গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন [পর্ব-২২] :: নিজের তৈরি করা LOGO কিভাবে আপনার ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন? নিজেই তৈরি করুন Professional Logo Mockup

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়ুন

how to create logo mockup

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছে!

অনেকদিন পর আবারো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আমার টিউনের টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে কথা বলতে যাচ্ছি তাহলে চলুন দেরিনা করে শুরু করা যাক।

উপরে যেই ছবিটি দেখছেন এটি লোগো মকাপ। আজকের টিউটোরিয়ালে আমি এই মকাপটি তৈরি করা শিখিয়েছি।

বর্তমানে বিভিন্ন কনটেস্ট মার্কেটপ্লেসে দেখবেন যে প্রায় লোগো Win হচ্ছে এই রকম Simple, Professional মকাপ এ বসিয়ে বা খুব সুন্দর ভাবে লোগোটি উপস্থাপন করে। অনেক সময় দেখা যায় অনেক ভাল ভাল লোগো ডিজাইন করা হয় কিন্তু সঠিক মকাপ এ না বসালে সেইটা তেমন ভাল লাগেনা বা ফুটে উঠেনা আপনার সব সময় চিন্তা করতে হবে আপনার ক্লায়েন্টের মন অনুযায়ি লোগো ডিজাইন করা এবং তার industry অনুযায়ি তৈরি করা লোগোটি উপস্থাপন করা।

যেমন ধরুন এইটি রিয়েল এস্টেট লগো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে কিছু বিল্ডিং এর ছবির উপর উপস্থাপন করেছি। কারন এইটা তার industry এর প্রধান কাজ।  যদি এটি হতো বডি ফিটনেস তাহলে আমি কোন জিমের ছবি এইরকম কিছু ছবির উপর উপস্থাপন করতাম। একটি লগো তৈরির পর সঠিক ভাবে উপস্থাপন করলেই আপনার ক্লায়েন্টের নজরে পড়বে যদি হয় সেইটা কনটেস্ট।

আজকের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে Nice & Clean লগো মকাপ তৈরি করতে হয়। এটি সম্পূর্ন Smart Object দ্বারা করা হয়ছে। যেন পরবর্তিতে যেকোন লোগো আপনি সেই মকাপে সেট করতে পারেন।

নিচে টিউটোরিয়াল লিংক অবশ্যই দেখে নিবেন। তাহলে সবাই ভাল থাকবেন, আবারো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হবো। আল্লহ হাফেজ

 

Level 0

আমি মোহাম্মদ রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i'm professional graphic designer,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস