তৈরি করুন তাজা রক্তে ভেজা টেস্ট ইফেক্ট

আশা করছি সবাই ভাল আছেন, অনেক দিন পর টি.টিতে টিউন করছি....

আপনাদের খারাফ লাগলে ক্ষমা করবেন।

আজ ফটোশপের একটি বিশেষ টেস্ট ইফেক্ট নিয়ে টিউন করছি...

আসুন দেখি, কিভাবে এরকম একটি ইফেক্ট তৈরি করা যায়....
১। প্রথেম ৪৬০/৪০০ pixels সাইজে এ একটি নতুন ড্রয়িং ফিল্ড তৈরি করি।
২। Foreground color ব্লাক নির্বাচন করে white কালারে Photoshop কথাটি লিখি।
৩। এবার লেখাটা ৯০ ডিগ্রি এঙ্গেলে বাকা করে নেয়ার জন্য Image মেনু হতে Rotate canvas> 90 degree CW> নির্বাচন করি।
৪। ঢেউয়ের মত আকাবাকা ইফেক্ট দিতে এই কমান্ড ব্যবহার করব Filter>stylize>Wind>ok.
৫। ইফেক্টটি আরো বেশী করে দেয়া জন্য কি-বোর্ড থেকে Ctrl+ F ২ বার প্রেস করি।
৬। এবার লেখাটি পূর্বের মত সোজা করে নেয়ার জন্য Image মেনু হতে Rotate canvas> 90 degree CCW প্রেস করি।
৭। এবার আকাবাকা ধারা গুলো তৈরি করতে Filter মেনু হতে Distort > Ripple প্রেস করে এমাউন্ট ১০০% রেখে ok প্রেস করি।।
৮। এবার সাদা লেখাটি লাল করতের মত করতে background color লাল নির্বাচন করে Filter> Sketch> Stamp> Light balance 36, Smoothness 18 দিয়ে ok প্রেস করি।
দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চমৎকার একটি লাল রক্তাক্ত টেস্ট ইফেক্ট।
লেখাটি এখান থেকে নেয়া হয়েছে।
ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চিত্র দিলে ভালো করতেন………………….

শুভ বিবাহ রক্তে ভেজা! মজা পাইলাম 😀

হা….হা…..হা….

রক্তাত শুভ বিবাহ 🙂

screen short দিলে আরো ভাল হতো.