গ্রাফিক্স ডিজাইন কে মূলত দুইটি অংশে ভাগ করব আমরা, একটি হল গ্রাফিক্স অন্যটি হল ডিজাইন। কিছু ভিজুয়াল এলিমেন্টস নিয়ে গ্রাফিক্স গঠিত হয় আর ডিজাইনের রয়েছে কিছু হারমনি বা রুলস।
আজকের আলোচনার বিষয় হল Shape. নিচের ভিডিও থেকে আপনারা Shape সম্পরকে বিস্তারিত আলোচনা দেখে নিতে পারেন।
পূর্বের পর্ব গুলোঃ
২) লাইন, সব থেকে বেসিক ভিসুয়াল এলিমেন্ট
৩) কালার নিয়ে কনফিউসড? জেনে নিন কালার থিয়োরি সম্পর্কে।
সকল ভিজুয়াল এলিমেন্টস কোন না কোন ভাবে Shape. আমরা যা কিছু দেখি সে সব কিছুকেই আমরা Shape দ্বারা উপস্থাপন করতে পারি। আমরা যদি কোন লাইনের Starting পয়েন্ট এবং Ending পয়েন্টকে সংযুক্ত করে দেই তাহলে আমরা একটি Shape পাব।
সংখ্যায় বিবেচনা করলে Shape মূলত অসংখ্য ধরনের হতে পারে। তবে সাধারন ভাবে Shape কে দুই ভাগে বিভক্ত করা হয়।
১) জিওমেট্রিক সেপ
২) অরগানিক সেপ
জিওমেট্রিক সেপ হল সে সকল সেপ যেগুলোকে আমরা সাধারন ভাবে দেখি, যেগুলোকে কাটা-কম্পাস, স্কেলের মাধ্যমে অংকন করতে পারি। উদাহরণসরূপ বলা যায় আয়তখেত্র, বর্গখেত্র, গোলক, ত্রিভুজ ইত্তাদি। অরগানিক সেপ হল সে সকল সেপ যেগুলোকে আমরা ফ্রী-হ্যান্ডে অঙ্কন করি। এই ধরনের সেপ সাধারণত Natureএ পাওয়া যায়।
ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি মুহূর্তে প্রতিটি প্রোজেক্টে সেপ ব্যবহার করতে হয়। আমরা কোন ডিজাইনে ডেকরেট করতে সেপ ব্যবহার করি, Texture তৈরি করতে সেপ ব্যবহার করা হয়, Pattern তৈরি করতে সেপ ব্যবহার করা হয়। আবার ধরেন কোন কঠিন অঙ্কন করতে গেলে সেটিকে আমরা আগে সেপের মাধ্যমে এর Simplistic ফর্মে নিয়ে এসে অঙ্কন করি।
কোন ম্যাসেজ দিতে আমরা ডিজাইনে সেপের ব্যবহার করতে পারি। আপনারা যদি লক্ষকরেন আমরা লিখতে যে ফন্ট ব্যবহার করি এর প্রত্যেকটি আলাদা অক্ষর জিওমেট্রিক ও অরগানিক সেপের সমন্বয় সৃষ্ট। এ পর্যন্তই ছিল আজকের সেপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।