অতি সহজে গ্রাফিক্স ডিজাইনিং শিখে নিজের ক্যারিয়ার নিজেই গড়ি।

আজ আমি সবাইকে চমকে দিয়ে নিয়ে এসেছি গ্রাফিক্স ডিজাইন। যা শিখে আপনি অতি সহজে একজন Professional  গ্রাফিক্স ডিজাইনার হয়ে যেতে পারবেন। আর ও আছে আপনি চাইলে প্রতি মাসে ঘরে বসেই গ্রাফিক্স ডিজাইনিং দ্বারা 100$ ডলার খেকে 500$ ডলার ইনকাম করতে পারবেন।

আপনি গ্রাফিক্স ডিজাইনিং কেন শিখবেন ?

আপনি এই জন্য গ্রাফিক্স ডিজাইনিং শিখবেন যা শিখে নিজেকে সবার সামনে উপথাপ করতে পারবেন। আমরা যখন কথা বলি এটিও এক ধরনে গ্রাফিক্স। আমরা যদি অপরিচিত কার সাথে দেখা করি / মোবাইলে কথা বলি তাহলে, আমরা নিজের মনকে অন্যরকম এক এক্সপ্রিয়ান্সে তৈরি করে নেই।

এই তৈরি করাটাই এক প্রকার আর্ট।এই আর্টাই যদি আপনি সবার সামনে উপথাপন করতে পারেন।তাহলে আপনি এক জন গ্রাফিক্স ডিজাইনার। এই গ্রাফিক্স ডিজাইনিং শিখে আপনি চাইলে পৃথিবীর সব জায়গায় এক জন ভালো গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচিত হতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনিং শিখে পরিচিত হয়ে লাভ কি ?

আপনি যদি আপনাকে প্রকাশ না করতে পারেন, তাহলে আপনি একজন ব্যার্থ লোক। কারণ, একজন শিক্ষক যদি কোথাও শিক্ষা দেন তাহলে তাকে সেখান কার লোক শিক্ষক বলেন। যদি অনি শিক্ষার আলো না দেন তাহলে তাকে শিক্ষক কেউ বলবে না।

এখান আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং শিখে থাকেন, কিন্তু কেউ জানতে পারলো না। তাহলে আপনি গ্রাফিক্স ডিজিইনার না। আপনাকে আপনি আগে প্রকাশ করুন তার পর আপনা অপনিই আপনার প্রকাশ হয়ে যাবে।

নিচের দৃশ্য গুলি দেখুন।

গ্রাফিক্স ডিনাইনিং
গ্রাফিক্স ডিনাইনিং ফটো 1
গ্রাফিক্স ডিনাইনিং
গ্রাফিক্স ডিনাইনিং ফটো 2

এতো কিছু কথার মাধ্যমে সবকিছু শিখানো যায় না। নিচের ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ

Level 1

আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস