গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-৩০] :: চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ আসার কথা ভাবছেন! অন্যের লভোনীয় টিউন দেখে ভুল সিদ্ধান্ত নিলে কি হতে পারে?

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

কেমন আছেন সবাই, অনেকেদিন ধরেই টেকটিউনে কোন টিউন দেওয়া হয়না।

এখন থেকে প্রতিনিয়ত টিউন দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই এদানিং ফেসবুকে টিউন দেখি বা স্ক্রিনশর্ট যে আমি এত ডলার ইনকাম করছি 1000+ইত্যাদি এইসব  দেখে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যে ফ্রিল্যান্সিং থেকে যদি এত ডলার কামানো যায় তাহলে আমি ফুল টাইম এই কাজ ই করবো ভুল বসতো অনেকে জব ছাড়ার চিন্তা করে ফেলে কাজ শিখতে তারপর হাজার হাজার ডলার কামাবে।

আমি হুট করে এই কথা বলছি কেন কারণ আমার পরিচিত একজন এই সিদ্ধান্ত নিয়েছে এটা চরম একটি ভুল সিদ্ধান্ত। যারা ইনকাম করছে তারা ১দিনেই কাজ শিখে ইনকাম শুরু করেনি তারা অনেক শ্রম ধর্য্য কঠোর পরিশ্রমের মাধ্যেমেই এতদূর আগাতে পেরেছে। আর অনেকেই ভাবে এটা খুব সহজ যার জন্য অনেকে এই ভুল সিদ্ধান্ত নেই।

চাকরি অর্থ ব্যাকআপ আপনি চাকরি পাশাপাশি কাজ শিখুন মার্কেটপ্লেসে ধুকুন কাজ করুন কোন প্রেশার নেই যতটা পারেন ততটাই করার চেষ্টা করুন আর জবটা যদি ছেড়ে দেন তখন নানবিধ সমস্যার সম্মুখিন হতে হবে আপনাকে। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং এই সেক্টর থেকে কোন ইনকাম করতে না পারেন তাহলে আরো হতাসার মধ্যে পরে যাবেন। তাই আমি বলবো চাকরির পাশাপাশি কাজ শিখুন এবং কাজ করুন এইটায় শ্রেয়।

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় রইলাম !