Photoshop Random Tutorial-I [অসাধারণ একটি ফটোগ্রাফি মেনিপুলেশন শিখুন খুব সহজেই]

প্রকাশিত
জোসস করেছেন

ফটোশপ কারিশমা বলে শেষ করা যাবে না। এই ফটোশপের উপর নির্ভর করেই অনেকের জীবিকা নির্বাহ হয়। আপনি ডিজিটাল ভাবে যে কাজই করতে যান না কেন, আপনার কাজকে  সুন্দর করতে এই কারিশমা ওয়ালাদের কাছে যেতেই হবে। মেয়েরা যেমন সাজগুজ করে কু রূপকেও নায়িকা বানিয়ে ফেলে তেমনি গ্রাফিক্স আপনার পণ্য বা রুপের প্রকৃত ও উৎকৃষ্ট বহিঃপ্রকাশ করে। তাই এই ফিল্ডে কাজের অভাব নেই। শুধু রাস্তাটা জেনে নিন। তাহলে আপনি এই গ্রাফিক্স ডিজাইন নিয়েই সারা জীবন কাজ করে ঘরে বসেই খেতে পারবেন।

বিপিয়া টিউটোরের বিশেষ নিবেদন "Photoshop Random Project" এ আমরা ওই সব কাজ নিয়ে আলোচনা করবো। যেগুলো দিয়ে আপনি প্রোফেশনাল মানের ইমেইজারি কাজ করতে পারবেন। আর কাজ জানা মানেই আপনার ভেলু ০ থেকে ১ এর কোটায়। সো, এপিসোড এপিসোড আকারে আমরা নতুন নতুন টিউন করবো। আর গ্রাফিক্সে আগ্রহীরা আমাদের সংস্পর্শে চলে আসুন। "অপূর্ণতা পূর্ণ করুন, গ্রাফিক্স দিয়ে আয় করুন "। আজকে প্রথম এপিসোড।

Photoshop Random Tutorial - I

Title: How to design an eye-catcher photography graphics

আজকের টিউটরিয়ালে আমরা মৃতপ্রায় একটি ফুলের ফটোগ্রাফিকে মেনিপুলেট করবো। নিচের ছবিটি খেয়াল করুন। পরের ছবিটি হল ফটোগ্রাফি এবং নিচের ছবিটি এডিট করার পরের অবস্থা।

সরাসরি ইউটিউবের ভিডিও পৃষ্ঠায় চলে যাচ্ছি। প্লে করে সম্পূর্ণ পদ্ধতিটি বুঝে নিন। এই একটি টিউটোরিয়াল দেখলে আপনি যেসব জিনিস শিখতে পারবেন,

  • Watermark (ছাপ) রিমোভ করা।
  • Adjustments এর কাজ।
  • লেয়ার Group করা।
  • Elipse Tool এর মাধ্যমে Bubble তৈরী করা।
  • Elipse Tool এর মাধ্যমে Gradient Pointer তৈরী করা।
  • Blur করা।
  • ছবিতে Bubble এর মাধ্যমে ইফেক্ট তৈরী করা।

Youtube Link: BpYTutor Manipulation onto a Photography

প্রেকটিজঃ

এই মেনিপুলেশনটি নিজে প্রেকটিজ করতে চাইলে নিচের লিংক থেকে প্রজেক্ট ফাইল, রিসোর্স গুলো ডাউনলোড করে নিন।

মূল ছবি ডাউনলোড করুনঃ

আউটপুট ছবি ডাউনলোড করুনঃ

প্রোজেক্ট ফাইল (PSD) ডাউনলোড করুনঃ

রিসোর্সগুলো ডাউনলোড করার পর নিজে নিজে চেষ্টা করুন। আর ভিডিওর সাথে মিলিয়ে কাজটি শিখুন। তাতে আপনার হাতের স্কিল আরো বৃদ্ধি পাবে। Photoshop Random Tutorial-II এ আরো নতুন একটি জিনিস নিয়ে আলোচনা করবো। আমাদের সাইটে ভিজিট করুন এবং আমাদের ফেইসবুক পাতায় যোগাযোগ রাখুন। এতে আমরা নতুন টিউন প্রকাশ করলেই সাথে সাথেই পেয়ে যাবেন। নিচের টিউমেন্ট বক্সটি আপনার জন্য উন্মুক্ত।

বিজ্ঞপ্তিঃ উল্লেখ্য যে, আমরা প্রোজেক্ট ফাইল ও ফটোগ্রাফটি পাবলিক করে দিয়েছি। ছবি ও প্রোজেক্ট ফাইল রিসোর্সগুলো বিপিয়াটিউটোরের সম্পত্তি। শুধুমাত্র শিখার উদ্দ্যেশে ব্যবহার করুন। বানিজ্যিক ব্যবহার থেকে বিরত থাকুন। ধন্যবাদ।

মূল নিবন্ধনঃ বিপিয়া টিউটোর [Photoshop Random Project-I]

Level 3

আমি সুরজিত সিংহ সৌর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস