এই একই পোষ্ট আসি গত কাল করেছিলাম কিন্তু সফটওয়ার ও ক্রাক এর ভার্সন এক ছিল না তাই আজ আবার ও একই টিউন।
কেমন আছেন সবাই? সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই সৃষ্টিকর্তার অষেশ রহমতে ভালই আছেন। এটি আমার দ্বিতীয় টিউন, তাই প্রথমেই বলছি কোন ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো Wondershare Flash Gallery Factory 5.1.0 নামক সফওয়ার টি।এটি দিয়ে আপনি আপনার প্রিয় ছবি গুলো দিয়ে ফ্লাস ভিডিও, স্ক্রিন সেভারও তৈরি করতে পারবেন। এমনকি ব্যাগগ্রাউন্ড এ সেট করতে পারবেন আপনার প্রিয় মিউজিকটিও। এবং তা সেভও করতে পারবেন আপনার ইচ্ছা মত। নিচে স্কিনশর্ট টা দেখলে বুঝবেন এটির মাধ্যমে কোন কোন ফরমাটে সেভ করা যাবে!
আপনি হয়ত ভাবছেন গত দিনের সেই সফটওয়ারটি কি আবার নতুন করে দিলাম কি না? এরকম ভাবলে ভূল করবেন। এটি আর ওইটির কাজ হয়ত একই হতে পারে। কিন্তু এটি আগেরটা থেকে সম্পূর্ন আলাদা। কম করে হলেও আগেরটা থেকে এটা ১০০% বেশী ভালো (অবশ্য আমার মতে)। আসুন কিছু Screen Shot দেখি।
আপনি দুইটির যে কোন একটি মোড ওপেন করতে পারবেন।
সফটওয়ার টি ডাউনলোড করুন এখান থেকে।
ডাউনলোডের পর Wondershare Flash Gallery Factory 5.1.0.zip এর উপর রাইট বাটন ক্লিক করে extract করুন। তাহলেই ফাইল গুলো জোড়া লেতে যাবে ।
ইনস্টল করুন অন্য সব সফটওয়ার এর মতই। ইনস্টল শেষ হলে আপনাকে রেজিস্টেসন করতে বলবে। সফটটি টাকা দিয়ে কেনার ইচ্ছা থাকলে কিনতে পারেন মাত্র ৫৯.৯৫$। আর কিনতে না চাইলে রেজিস্টেসন বক্সটি ক্লোজ করে দিন। এর পর আমার দেওয়া ক্রাক ফাইলটি ওপেন করুন। এর ভিতরে W FGF 5.1.0.5.exe টিতে ডাবল ক্লিক করুন তার পর ওখানেই License email এবং Registration code দিয়ে দিন।
ব্যাস কাজ শেষ । এবার ব্যবহার করতে থাকুন সফটওয়ারটির ফুল ভার্সন আর শুরু করে দিন আপনার প্রিয় ছবি গুলো থেকে ভিডিও বা ফ্লাস তৈরির কাজ, আর শেয়ার করুন আপনার প্রিয় জনদের সাথে। আর কি লিখব বাকিটা আপনারাই বুঝতে পারবেন। তবে একটা কথাই বলব কোন ভূল হলে ক্ষমা করতে ভূলবেন না। সবাই ভালো থাকবেন।
আমি ফিরোজ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন। আমি screensaver file কে vdo ফাইলে convert করতে চাই
মানে।। convert .scr to .avi/mpg/mov…।্কোন সফট আছে???