আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ কিছু লোগোর কালেকশন নিয়ে। অনেকেই অনেক সময় লোগো ডিজাইন করতে গিয়ে বিপদে পড়েন। তাই না? অনেক ব্লগ বা ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে লোগো ডিজাইন করতে হয়। কিন্তু তখন আর কোন ডিজাইন মনে আসে না। আর ডিজাইন করাটাও তো অনেক অভিজ্ঞতার কাজ। ভালো ডিজাইনার না হলে তো লোগো ডিজাইন ও ভালো হবে না।
অনলাইনে অনেক সুন্দর সুন্দর লোগো সহ অন্যান্য সকল কিছুই পাওয়া যায়। কিন্তু সেগুলো সকল কিছুই প্রিমিয়াম। তাই আপনাকে অবশ্যই সেগুলো টাকার বিনিময়ে কিনতে হবে। কিন্তু বাংলাদেশের ই-কমার্স এর যে অবস্থা এতে করে আপনি সহজেই কিছু কিনতে পারবেন না। তাই আমি অনলাইনে কিছু লোগো পেয়েছি এবং সকল লোগোই PSD ফাইল সহ।
তাই আপনি ইচ্ছা করলে ফটোশপ দ্বারা ইচ্ছামতো এডিট করতে পারবেন এবং আপনার নাম এবং আরো অন্যান্য কিছু খুব সহজেই যুক্ত করতে পারবেন। এজন্য আমাকে কিছুই দিতে হবে না। শুধু আপনার ইচ্ছা হলে একটি মন্তব্য করে যাবেন। আর কিছুই না। আমার মনে হয় যে সকলেরই এই লোগো গুলো অনেক পছন্দ ও কাজে লাগবে। এগুলো সত্যিই অনেক সুন্দর।
আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে মন্তব্য করে যেতে ভুলবেন না। আর আপনাদের সাথে পেলে আমি সামনে আরো নিত্য নতুন সব গ্রাফিক্স ডিজাইনের সুন্দর এবং দরকারী সকল কিছু শেয়ার করতে আগ্রহী হবো। ডাউনলোড করুন এবং আপনার পছন্দের লোগোটি বেছে নিন তাড়াতাড়ি। তা না হলে কিন্তু অন্য কেই এসে আগেই নিয়ে নেবে। তখন কিন্তু আর পাবেন না।
লেখাটি এখানে প্রথম প্রকাশিত হয়েছিল।
আপডেট লিংকঃ
http://www.filethief.com/download/3550/LOGO_Collection.rar.html
http://hotfile.com/dl/104845265/5fb0a8d/Logo_Collection_PSD.zip.html
http://www.fileserve.com/file/PGytDxx
http://www.duckload.com/download/2887404/Logo_Collection_PSD.zip
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
লিঙ্ক ডেড, আপডেট করুন।