UI/UX ডিজাইন মাধ্যমে কিভাবে মোবাইলের অ্যাপ স্ক্রিন ডিজাইন করা যায় এসো ডিজাইন শিখি

UI/UX ভিডিও

UI ডিজাইন কি?

আজ কাল গ্রাফিক্স ডিজাইন মানেই UI দিজাইন। তাহলে UI ডিজাইন টা কি? আজ আমরা UI ডিজাইন নিয়ে কথা বলবো।

 UI  অর্থাৎ U= User এবং I=Interface তাহলে UI হচ্ছে User Interface.

এক কথা, UI হচ্ছে  User Interface  ইউজার ইন্টারফেস যা কোন ডিজাইনের বাস্তব বা ব্যবহারকারির সামনে যে অবয়ব বা চেহারা  দেখা যায়!  অর্থাৎ কোন একটি ডিজাইন শেষ করার পর, ডিজাইনটি যে চেহারা নিয়ে ব্যবিহারির সামনে প্রতিয়মান হয় তাকে UI ডিজাইন বলে বা User Interface  ইউজার ইন্টারফেস ডিজাইন বলে।   

 মোবাইলের অ্যাপ সক্রিন ডিজাইন:

মোবাইলের স্ক্রিন কি?
মোবাইলের স্ক্রিন হচ্ছে মোবাইলের দিসপ্লে। যা মোবাইলে অপারেটিং সিস্টেমের সমস্ত কিছু মোবাইলের ডিসপ্লে তে আমরা দেখতে পারি।
ভিবিন্ন মোবাইলের স্ক্রিন আর সাইজ ভিন্ন রকম হয়ে থাকে। যেমন নকিয়া স্মার্ট মোবাইলের স্ক্রিন সাইজ এবং আই-ফোনের স্ক্রিন সাইজ এক না। আবার সেমসাং মোবাইলের স্ক্রিন সাইজ এবং হুয়াই মোবাইলের স্ক্রিন সাইজ এক রকম না।

আমি যে মোবাইল স্ক্রিন ডিজাইন করছি তার সাইজ হলঃ

১১২৫ পিক্সেল*২৪৩৬পিক্সেল

রেজুলেশন হচ্ছে ৭২ ও কালার মোড হচ্ছে RGB

মোবাইল অ্যাপ স্ক্রিন  ডিজাইনঃ

 প্রথমে ফটোশপ ডুমুমেন্ট ওপেন করি (ctrl+N) দিয়ে। যা দেখতে একটু লম্বা সেইপের মত দেখতে লাগবে।

মোবাইলের ডিসপ্লে গুলো মোটা মোটি একটু লম্বা সেইপের মতই লাগে। কারনে আমদের মোবাইল দিসপ্লে গুলো লম্বা ভাবে ডিজাইন করা হয়। ডুকুমেন্টের মাঝ বরাবর একটি রেক্ট্যাংগল সেইপ নিয়ে লেয়ার স্তাইল থেকে গ্রেডিউয়ান্ট ব্যবহার করতে হবে। যা আমি নিচে দেখিয়ে দিয়েছি।

ডিজাইন টি সম্পূর্ন দেখতে বা দিজাইনটি তৈরি করতে আপনারা নিচের লিঙ্কের সাহায্য নিতে পারেন।

ডিজাইন ্টি বিস্তারিত দেখতে ক্লিক করুন>>>>লিঙ্ক

Level 0

আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস