আরও ধাঁরালো করুন ফটোশপে আপনার স্কিল, কৌশল এবং দক্ষতাকে!! ফটোশপের এই ২০টি দারুন টিপস ও টিউটোরিয়াল এর মাধ্যমে!!

আসসালামু আলাইকুম,

ইন্টারনেটে অনেক রকম ফটোশপ এর টিউটিরিয়াল থাকে, যে গুলোর মাধমেআপনি সহজে আপনার ফটোশপ ব্যবহারের বিভিন্ন দিক উন্নত করতে সাহায্য করে। কিন্তু আপনি যদি অনেক জটিল ইফেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে নিয়মিত টিউটোরিয়ালটি যথেষ্ট নাও হতে পারেন। তাই আপনার জন্য ২0 টি সেরা ফটোশপ ভিডিও টিউটোরিয়াল নির্বাচন করেছি যাতে আপনি আপনার ফটোশপ কৌশল এবং দক্ষতা উন্নত করতে পারেন।

১) Avatar মুভির চরিত্র তৈরি করা

Avatar মুভির চরিত্র তৈরি করা একটি ফটোশপ এর জনপ্রিয় টিউটোরিয়াল গুলোর অন্যতম।নিচের ভিডিও লিংকে কিভাবে ফটোশপ এর মাধ্যমে সহজে Avatar মুভির চরিত্র তৈরি করা যায় তা দেখানো হয়েছে। অতএব আপনি একটি সুন্দর ছবি নিন এবং শুরু করে দিন এই মজার টিউটোরিয়ালটির ব্যবহার:

২) প্রেসিডেন্ট ওবামার 'হোপ' Poster ইফেক্ট

'হোপ' Poster প্রেসিডেন্ট ওবামার নির্বাচনী প্রচারনার একটি মাধ্যম ছিল। শেপার্ড ফেয়ারী দ্বারা নির্মিত, এই পোষ্টার তখন অনেক জনপ্রিয় হয়ে ওঠে। নিচের ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি কিভাবে ফটোশপ এর মাধ্যমে এই হোপ' Poster তৈরি করা যায় তা দেখানো হয়েছে।

৩) “Porcelain Doll Effect Retouching” ইফেক্ট :

এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারস, লেয়ার মাস্ক এবং লিকিওফাইন্ড ফিল্টার ব্যবহার করে কিভাবে “Porcelain Doll Effect Retouching” ইফেক্ট তৈরি করা হয় তা জানতে পারবেন।

৪) দ্রুত একসঙ্গে একাধিক ছবি একত্রিত করার পদ্ধতি (Blending Technique):

এই টিউটোরিয়ালটির মাধ্যমে এক সঙ্গে একাধিক ছবি একত্রিত করার পদ্ধতি দেখানো হয়েছে যা Blending technique নামে পরিচিত।

৫) ফটোশপের মাধ্যমে glowing light effects তৈরি করার পদ্ধতি:

এই ভিডিওটির মাধ্যমে কিভাবে একটি সুন্দর glowing light effects তৈরি করা যায় তা দেখানো হবে।

৬) ফটোশপে ডিজিটাল পেন্টিং এর টিউটোরিয়াল :

এটি একটি খুব মজাদার ডিজিটাল পেন্টিং তৈরি করার টিউটোরিয়াল।

৭) Dispersion ইফেক্ট তৈরি করা:

এই টিউটোরিয়ালটির মাধ্যমে খুবই জনপ্রিয় Dispersion ইফেক্ট তৈরি করা দেখানো হবে।

৮) বাঘ ও মানুষের ছবির ম্যানিপুলেশন টিউটোরিয়াল :

এটি একটি ফটোশপের মাধ্যমে অসাধারণ ছবির ম্যানিপুলেশন ভিডিও টিউটোরিয়াল যা আপনাকে একসঙ্গে একটি প্রাণী মুখ গঠন করতে শেখাবে, এইখানে একটি বাঘ, যা মানুষের মুখের সাথে ম্যানিপুলেশন করা হয়েছে।

৯) Hard Light Effects তৈরি করা:

এই ভিডিওটির মাধ্যমে আমরা HDR (High Dynamic Range ইফেক্ট এবং high contrast hard light ইফেক্ট সম্পর্কে ধারনা পাব। এছাড়া কিভাবে একটি মডেল Shadow ইফেক্ট তৈরী করা যায় সেই সম্পর্কে ধারনা পাওয়া যাবে।

১০) 3D টেক্সট ইফেক্ট:

এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা কিভাবে ফটোশপের মাধ্যমে সহজে 3D টেক্সট ইফেক্ট, রিফ্লেকশন, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট সম্পর্কে ধারনা পাব।

১১) ছবিতে Neon Glow ইফেক্ট :

নিচের ভিডিওটির মাধ্যমে আমরা জানব কিভাবে ফটোশপের মাধ্যমে ছবিতে সুন্দর একটি Neon Glow ইফেক্ট দেওয়া যায়।

১২) লাইট ম্যানিপুলেশন ইফেক্ট :

এই টিউটোরিয়ালে কিভাবে একটি ছবিতে সাধারন লাইট ইফেক্ট দেওয়া যায় সেইটা দেখানো হবে। এই টিউটোরিয়ালটি রহস্যময় এবং সুন্দর।

১৩) সাদাকালো ছবিকে রঙিন করা:

ফটোশপ CS5 এর সাহায্যে সাদাকালো ছবিকে কিভাবে রঙিন করে তোলা হয়, সেইটা আপনারা ধাপে ধাপে জানতে পারবেন এই টিউটোরিয়ালটির মাধ্যমে।

১৪) বয়সের ছাপ দূরীকরন :

এখন আপনারা জানতে পারবেন কিভাবে আমরা ফটোশপে ৭০ বছরের মহিলার চেহারার বিভিন্ন বয়সের ছাপ দূর করে তার বয়স আরও ৩০ বছর কমিয়ে ফেলানো যায়। এখানে আমরা ৪টি patch টুলস ব্রাশ সম্পর্কে ধারনা পাব।

১৫) ভার্রচুয়াল মেকআপ :

ভার্রচুয়াল মেকআপ ফটোশপের একটি খুবই গুরুত্বপূর্ন টিউটোরিয়াল। বিশেষ করে মডিলিং ফটোগ্রাফার ও ইডিটিং এর জন্য।এটি আপনাকে শিক্ষাবে কিভাবে চমৎকার মেকআপ করতে পারবেন ফটোশপের মাধ্যমে।

১৬) দ্রুত ইমেজের সিলেক্ট অংশ সিলেক্ট করা:

এই টিউটিরিয়াল এর মাধ্যমে pen tools ব্যবহার ছাড়া ছবির নিদৃষ্ট অংশ সিলেক্ট করতে পারবেন তার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

১৭) মাধ্যমে একটি ফ্যান্টাসি দৃশ্য তৈরী করা:

নিচের ভিডিও টিউটিরিয়াল এর মাধ্যমে আমরা নিদৃষ্ট অনেক গুলো ছবি দিয়ে একটি ফ্যান্টাসি দৃশ্য তৈরী করা শিখতে পারব:

১৮) Photoshop Masking:

এটি একটি ভিডিও ফটোশপ সিসি ভিডিও টিউটোরিয়াল, যার মাধ্যমে আমরা কিভাবে সহজেই এবং কার্যকরীভাবে “Photoshop Masking” করতে হয় তা জানবো।

১৯) ফটোশপের “Textures” এর ব্যবহার:

সাধারনত ফটোশপে সমতল পৃষ্ঠ থেকে “Textures” এর ব্যবহার সহজ, কিন্তু অসমতল পৃষ্ঠ থেকে এই “Textures” এর ব্যবহার অনেক জটিল।এই টিউটিরিয়াল এর মাধ্যমে অসমতল পৃষ্ঠ থেকে এই “Textures” ব্যবহার শিখানো হবে।

২০)ফটোশপে একটি AVATARAR জন্ম :

জেমস ক্যামেরনের AVATAR দেখার পরে, আপনি যদি নিজেই AVATARAR হয়ে থাকতে চান তাহলে ফটোশপের কয়েক ঘন্টার জন্য কাজ করার পরে এটি হবে আপনার  ফলাফল।

আশা করি টিউটিরিয়াল গুলো আপনাদের কাজে লাগবে। আজকে এই পযন্তই। আবরি নতুন কোন টিউটিরিয়াল নিয়ে আসব, সেই পর্যন্ত।

আল্লাহ হাফেজ

Level 2

আমি কাজি সেজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস