যারা সবসময় স্বপ্ন দেখেন একটি পোর্টেবল ল্যাপটপের, যেটি যেকোন জায়গায় যেকোনো অবস্থায় নেয়া যাবে ও ল্যাপটপের সকল সুবিধা পাওয়া যাবে, তাদের জন্য Evgeny Orkin ডিজাইন করেছেন এই পোর্টেবল ল্যাপটপটি. এটিতে OLED-ডিসপ্লে টেকনোলজি এবং মাল্টি টাচস্ক্রীন কনসেপ্ট ব্যবহার করা হয়েছে. যেটির আকার সাধারণ নোটবুকের মত (১৩'' ডিসপ্লে) কিন্তু এটি গ্রাফিক্স ট্যাবলেটের মত ১৭"-ডিসপ্লেতে নিমিষেই পরিবর্তন করা যায়. এবং সাধারণ মনিটর হিসেবেও ব্যবহার করা যায়. এটি মূলত একটি পোর্টেবল- ফোল্ডিং কম্পিউটার ডিজাইন কনসেপ্ট.
এটি কী সত্যিই বাজারে আসবে?
Rolltop-Design টিমের ভাষ্যমতে, তারা এমন একটি ল্যাপটপ ডিজাইন করতে চেয়েছেন, যেটি হবে ফোল্ডিং এবং পোর্টেবল. তারা ২০০৯ সালে এই কনসেপ্টটি নিয়ে কাজ করেন. এবং প্রথমেই সরাসরি প্রোডাকশনে যেতে চাননি. তারা শুধুমাত্র তাদের ডিজাইনটি দেখাতে চয়েছেন এবং লোকদের ফিডব্যাক দেখতে চেয়েছেন. তাদের প্রথম ডিজাইনে আশাতীত ফিডব্যাক পাওয়াতে, তারা Rolltop 2.0 প্রজেক্টটি শুরু করারও আশা প্রকাশ করেন.
ছবির কৃতজ্ঞতা: রোলটপ ভিডিও দেখতে ক্লিক করুন
পোস্টটি পূর্বে এখানে Rolltop 2.0 প্রকাশিত. ইচ্ছা হইলে এইখানে গুতা মাইরেন
আমি তানভীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice…
Thank u