আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে সিনিয়র ডিজাইনার হিসেবে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।
আজ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু কথা বলবো।
গ্রাফিক ডিজাইন কী?
গ্রাফিক শব্দটি জার্মান শব্দ গ্রাফিক হতে এসেছে। গ্রাফিক শব্দটির অর্থ চিত্র বা রেখা।গ্রাফ শব্দের অর্থ চিত্র এবং ডিজাইন অর্থ নকশা।সহজ ভাষায়, চিত্র দ্বারা নকশা তৈরি করা বা করার প্রক্রিয়াকে বলে গ্রাফিক ডিজাইন।অন্য কথায়, ড্রইং ছবি বা কোনো ইমেজ এবং অক্ষর শিল্পই হচ্ছে গ্রাফিক ডিজাইন।
ডিজাইন কি?
ডিজাইন অর্থ নকশা করা। ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত অবস্থান। অর্থাৎ একটি ছবি বা চিত্র তৈরি করতে যে নকশা করা হয় তাকেই বলা হয় ডিজাইন। নকশা তৈরীর মূল সূত্র সমূহ সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সঠিক নকশার জন্ম হয়। সংক্ষেপে বলা যায় কোনো সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন।
ডিজাইন করতে ২ ধরনের জিনিস প্রয়োজন হয়।
১। এলিমেন্টস
২। ইকুইপমেন্ট
এলিমেন্টস অফ ডিজাইনঃ
1. Lines
2. Shapes
3. Colors
4. Textures
5. Spaces
ইকুইপমেন্ট অফ ডিজাইন:
1. Pencil
2. Rubber
3. Ruler etc.
আজ এই পর্যন্তই।পরের পার্টে গ্রাফিক ডিজাইন নিয়ে আর বিস্তারিত বল এবং ভিডিও টিউটরিয়াল দেয়ার চেষ্টা করবো।
আমি কায়সার আহমেদ। Owner, Designs Layers বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 71 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি কায়সার আহমেদ পড়াশুনা করছি IUBAT (International University of Business Agriculture and Technology) এর Electrical & electronics technology এ। আমি একজন ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার।আমি NihalIT তে জব করছি এবং গত দুই বছর যাবত ফ্রিল্যান্সিং পেশাতে আছি। শিখতে ভালো লাগে, ভালো লাগে শেখাতে।
গ্রাফিক্স ডিজাইন শেখান অসাধারণ বাং লা টিউটরিয়াল
https://www.youtube.com/watch?v=BZCExDiGMBQ