ে কাজ করতে পছন্দ করে তাদের প্লগইন দুটি অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ফটোশপ এর দুটি প্লগইন। যে দুটি প্লগইন প্রায় সব ষ্টুডিও তে ব্যবহার হয়।ছবি সুন্দর এবং জীবন্ত ভাবে উপস্থাপন করার জন্য। এই প্লগইন দুটি ব্যবহার করলে খুব অল্প সময় কাজ সম্পন্ন করা যায়। প্লাগইন দুটির নাম হলো:
1. Grain Surgery এবং 2. NoiseNinja
প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করে Extract করে নিন।
তার পর ফোল্ডার দুটি কপি করুন। এর পর আপনাকে যা করতে হবে- My Computer> C:>Program Files>Adobe>Photoshop CS আপনি যে ফটোশপ ব্যবহার করেন সেটাতে প্রবেশ করুন তার পর> Plug-Ins\Filters এবার পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ।
এর পর আপনি ফটোশপ ওপেন করুন, এবার Filter Menu তে ক্লিক করুন দেখুন সবশেষে দুটি অপশন যোগ হয়েছে।
1. Grain Surgery
2. Picture Code
এবার দেখুন এর ব্যবহার:
1. Grain Surgery
আমরা এখন একটি ছবি নিয়ে কাজ করবো ছবিটি প্রথম অবস্থায় ছিল এ রুপ।
ছবিটি আমরা এখন ফটোশপে ওপেন করবো। তার পর Filter এ ক্লিক করে Grain Surgery 2>(দ্বীতিয় অপশন) Remove Grain 2…… এ ক্লিক করুন।
Noise Reduction কমিয়ে বারিয়ে নিতে পারবেন। সব শেষে Ok করুন তার পর দেখুন।
দেখুন তো ছবিটি এত সহজে অল্প সময় কত সুন্দর কাজ করে ফেললাম।
এবার আমরা কাজ করবো 2. Picture Code নিয়ে। এটার কাজ আরো সহজ আপনাকে পূর্বের
মত পদক্ষেপে যেতে হবে। Filter>PictureCode>Noise Ninja তার পর নিম্ন চিত্র আসবে।
এর পর এটাকে OK করুন এবার দেখুন আপনার ছবিটি। কত সুন্দর জীবন্ত ছবি। ঠিক এরুপ
আশা করি সবাই উপরে বর্ণনা অনুযায়ী কাজ করতে পেরেছেন। আর যদি কারো কোন সমস্য হয় তাহলে মন্তব্য করুন । আমি যথা সম্ভব চেষ্টা করবো উত্তর দেয়ার। কারো যদি এই টউনটি দিয়ে কোন উপকারে আসে তাহলে মন্তব্য করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ
আমি মেহেদী হাসান নিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হয়েছে নিয়াজ ভাই । আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ।